প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ৭ অক্টোবর
মহাষ্টমীর দিন রাতে পৃথক মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহী যুবকের । জখম হয়েছে দুটি বাইকের আরো তিনজন । আরোহী । দুর্ঘটনাগুলি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার কৃষ্ণচন্দ্রপুর ও হরগোবিন্দপুর এলাকায় । পুলিশ সূত্রে জানাগেছে মৃত বাইক আরোহীর নাম ফিরোজ মল্লিক (২৬)। তার বাড়ি জামালপুরের মাঠনসিপুর গ্রামে । একই রাতে হরগোবিন্দপুর এলাকায় ঘটেযাওয়া অপর বাইক দুর্ঘটনাতেও দুজন জখম হয় ।
পুলিশ দুটি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে ,রবিবার রাতে নিজের গ্রামের দুই বন্ধু সান্তনু কিস্কু ও হাবিব মল্লিককে সঙ্গে নিয়ে ফিরোজ মল্লিক ঠাকুর দেখতে বেরিয়েছিল । একটি বাইকে তিন বন্ধু চেপে প্রথম বর্ধমানের বড়শুলে ঠাকুর দেখতে যায় । রাতে সেখান থেকে তারা বাড়ি ফারছিল । পথে জামালপুরের কৃষ্ণচন্দ্রপুর পুলের কাছে ঘটেযায় মর্মান্তিক দুর্ঘটনা । খবর পেয়ে জামালপুর থানার পুলিশ তিন জখম বাইক আরোহীকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়েযায় । শারীরিক অবস্থা সংকটজনক থাকায় রাতেই ফিরোজকে স্থানান্তর করা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখানে সোমবার সকালে মারাযায় ফিরোজ মল্লিক । এদিনই বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে ফিরোজ মল্লিকের মৃতদের ময়নাতদন্ত হয় ।
হরগোবিন্দপুরে হওয়া বাইক দুর্ঘটনায় জখম দুজনের চিকিৎসা হয় জামালপুর হাসপাতালে । তারা আপাতত বিপদ মুক্ত বলে চিকিৎসকদের কথায় জানাগেছে । কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ ।
No comments
Post a Comment