ভারতে লঞ্চ হল Revolt Intellicorp এর প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল Revolt RV 400। নতুন ইলেকট্রিক মোটরসাইকেলের দাম 90,000 টাকা। 125cc ইঞ্জিনের সমান শক্তি জোগাবে Revolt RV 400 এর মোটর। একটি 4G LTE সিম কার্ডের মাধ্যমে সব সময় ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে Revolt RV 400। এর ফলে মোটরসাইকেলে কোন সমস্যা হলে তা সহজেই জানা যাবে। স্যাটেলাইট নেভিগেশন, বাইক লোকেশন, জিও ফেন্সিং ও বাড়িতে ব্যাটারি ডেলিভারির সুবিধা পাওয়া যাবে এই মোটরসাইকেলের সাথে।
বর্তমানে বাইকারদের মধ্যে ট্রেন্ড নেকড ডিজাইনের বাইক। সেই পথেই হেঁটেছেন Revolt-এর ডিজাইনাররা। চিনা সংস্থা Super Soco-এর ইলেকট্রিক বাইকের সঙ্গে বেশ সাদৃশ্য আছে এই বাইকের। অ্যাগ্রেসিভ এলইডি হেডলাইট। উঁচু মাসকুলার ট্যাঙ্ক। সাথে স্লোপিং সিটিং পজিশন। না বলে দিলে বোঝার উপায় নেই যে এটি একটি ইলেকট্রিক বাইক।
Revolt RV 400 মোটরসাইকেলের ভিতরে থাকছে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এক চার্জে 156 কিমি চলতে পারবে এই মোটরসাইকেল। সর্বোচ্চ 85 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ছুটতে পারবে RV 400। নতুন এই ইলেকট্রিক মোটরসাইকেলের ওজন 256 কিলোগ্রাম। চার ঘন্টার কম সময়ে এই মোটরসাইকেলের ব্যাটারি সম্পূর্ণ চার্জ করে নেওয়া যাবে। খুব সহজেই এই মোটরসাইকেলের ব্যাটারি খুলে তা চার্জ করে নেওয়া সম্ভব। RV 400 এর ভিতরে থাকছে একটি 3kW মোটর। এই মোটরে কোন আওয়াজ হবে না। সর্বোচ্চ 200 Nm টর্ক পাওয়া যাবে। RV 400 মোটরসাইকেলের ব্যাটারির সাথে আনলিমিটেড ওয়্যারিন্টি দিচ্ছে Revolt Intellicorp।
RV 300 মোটরসাইকেলে থাকছে একটি 1.5 kW মোটর। সাথে থাকছে একটি 2.7 kW ব্যাটারি। এক চার্জে 80-150 কিমি চলবে এই মোটরসাইকেল। RV 300 এর সর্বোচ্চ গতিবেগ 65 কিমি প্রতি ঘন্টা। প্রত্যেক 10,000 কিমি চালানোর পরে এই মোটরসাইকেল সার্ভিস করতে হবে। 8 বছর অথবা 75,000 কিমি পর্যন্ত ওয়্যারিন্টি দিচ্ছে কোম্পানি।
Revolt Intellicorp অফিশিয়াল ওয়েবসাইট আর Amazon.in থেকে Revolt RV 400 কেনা যাবে। RV 300 কিনতে মারে 2999 টাকা কিস্তি (37 মাস) দিতে হবে।RV 400 কিনতে মাসে 3499 টাকা থেকে 3999 টাকা কিস্তি (37 মাস) দিতে হবে। এর ফলে RV 300 এর দাম হচ্ছে 1.11 লক্ষ টাকা। অন রোড খরচ হবে 1.48 লক্ষ টাকা। 1.29 লক্ষ টাকা থেকে RV 400 এর বেস ভেরিয়েন্টের এক্স শো-রুম দাম হচ্ছে।
আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ - 9775728465/9734743074
কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com
No comments
Post a Comment