![]() |
ছবি :- বলরাম সাহা |
গত ২ রা মার্চ নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে ২০২১ সালের বিধান সভার নির্বাচন জন্য ৭৫ দিনের কর্মসুচি ঘোষণা করেছিলেন দলনেত্রী মমতা ব্যানার্জ্জী। তারই প্রথম পর্বের কর্মসুচী হিসাবে ওই সম্মেলন করলেন এলাকার বিধায় নেপাল ঘুরুই।
এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের পুর্ত কর্মাধক্ষ্য উত্তম সেনগুপ্ত, এলাকার বিধায়ক নেপাল ঘুরুই, রায়না ১ নং ব্লকের সভাপতি শৈলেন্দ্রনাথ সাঁই, দুনম্বর ব্লক সভাপতি আনসার আলি খাঁন, রায়না ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মহন্ত, দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক সহ ত্রিস্তর পঞ্চায়েতের জন প্রতিনিধিরা।
No comments
Post a Comment