কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট
পৌরাণিক দিক থেকে বলা হয়, শিবের অপর নাম হল পঞ্চানন। কারণ শিবের পাঁচটা মাথা ছিল।কিন্তু গবেষকদের মতে,এই দেবতাগুলি ছিল লৌকিক দেবতা।এই লৌকিক দেবতাকে যখন একটি বিশেষ অঞ্চলে পুজো করা হয় তখন তাকে বলা হয় আঞ্চলিক দেবতা। বাবা পঞ্চানন হলেন প্রথমত লৌকিক দেবতা,পরে হচ্ছেন আঞ্চলিক দেবতা।১লা মাঘ কাটোয়া ২নং ব্লকের চাণ্ডুলী পাঞ্চাননতলায় বাবাপঞ্চানন দেবতার পুজো করা হয়। এই পুজোর অন্যতম একটি বৈশিষ্ট্য হল,রোগ ব্যধিতে ভুগছে যে সমস্ত মানুষ ও যে সমস্ত বিবাহিত মহিলার বাচ্চা হয় না,তারা এই পঞ্চানন ঠাকুরের কাছে মানত করলে তাদের মনস্কামনা পুর্ণ হয়।কাটোয়া ২নং ব্লকের চাণ্ডুলী পঞ্চাননতলায় যে পুজো হচ্ছে তাতে ঘোড়ার চলন দেখা যায়।এই দেবতা ঘোড়াতেই সন্তুুষ্ট হন।এই পুজো উপলক্ষ্যে একটি মেলা বসে।সকাল থেকে সন্ধ্যা অবধি চলে। সারাদেশে জুড়ে এন.আর.সি ও সি.এ.এ -এর আতঙ্ক যখন মানুষের চোখের ঘুম করে নিচ্ছে, ঠিক তখনি শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে পরিচালিত বাবা পঞ্চানন পুজো ও মেলা অনুষ্ঠান মানুষের মধ্যে আনন্দধারা বয়ে এনেছে। পাশ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে মানুষরা এখানে পুজো ও মেলা দেখতে ভিড় জমান। শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ক্যাম্প করা হয়েছে। মানুষদের সুবিধার্থে জলছত্রের আয়জন করেছে শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার,জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির অন্যতম নেতা বাপি রায়। এই পুজো উপলক্ষে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় করছে পুলিশ। পুজো উপলক্ষে মুলগ্ৰামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।