Showing posts with label টেকনোলজি. Show all posts
Showing posts with label টেকনোলজি. Show all posts

বাতিস্তম্ভের শুভ উদ্বোধন করলেন সাংসদ সুনীল কুমার মন্ডল

No comments

Sunday, February 16, 2020


রাহুল রায়,কাটোয়াঃ কাটোয়া ১নং ও কাটোয়া ২নং ব্লকের সংযোগস্থল দাঁইহাট চৌরাস্তা মোড়। সেই দাঁইহাট মোড় দিয়ে নদীয়া,বর্ধমান,কাটোয়া রুটের বাস,লরি,টোটো সহ নানা যানবাহন চলাচল করে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল কুমার মন্ডলের উদ্যোগে দাঁইহাট চৌরাস্তার মোড়ের ব্যবসাদার ও সাধারণ মানুষদের সুবিধার্থে সাংসদ তহবিল থেকে উচ্চ বাতিস্তম্ভ নির্মাণ করা হলো।শনিবার বিকেলে দাঁইহাট চৌরাস্তার মোড়ে উচ্চ বাতিস্তম্ভের শুভ উদ্বোধন করলেন সাংসদ সুনীল কুমার মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন কাটোয়া ১নং ব্লকের বিডিও মহম্মদ বদরুদ্দোজা,কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পানিগ্রাহী,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,কাটোয়া ১নং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত মন্ডল,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দা,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম,জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল, তুষার সামন্ত,জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,অগ্ৰদ্বীপ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান নিতাই সুন্দর মুখার্জী,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান সহ প্রমুখ। ৬ লক্ষ ৫৭ হাজার টাকা ব্যায়ে উচ্চ বাতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এই উচ্চ বাতিস্তম্ভ নির্মাণ হওয়াতে ব্যবসাদার ও সাধারণ মানুষেরা খুব খুশি।


ব্যাবসা লাটে তুলছে ‘দেউলিয়া’ ভোডাফোন, কাজ হারাবেন কয়েক লাখ কর্মী

No comments

Saturday, December 7, 2019


কেন্দ্র সাহায্য না করলে বন্ধ হয়ে যাবে ভোডাফোন৷ হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটেকুমারমঙ্গলম বিড়লা জানিয়েছেন, বিপুল ঋণের বোঝা রয়েছে তাঁদের৷ সংস্থা চালাতে যদি বকেয়ার ঋণ মেটাতে সরকার সাহায্য না করেলে বন্ধ হয়ে যাবে পরিষেবা৷ দেউলিয়া ঘোষণা হতে পারে৷
আমাদের সাইট ADVERTISEMENT দেবার জন্য এখানে 
এই মুহূর্তে সংস্থার মোট বকেয়ার পরিমাণ কমপক্ষে ৫৩ হাজার কোটি টাকা৷ আইডিয়া ও ভোডাফোনের মোট লোকসান প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা৷ স্পেকট্রাম চার্জ ১৪ বছর ধরে বকেয়া৷ জরিমানাও হয়েছে বিপুল৷
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিড়লা জানিয়েছেন, সরকার আর্থিক প্যাকেজ না দিলে পরিষেবা চালিয়ে যাওয়া কঠিন৷ আর তাতেই কাজ হারাতে পারেন কয়েক লক্ষ্য কর্মী৷

অবিশ্বাস্য দামে Redmi Note 8! সুযোগ হাতছাড়া করলে পস্তাবেন

No comments

Sunday, December 1, 2019

Redmi Note 8-এর ফ্ল্যাশ সেল। ২১ অক্টোবর থেকে ভারতে বিক্রি
শুরু হয়েছে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। ফোন দুটির
দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যেই। মাত্র এক মাসে ১০ লক্ষেরও
বেশি ইউনিট বিক্রি হয়েছে এই দু’টি স্মার্টফোনের। 1st ফ্ল্যাশ সেলে
নিমেশে ফুরিয়েছে Redmi Note 8-এর স্টক।আজ তাই ফের একবার
Redmi Note 8-এর ফ্ল্যাশ সেল নিয়ে হাজির Xiaomi। আসুন এক
নজরে দেখে নেওয়া যাক Redmi Note 8-এর স্পেসিফিকেশন আর
দাম।

Redmi Note 8-এর স্পেসিফিকেশন আর দাম:

১) Redmi Note 8 -এ থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ যার মধ্যে রয়েছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর+ 8MP
(ওয়াইড অ্যাঙ্গেল লেন্স)+ 2 মেগাপিক্সেল (ম্যাক্রো লেন্স)+ ২MP
(ডেপ্থ সেন্সর)। সেলফির জন্য থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা
সেন্সর

২) তিনটি সংস্করণে লঞ্চ হচ্ছে Redmi Note 8।4GB RAM+৬৪GB
ইন্টারনাল স্টোরেজ, ৬ জিবি RAM+ ১২৮GB ইন্টারনাল স্টোরেজ
ভার্সানে প্রকাশিত হচ্ছে Redmi Note 8। থাকছে Qualcomm
Snapdragon 665 প্রসেসর।
৩) Redmi Note 8 ফোনে থাকছে ৪,০০০ mAh ব্যাটারি। এর
সঙ্গেই থাকছে ১৮W ফাস্ট চার্জ সাপোর্ট।


৪) অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে Android 9.0।

৫) থাকছে 6.3 ইঞ্চি ডিসপ্লে। ফোনের উপরে ছোট্ট নচে থাকছে
সেলফি ক্যামেরা। ডিসপ্লে রেজোলিউশন1080 x 2280 পিক্সেল।


৬) ৩ জিবি RAM+ ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম 7,999
টাকা,4GB RAM+ 64GB ইন্টারনাল স্টোরেজের দাম ৮,৯৯৯ টাকা।
তবে এই ফ্ল্যাশ সেলে প্রথম ৫০ লক্ষ  4GB RAM+ 64GBইন্টারনাল
স্টোরেজের Redmi Note 8-এর দাম পড়বে ৭,৯৯৯ টাকা।
অর্থাৎ, প্রথম ৫০ লক্ষ ইউনিটে সরাসরি ১,০০০ টাকা ছাড় মিলছে
এইসেলে। এই আজ বেলা ১২টা থেকে Amazon.in এবং Mi.com-
এ Redmi Note 8-এর বিক্রি শুরু হবে।

রাতারাতি গ্রাহকদের জন্য বড়সড় সুখবর সিদ্ধান্ত এয়ারটেলের, জেনে নিন কী কী

No comments

 চলতি আর্থিক বছরের বৃহৎ পরিমাণে লোকসান হয়েছে ভারতী এয়ারটেলের। জুলাই-সেপ্টেম্ৱর ভারতী এয়ারটেলের লোকসানের পরিমাণ ২৩,০৪৫ কোটি। এছাড়াও তাদের মাথার উপর ঋণের বোঝা। আর এই পরিস্থিতিতে কেন্দ্রের সাহায্যের দিকে তাকিয়ে ছিলো এই টেলিকম সংস্থাগুলো।
ভারতীয় সংবাদ সূত্রের খবর, দীর্ঘ ১৪ বছরের একটি মামলার রায়ে সংস্থাগুলির আয়ের হিসেব, লাইসেন্স ও স্পেকট্রাম ব্যবহারের ফি কতপরিমাণ ধার্য হবে, তারজন্য কেন্দ্ৰীয় টেলিকম দফতরের (DoT) হিসেবকে প্রাধান্য দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া-সহ দেশের আটটি সংস্থার ঋণের বোঝা দাঁড়িয়েছে ৯২,৬৪১ কোটি টাকা ৷ তার মধ্যে এয়ারটেলের ২১,৬৮২ কোটি দিতে হবে সরকারকে।
আর তাই নিজেদের লোকসানের ভরাডুবি হয়ে যাওয়া নৌকার পাল আবার স্রোতে ফেরাতে কয়েকদিন আগে পরিষেবার দাম বাড়াবার সিদ্ধান্ত নিয়েছিলো এয়ারটেল সহ অনান্য টেলিকম সংস্থাগুলো। আর এই সিদ্ধান্ত ডিসেম্বর থেকেই কার্যকরী হওয়ার পরিকল্পনা ছিলো। কিন্তু গ্রাহক পরিষেবার কথা মাথায় রেখে হটাৎ’ই এয়ারটেল এই সিদ্ধান্ত থেকে সরে আসে, এবং তাদের গ্রাহক পরিষেবায় যে প্ল্যানগুলি চালু ছিলো, সেই প্ল্যানগুলিই আপাতত থাকবে বলে জানিয়েছে। এয়ারটেল গ্রাহক পরিষেবায় যে প্ল্যানগুলি দিতো
তা’হলো –
এয়ারটেল৩৯৯ টাকা : প্রতিদিন ১.৪ জিবি ইন্টারনেট, বৈধতা ৮৪ দিন। ৪৪৮ টাকা : প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট, বৈধতা ৮২ দিন। ৯৯৮ টাকা : বৈধতা ৩৩৬ দিন। সাথে মোট ১২ জিবি ইন্টারনেট।১৬৯৯ টাকা : প্রতিদিন ১.৪ জিবি ইন্টারনেট। বৈধতা ৩৬৫ দিন।প্রতিটি প্ল্যানের সাথে রয়েছে আনলিমিটেড কলের সুবিধা।

কোয়ান্টাম কম্পিউটিং- সম্পর্কে জেনে নিন

No comments

Tuesday, November 12, 2019


চার্লস ব্যাবেজের হাত ধরে পথ চলা শুরু । তবে পাকাপাকি ভাবে তৈরী হতে সময় নিয়েছিল আরো বেশ কয়েকটি বছর ।
কম্পিউটারের সুবর্ণযুগ আসে ১৯৭১ এ মাইক্রোপ্রসেসরের আবিষ্কারের পর থেকে । ক্রমাগত বাড়তে থাকে কম্পিউটারের গণনার গতি ।
ধীরে ধীরে আবিষ্কার হয়েছে লিনাস্ক,উইন্ডোস,ম্যাক অপারেটিং সিস্টেম । যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজের ভাষা বদলেছে ।

                                          কোয়ান্টাম কম্পিউটিং কি ?

আজকের যেকোনো সাধারন কম্পিউটার—বিট, লজিক গেট, অ্যালগরিদমের উপর কাজ করে । কোয়ান্টাম কম্পিউটারেও ঠিক অনুরূপ ফিচার গুলোই থাকবে ।

শুধু সাধারন কম্পিউটারের বিটের জায়গায় কোয়ান্টাম কম্পিউটারে থাকবে কোয়ান্টাম বিট বা কিউবিট । যা বিশেষভাবে এক আলাদা উপায়ে কাজ করবে ।
পদার্থ বিজ্ঞানের কোয়ান্টাম তত্ত্বের সঙ্গে বিষয়টির সরাসরি সম্পর্ক রয়েছে । কোয়ান্টাম তত্ত্বে,অ্যাটম এবং অ্যাটমের মধ্যে অবস্থিত ক্ষুদ্রতর অনুগুলো নিয়ে বিশ্লেষণ করা হয় ।
কোন কোন সময় আলোকরশ্মি এমন আচরন করে যে, যাতে মনে হয় ঐ আলোকরশ্মিটি ক্ষুদ্রক্ষুদ্র কণা দ্বারা গঠিত ।
আবার অনেক সময় মনে হয় আলোকরশ্মি বাতাসে তরঙ্গের মাধ্যমে ভেসে আসে । বিজ্ঞানের ভাষায় একে wave-particle duality বলা হয়—এটি এমন একটি ধারণা যা আমরা আলোর কোয়ান্টাম তত্ত্ব থেকে খুঁজে পাই ।

কোয়ান্টাম তত্ত্বের উপলব্ধি করা সত্যিই মুশকিলের কাজ । কোয়ান্টাম তত্ত্বের সবচাইতে বিভ্রান্তিকর উদাহরণ Schrödinger’s cat নামে পরিচিত ।
সংক্ষেপে এখানে বলা হয়েছে, যে কোয়ান্টাম তত্ত্বের এমন একটি অদ্ভুত দুনিয়াকে কল্পনা করো যেখানে একটি ক্যাট (Cat) বা বিড়াল একসঙ্গে জীবিত আবার মৃত।
কোয়ান্টাম কম্পিউটিংয়ের মাধ্যমে প্রসেসিং স্পিড অনেকটা বাড়িয়ে নেওয়া সম্ভব ।
বর্তমানে যে সব গণনা করতে কয়েক বছর সময় লাগে ভবিষ্যতে মুহূর্তে সেই গণনা করতে পারে কোয়ান্টাম কম্পিউটার ।

কোয়ান্টাম কম্পিউটিং –এ সাফল্য পেল গুগল

এবার কম্পিউটারের দুনিয়ায় একবিংশ শতকের নবতম সংযোজন কোয়ান্টাম কম্পিউটার । বিজ্ঞানীদের অক্লান্ত গবেষণায় অভূতপূর্ব সাফল্য এল কোয়ান্টাং কম্পিউটিং-এ ।
সম্প্রতি পরীক্ষামুলকভাবে একটি কোয়ান্টাম কম্পিউটার প্রসেসরে পরীক্ষা চালিয়েছে Google।

হাতেনাতে মিলেছে সাফল্য । নতুন এই প্রসেসর মুহূর্তে যে গণনা করেছে সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটারের একই গণনা করতে সময় লাগবে কয়েক হাজার বছর । বুধবার Nature জার্নালে প্রকাশ্যে এই তথ্য সামনে এসেছে ।
বিড়ালের হেঁয়ালি কম্পিউটারের সঙ্গে কিভাবে যুক্ত হল ?

বিজ্ঞানীরা দিনের পর দিন ট্র্যানজিস্টরের আকার আরো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করেই চলেছে ।
এভাবে ক্ষুদ্রতর হতে হতে যখন এর আকার একটি পরমাণুর সমান হয়ে দাঁড়াবে তখন একে আর সেইভাবে অন বা অফ করা যাবে না । যেভাবে আজকের প্রচলিত প্রসেসরে করানো যায়। 
কারন একটি পরমাণুতে বিদ্যুৎ দিয়ে কখনোই ইচ্ছা মতো তাকে থামিয়ে রাখা বা গতিশীল রাখা যাবে না ।
এসময়ে ট্রানজিস্টর গুলো এমন এক অবস্থায় থাকবে যেখানে একই সময়ে সেগুলো অনও রয়েছে আবার অফও রয়েছে ।
এর বাস্তব রূপায়ন ঘটিয়ে বিশাল উন্নত এক কম্পিউটিং ধারণার রাস্তা খুলে দিয়েছে গুগল । যা কল্পনার অতীত ।
ভবিষ্যৎ প্রজন্মে কোয়ান্টাম কম্পিউটিং এর প্রয়োজন পড়বে ।
কেনোনা আজকের কম্পিউটার গুলো এক একটি বিট সংরক্ষিত করতে বা প্রসেসিং করতেই সবচাইতে বেশি শক্তি ক্ষয় করে থাকে।
যার জন্যই কম্পিউটার গুলো এতো গরম হয়ে যায় এবং বেশি শক্তিক্ষয় করে ।

কিউবিটে কিভাবে ডেটা সংরক্ষিত থাকবে?

যেখানে একটি বিট শুধুমাত্র একটি ওয়ান বা একটি জিরো সংরক্ষিত করতে পারে ।

সেখানে একটি কিউবিট সংরক্ষিত করতে পারবে
একটি ওয়ান বা একটি জিরো
ওয়ান বা জিরো উভয় একসঙ্গে
অথবা ওয়ান বা জিরোর মাঝে অসীম নম্বর
অর্থাৎ এটি একই সময়ে একাধিক ভ্যালু সংরক্ষিত করে রাখতে পারবে।

ফলে কম্পিউটিংয়ের গতি এক ধাক্কায় কয়েক হাজার গুণ বেড়ে যেতে পারে ।
Google, Microsoft, IBM, Intel এর মতো তাবড় টেক কোম্পানিগুলি কোয়ান্টাম কম্পিউটিং রিসার্চে এগিয়ে রয়েছে ।
সম্প্রতি The Verge এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, 54 কিউবিটের Sycamore নামের একটি প্রসেসর ব্যবহার করে একটি গণনা 200 সেকেন্ডে শেষ করেছে Google ।
সাম্প্রতিক সময়ে বিশ্বের সবথেকে শক্তিশালী কম্পিউটারে একই গণনা করতে ১০ হাজার বছরেরও বেশি সময় লাগবে ।
কিন্তু IMB জানিয়েছে Google আজকের সুপার কম্পিউটারকে ছোট করছে ।
আদতে আড়াই দিনের মাথায় একই কাজ করতে পারবে এই মুহূর্তে বিশ্বের সবথেকে শক্তিশালী কম্পিউটার ।

নেটফ্লিক্স ও হটস্টার -এ ফ্রি তে দেখুন

No comments

Monday, November 11, 2019


লাইভ খেলা, সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ সমস্ত কিছু এখন একটি মাত্র অ্যাপের মধ্যে। চলতি সময়ে মানুষ টিভি, সিনেমা হলের তুলনায় বেশি সময় কাটাচ্ছে মোবাইলে।
ফেসবুক, হোয়াটস অ্যাপের মতো বড় দাবিদার হয়ে উঠেছে নেটফ্লিক্স ও হটস্টার -এর মতো অনলাইন প্রিমিয়ার স্ট্রিমিং অ্যাপস।
  এই অনলাইন স্ট্রিমিংগুলির খরচ আকাশ ছোঁয়া। তবে আপনি একদম বিনামূল্যে পেতে পারেন এই পরিষেবা। নেটফ্লিক্স, অ্যাপেল টিভি প্লাস ও হটস্টারে মিলবে ফ্রি ট্রায়ালের অপশান।

কীভাবে পাবেন নেটফ্লিক্স ও হটস্টার এর ফ্রি ট্রায়ালের অপশান দেখে নিন-

১. অ্যাপেল টিভি প্লাসঃ
গত ১২ সেপ্টেম্বর পর অ্যাপেলের নতুন আইফোন, আইপ্যাড, আইপ্যাড টচ ও অ্যাপেল টিভি কিনবে, তারা এক বছরের ফ্রি সাবস্ক্রিপসন পাবেন। অন্য গ্রাহকরা ৭ দিনের জন্য ফ্রি ট্রায়ালের অপশান পাবেন। এরপর প্রতিমাসে  ৯৯ টাকা দিয়ে রোজগের করতে হবে।
২. নেটফ্লিক্সঃ ৩০ দিনের জন্য ফ্রি ট্রায়ালের অপশান আনছে নেটফ্লিক্স। এই ফ্রি অপশান পেতে হলে প্রথমে নেটফ্লিক্স অ্যাপের ৩০ দিনের ফ্রি ট্রায়াল বাটানে ক্লিক করতে হবে। এরপর কোনও একটি সাবসক্রিপশন প্ল্যান নির্বাচন করতে হবে। তবে আপনি চাইলে ৩০ দিনের মধ্যে সাবসক্রিবশন বন্ধ করতে পারবেন। এতে কোনও টাকা দিতে হবে না।
৩. হটস্টারঃ  হটস্টার পেজ সাবসক্রিপশন করলেই ফ্রিতে দেখতে পাবেন খেলা, সিরিয়াল ও সিনেমা। সমস্ত জিনিসে দেওয়া হচ্ছে ফ্রি ট্রায়ালের অপশান। তবে যে সমস্ত জিনিসে আনলক করা থাকলে, সেটির জন্য ৯৯৯/বছর, ২৯৯/মাস প্রাইমারি ক্যাটাগরির সাবসক্রিপশন করতে হবে।

ছড়াবে না দূষণ, লাগবে না পলিউশন সার্টিফিকেট, ইলেকট্রিক স্কুটারের নয়া মডেল নিয়ে এল হিরো

No comments

Friday, October 18, 2019



হিরো ইলেকট্রিক নিয়ে এল তাদের নতুন ইলেকট্রিক স্কুটার, দ্য ড্যাশ। যার দাম শুরু হচ্ছে ৬২ হাজার টাকা থেকে। তারই সঙ্গে অপটিমা এবং নিক্স-এর আরও দু’টি ভ্যারাইটি নিয়ে এল হিরো ইলেকট্রিক। অপটিমা-র দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৬৯ হাজার টাকা এবং নিক্স-এর দাম রাখা হয়েছে প্রায় ৭০ হাজার টাকা।



বায়ুদূষণের পরিমাণ বেড়েই চলেছে প্রতি দিন। সেই কথা মাথায় রেখেই হিরো ইলেকট্রিকের সিইও (ভারত), সহিন্দর গিল বলেন, “হিরো ইলেকট্রিক লক্ষ্য রাখে পরিবেশের দিকে। তাই পরিবেশ-সচেতন গাড়ি ক্রেতাদের জন্য হিরো ইলেকট্রিক নিয়ে এল এক নতুন দুই চাকার গাড়ি। নতুন ‘ড্যাশ’-এ থাকছে শক্তিশালী লি-ইওন ব্যাটারি। এই গাড়ির স্টাইল নজর কাড়বে সব বয়েসের গাড়ির চালকদের।”

ড্যাশের ৪৮ ভোল্ট ব্যাটারি এবং ২৮ এএইচ লি-ইওন ব্যাটারি চার্জ হতে সময় নেয় মাত্র চার ঘণ্টা। এক বার চার্জ দিলে ৬০ কিলোমিটার যাওয়ার ক্ষমতা রাখে ড্যাশ। ভারতীয় রাস্তার কথা মাথায় রেখে এই গাড়ি ও মাটির মধ্যে ১৪৫ মিমি ব্যবধান রাখা হয়েছে। গাড়িতে রয়েছে এলইডি হেডলাইট, মোবাইল চার্জ দেওয়ার পোর্ট, টিউবলেস টায়ারের মতো কিছু অভিনব ফিচার।


হিরো ইলেকট্রিক স্কুটার সকলের জন্যই খুব আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করেন নির্মাতারা। হাল্কা এই স্কুটারগুলি যেমন দূষণ ছড়ায় না তেমনই গ্রাহকদের কাছে এর রয়েছে দারুণ আকর্ষণ। প্রথম বার গাড়ি কিনতে আসা গ্রাহক থেকে শুরু করে উৎসাহী গ্রাহক, সবারই নজর কাড়ে ড্যাশ। এই গাড়িগুলির কোনও পলিউশন সার্টিফিকেটও লাগেনা, কারণ এদের থেকে কোনও দূষণ হয় না।

দূর্গাপুজো মেগা সেল ফ্লিপকার্টের, থাকছে আকর্ষনীয় ছাড়

No comments

Saturday, September 28, 2019


আর কয়েকদিন পরেই আপামর বাঙালি মেতে উঠবে মাতৃ বন্দনায়। এই সময়ে নতুন জামা-কাপড়ের সঙ্গে ঘরে আসে নতুন আসবাবপত্রও। এই পুজোকে আরও রঙিন করে তুলতে মোবাইল থেকে জামা-কাপড় সমস্ত দ্রব্যের ওপরই ফ্ল্যাট সেল আনছে ফ্লিপকার্ট।

পুজোয় ফ্লিপকার্টের মেগা সেল, ৫দিনের সেলে আকর্ষণীয় ছাড়
 আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন সেল।তবে ফ্লিপকার্ট প্লাস মেম্বাররা পাবে অধিক সুবিধা। ২৪ ঘণ্টা আগে থেকেই সেলের সুবিধে পাবে তাঁরা।
এছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকরা পাবেন ১০ শতাংশ অতিরিক্ত ছাড়।


২৯ তারিখ থেকে শুরু হচ্ছে জামা-কাপড়, বাড়ির আসবাবপত্র, বাচ্চা
দের খেলনা এবং অন্যান্য ইলেকট্রনিক স্মার্ট যন্ত্রপাতির ওপর ছাড়।
পরদিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকে মিলবে স্মার্ট ফোনের ওপর ছাড়।

১৪ লক্ষ, ৩৫০ অধিক ব্র্যান্ড ও ২ লক্ষ অধিক দ্রব্যের ওপর ছাড় দেওয়া হবে এই বিগ বিলিয়ন সেলে।
মুদিখানার সমস্ত জিনিসের দাম শুরু ১ টাকা থেকে।

জোয় ফ্লিপকার্টের মেগা সেল,আপনি প্রস্তুত তো!

  • Onida 6.2 kg ওয়াশিং মেশিনের দাম ১৯,৯৯০ টাকা থেকে কমে ৮,৯৯৯ টাকা।
  • Samsung s9 plus স্মার্ট ফোনের দাম ৭০,০০০ টাকা থেকে ৩৪,৯৯৯ টাকা।
  • Acer Aspire 5s ল্যাপটপের দাম ৬৪,৯৯৯ টাকা থেকে কমে ৩৯,৯৯০ টাকা হবে।
  • Redmi note 5 মোবাইলের দাম ১০,৯৯৯ টাকা থেকে ৭,৪৯৯ টাকা হবে।
 ২৯ ও ৩০ তারিখ মাঝরাত ১২ টা থেকে ২টো পর্যন্ত চলবে স্পেশাল অফার। এই ১২০ মিনিটে যে সমস্ত জিনিসে অফার পাবে। সেগুলি হল-
  • রেমন্ড, র‍্যাংলার-এর ওপর ৬০-৮০ শতাংশ ছাড় থাকছে।
  • iFFALKON (4K) UHD টিভির দাম ৪৭ ৯৯০ টাকা থেকে ১৯,৯৯৯ টাকা কম হবে।
  • adidas Brand-এ ৬০ শতাংশ অফার থাকবে।
  • JBL Free X তারবিহীন হেড ফোনের দাম ৯,৯৯৯ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৩,৯৯৯ টাকায়। ৬ হাজার টাকার ছাড় পাচ্ছেন এই সেলে।
  • এছাড়াও হোম ডেকরারের ক্ষেত্রেও ২৫-৩০ শতাংশ গ্রাহকরা ছাড় পাবেন এই সেলে। পাশাপাশি ফ্লিপকার্ট সেলে ট্রাভেলেও থাকছে ২৫,০০০ হাজার টাকার ছাড়।

  •     তাহলে আর অপেক্ষা কিসের । বানিয়ে ফেলুন উইসলিস্ট ।

ভারতের প্রথম ইলেকট্রিক বাইক মধ্যবিত্তের নাগালে দাম 2999

No comments

ভারতে লঞ্চ হল Revolt Intellicorp এর প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল Revolt RV 400। নতুন ইলেকট্রিক মোটরসাইকেলের দাম 90,000 টাকা। 125cc ইঞ্জিনের সমান শক্তি জোগাবে Revolt RV 400 এর মোটর। একটি 4G LTE সিম কার্ডের মাধ্যমে সব সময় ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে Revolt RV 400। এর ফলে মোটরসাইকেলে কোন সমস্যা হলে তা সহজেই জানা যাবে। স্যাটেলাইট নেভিগেশন, বাইক লোকেশন, জিও ফেন্সিং ও বাড়িতে ব্যাটারি ডেলিভারির সুবিধা পাওয়া যাবে এই মোটরসাইকেলের সাথে।

বর্তমানে বাইকারদের মধ্যে ট্রেন্ড নেকড ডিজাইনের বাইক। সেই পথেই হেঁটেছেন Revolt-এর ডিজাইনাররা। চিনা সংস্থা Super Soco-এর ইলেকট্রিক বাইকের সঙ্গে বেশ সাদৃশ্য আছে এই বাইকের। অ্যাগ্রেসিভ এলইডি হেডলাইট। উঁচু মাসকুলার ট্যাঙ্ক। সাথে স্লোপিং সিটিং পজিশন। না বলে দিলে বোঝার উপায় নেই যে এটি একটি ইলেকট্রিক বাইক।


Revolt RV 400 মোটরসাইকেলের ভিতরে থাকছে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এক চার্জে 156 কিমি চলতে পারবে এই মোটরসাইকেল। সর্বোচ্চ 85 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ছুটতে পারবে RV 400। নতুন এই ইলেকট্রিক মোটরসাইকেলের ওজন 256 কিলোগ্রাম। চার ঘন্টার কম সময়ে এই মোটরসাইকেলের ব্যাটারি সম্পূর্ণ চার্জ করে নেওয়া যাবে। খুব সহজেই এই মোটরসাইকেলের ব্যাটারি খুলে তা চার্জ করে নেওয়া সম্ভব। RV 400 এর ভিতরে থাকছে একটি 3kW মোটর। এই মোটরে কোন আওয়াজ হবে না। সর্বোচ্চ 200 Nm টর্ক পাওয়া যাবে। RV 400 মোটরসাইকেলের ব্যাটারির সাথে আনলিমিটেড ওয়্যারিন্টি দিচ্ছে Revolt Intellicorp।
RV 300 মোটরসাইকেলে থাকছে একটি 1.5 kW মোটর। সাথে থাকছে একটি 2.7 kW ব্যাটারি। এক চার্জে 80-150 কিমি চলবে এই মোটরসাইকেল। RV 300 এর সর্বোচ্চ গতিবেগ 65 কিমি প্রতি ঘন্টা। প্রত্যেক 10,000 কিমি চালানোর পরে এই মোটরসাইকেল সার্ভিস করতে হবে। 8 বছর অথবা 75,000 কিমি পর্যন্ত ওয়্যারিন্টি দিচ্ছে কোম্পানি।
Revolt Intellicorp অফিশিয়াল ওয়েবসাইট আর Amazon.in থেকে Revolt RV 400 কেনা যাবে। RV 300 কিনতে মারে 2999 টাকা কিস্তি (37 মাস) দিতে হবে।RV 400 কিনতে মাসে 3499 টাকা থেকে 3999 টাকা কিস্তি (37 মাস) দিতে হবে। এর ফলে RV 300 এর দাম হচ্ছে 1.11 লক্ষ টাকা। অন রোড খরচ হবে 1.48 লক্ষ টাকা। 1.29 লক্ষ টাকা থেকে RV 400 এর বেস ভেরিয়েন্টের এক্স শো-রুম দাম হচ্ছে।



আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ - 9775728465/9734743074

কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের  পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com

কমছে বিক্রমের আয়ু, দ্রুত খুঁজতে যাচ্ছে নাসার অরবিটর

No comments

Sunday, September 22, 2019


প্রায় ৮ দিন অতিক্রান্ত । এখনও মেলেনি হদিশ । ক্রমশ কমছে চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রমের আয়ু ।
 আর মাত্র ৬ দিন বেঁচে থাকবে বিক্রম । তার মধ্যে তাকে খুঁজে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা ।

চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রমকে খুঁজতে আগেই ইসরোর সঙ্গে হাত লাগিয়েছে নাসা । কোথায়, কী অবস্থায় আছে জানতে খোঁজ চালিয়ে যাচ্ছে ইসরোও ।

তবে আশার কথা কিছুই শোনা যাচ্ছে না । এখনও সাড়া দেয়নি বিক্রম ।

বিক্রমের খোঁজে নাসা
এ জন্য নিজেদের অরবিটরের সাহায্যে বিক্রমের অবস্থান জানার চেষ্টা করছে নাসা ।

বর্তমানে নাসার একটি অরবিটর চাঁদের পাশে ঘুরছে । সেই অরবিটরকে কাজে লাগানোর চেষ্টা করছে নাসা ।

নাসা চেষ্টা করছে তাদের অরবিটরকে বিক্রমের আশেপাশে নিয়ে যেতে ।

নাসা তাতে সফল হলে বিক্রমের সঠিক অবস্থান জানতে ও তাকে সচল করার প্রচেষ্টা আরও ভালোভাবে করা যাবে বলে মনে করছেন ইসরো ও নাসার বিজ্ঞানীরা ।

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, নাসার ল্যান্ডার বিক্রমের যে ছবি তুলবে সেই সব ছবি তারা ইসরোকে দেবে ।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ঐতিহাসিক ঘটনার মাত্র কয়েক মিনিট আগে হারিয়ে যায় চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রম ।

তিন দিনের মাথায় জানা যায়, আংশিক ক্ষতিগ্রস্ত হলেও চাঁদেই আছে বিক্রম ।

জানা যায়, সফট ল্যান্ডিং না হওয়ায় সমস্যায় পড়ছে বিক্রম । তবে সেই ছবি ইসরো প্রকাশ করেনি ।

শুরু হয় বিক্রমকে সচল করার চেষ্টা । কিন্তু প্রায় ৮ দিন হয়ে গেলেও এখনও সাড়া পাওয়া যায়নি বিক্রমের ।

ইসরোর সাফল্যে নাসা আগেই জানিয়েছিল দু দেশের বিজ্ঞানীরা একসঙ্গে কাজ করতে চান ।

সেই কাজের প্রথম দফাতে বিক্রমকে খুঁজতে নিজেদের অরবিটররে কাজে লাগাতে চাইছে নাসা ।

স্মার্টফোন থেকেই করতে পারবেন ভোটার-তথ্য যাচাইয়ের কাজ

No comments

এ মাসের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে ভোটার সংক্রান্ত যাচাই প্রক্রিয়া।

যা চলবে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত।ইতিমধ্যেই বহু মানুষ ক্যাম্পগুলোতে গিয়ে খোঁজখবর শুরু করেছেন।
তবে আপনি যদি সময় না পান,তাহলে আপনার স্মার্ট ফোনের মাধ্যমে গোটা প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবেন।

এ জন্য আপনাকে আপনার মেবাইলের একটি অ্যাপ খুলতে হবে।

তাতে দেখবেন ভোটার হেল্পলাইন-এই নামে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাবলিশ করা হয়েছে।

তবে অ্যাপটি ডাউনলোড যখন করবে,তখন দেখে নিতে হবে সেটা ভারতের নির্বাচন কমিশন পাবলিশ করেছে কিনা।

স্মার্টফোনে ভোটার-তথ্য যাচাই
কীভাবে যাচাই করবেনঃ

এক. ইনস্টল করার পর অ্যাপটি আপনার ফোনের কিছু অ্যাকসেস-এর অনুমতি চাইবে।তখন  ‘Agree’-তে ক্লিক করে সম্মতি দেবেন।

দুই.  এর পরের স্ক্রিনে  ‘EVP’ নামে একটি ট্যাব দেখতে পাবেন। ক্লিক করলেই ইলেক্টোরাল ভেরিফিকেশন প্রোগ্রাম আরম্ভ হবে।

তিন. এরপর স্ক্রিনে আপনার মোবাইল নম্বর চাওয়া হবে। যা আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে যুক্ত হবে । এর মাধ্যমেই ভোটার কার্ডে কোনও ভুলত্রুটি থাকলে সংশোধন করতে পারবেন।

চার. বৈধ মোবাইল নম্বর দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলে অল্পসময়ের মধ্যে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। নির্দিষ্ট স্থানে ওটিপি  টাইপ করে লগ-ইন করুন পরবর্তী ধাপে যাওয়ার জন্য।

পাঁচ. এবার এপিক নাম্বার দিয়ে আপনার ভোটার তথ্য খোঁজার জায়গা আসবে । এখানে এপিক নম্বর দিয়ে ভোটার তথ্য খোঁজার কাজ শুরু করুন।

ছয়. ভোটার তথ্য খুঁজে পাওয়ার পর ইটস মি অপশনে ক্লিক করুন।

সাত. এরপর ইয়েস অপশনে ক্লিক করলে এপিক নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত হবে।

আট. একটি নতুন স্ক্রীনে ‘ওকে’ অপশনে ক্লিক করুন।ক্লিক করলেই দেখা যাবে আপনার সচিত্র ভোটার পরিচিতিপত্র । চাইলে প্রয়োজনীয় সংশোধন করতে পারবেন।

নয়. ধরুন আপনি কোনও তথ্য বদলাবেন। এ ক্ষেত্রে মডিফাই অপশনে ক্লিক করুন। তারপর সাপোর্টেড ডকুমেন্ট আপলোড করুন। মোবাইল ফোনে তোলা ছবি ডকুমেন্ট হিসেবে আপলোড করতে পারবেন।

দশ. এরপর জিপিএসের মাধ্যমে ঠিকানা বর্তমান ঠিকানা নির্বাচন কমিশন দফতরের সিস্টেমে নথিভুক্ত হবে।

এগারো. টাইপ অব ডকুমেন্টে ক্লিক করলে ঠিকানাটা যে সঠিক, তা প্রমাণ করার জন্য একটি বৈধ ডকুমেন্ট আপলোড করতে হবে. ব্যস, কাজ শেষ।
loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION