দক্ষিণবঙ্গ

"বাংলার গর্ব মমতা" কর্মসূচি পালিত হচ্ছে রায়নায়

Saturday, March 7, 2020

/ by krishaksetu Bangla

ছবি :- বলরাম সাহা
কৃষ্ণ সাহা ( রায়না ) :- সারা রাজ্যের সাথে সাথে "বাংলার গর্ব মমতা" এই শীর্ষক কর্মসূচি পালিত হচ্ছে পূর্ব বর্ধমানের রায়না বিধান সভায়। এলাকার বিধায়ক নেপাল ঘুরুই উদ্দ্যোগে রায়না বিধানসভার শ্যামসুন্দর ফুটবল মাঠে শনিবার দুপুরে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এলাকার দুটি ব্লকের ১৫ টি অঞ্চলের ত্রিস্তর পঞ্চায়েতের জন প্রতিনিধি ও ব্লকের বিভিন্ন সংগঠনের নেতা নেত্রী ও কর্মীদের নিয়ে মুলত ওই সম্মেলটি করা হয় ।

গত ২ রা মার্চ নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে ২০২১ সালের বিধান সভার নির্বাচন জন্য ৭৫ দিনের কর্মসুচি ঘোষণা করেছিলেন দলনেত্রী মমতা ব্যানার্জ্জী। তারই প্রথম পর্বের কর্মসুচী হিসাবে ওই সম্মেলন করলেন এলাকার বিধায় নেপাল ঘুরুই।

এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের পুর্ত কর্মাধক্ষ্য উত্তম সেনগুপ্ত, এলাকার বিধায়ক নেপাল ঘুরুই, রায়না ১ নং ব্লকের সভাপতি শৈলেন্দ্রনাথ সাঁই, দুনম্বর ব্লক সভাপতি আনসার আলি খাঁন, রায়না ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মহন্ত, দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক সহ ত্রিস্তর পঞ্চায়েতের জন প্রতিনিধিরা।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION