Showing posts with label দেশ. Show all posts
Showing posts with label দেশ. Show all posts

JNU তে ছাত্রদের উপর হামলার ও সোচ্চার মহানগর বিক্ষোভ এসইউসিআইয়ের ছাত্র সংগঠন

No comments

Tuesday, January 7, 2020


দিল্লিতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলার ঘটনায় সোচ্চার মহানগরী কলকাতা। এসইউসিআইয়ের ছাত্র সংগঠন এ আই ডি এস ও -র পক্ষ থেকে এদিন বিক্ষোভ সংগঠিত হয় কলকাতার রাজপথে।প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত হয় সেখানে বিক্ষোভ দেখান ডিএসও-র সদস্যরা।

protests-against-students-JNU-student-organizations-sfi
সেখান থেকে মিছিল করে কলেজস্ট্রিট মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধও করে তারা।এ দিনের কর্মসূচি থেকে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ওই ন্যাক্কারজনক ঘটনার তীব্র সমালোচনা করেন আন্দোলনকারীরা। বিজেপি এবং আরএসএস এর মদতে গেরুয়া শিবির দিল্লির ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া দের উপর আক্রমণ শানিয়ে চলেছে বলে অভিযোগ তোলেন তারা।

এই ঘটনার প্রতিবাদে এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে এবং এনআরসির বিরুদ্ধে আগামী জানুয়ারি দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এ আই ডি এস ও।

কলেজ ছাত্রর তৎপরতায় বড়সড় দৃর্ঘটনা থেকে রক্ষা পেলেন ট্রেন যাত্রীরা ।

No comments

Sunday, January 5, 2020



প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান  ৫ জানুয়ারি

এক কলেজ ছাত্রর  তৎপরতায় বড়সড় দুর্ঘটনার  হাতথেকে রক্ষা পেল লোকাল ট্রেন। বর্ধমান স্টেশান ভবনের একাংশ  ভেঙেপড়ার ঘটনার পর ২৪ ঘন্টা কাটতে না কাটতে  আবারও বিপত্তি ঘটলো  বর্ধমান- হাওড়া কর্ড শাখায় । কলেজ ছাত্র সুরজ ঘোষ রবিবার সকালে পল্লারোড স্টেশান সংলগ্ন মামুদপুরে রেল লাইনে বড়সড় ফাটল দেখতে পাওয়াতেই  রোখাগেল  ট্রেন দুর্ঘটনা।একের পর এক ঘটেচলা এমন ঘটনায় উদবিগ্ন বর্ধমানের রেল যাত্রীরা ।

যাত্রী ঠাসা বর্ধমান হাওড়া কর্ড শাখার ডাউন লোকাল ট্রেন রবিবার সকাল ৮টার কিছু সময় আগে পাল্লারোড স্টেশানে পৌছায় ।ওই  সময়েই স্টেশান থেকে  আনুমানিক ১৫০ মিটার দূরে মামুদপুর এলাকায়  ডাউন লাইনে বড়সড়  ফাটল দেখতে পায় স্থানীয় কলেজ ছাত্র সুরজ ঘোষ ।তারই মধ্যে স্টেশান ছেড়ে ট্রেন চলতে শুরু করেদেয়। ওই লাইন দিয়ে ট্রেনটি গেলে বড়সড় দুর্ঘটনা ঘটেযাবে বুঝতে পেরে সুরজ রেল লাইন ধরে বেশকিছুটা ছুটে গিয়ে খবর দের  লাইনে কাজ করতে থাকা দুই কর্মীকে ।তারা সবাই মিলে ট্রেন চালককে সতর্ক করে ট্রেন দাঁড় করায় । দুর্ঘটনার  হাত থেকে রক্ষা পায় ট্রেনটি ।লাইন মেরামতি কাজ শেষ হলে এদিন বেলা ৯টার কিছু পর ডাউন লাইনে ফের ট্রেন চলাচল  স্বাভাবিক হয় ।
তবে এই ঘটনার জেরে এদিন  চরম দুর্ভোগ  পোয়াতে হয় ওই লোকাল ট্রেনের যাত্রীদের ।পূর্ব বর্ধমানের  মেমারির মামুদপুর  এলাকায় বাড়ি  সুরজ ঘোষের ।  চাষী পরিবারের এই যুবক বর্ধমান রাজ কলেজে  দ্বিতীয় বর্ষের পড়ুয়া ।মামুদপুরে  রেললাইনের অপর পাড়ে তাঁদের চাষের জমি রয়েছে। তাঁর বাবা রামপ্রসাদ ঘোষ  চাষের কাজ দেখভাল করেন। রবিবার কলেজ ছুটির দিনে বাবাকে  বিশ্রাম দিয়ে সুরজ  নিজে চাষের জমির দেখভাল করেতে যায় । এদিন সকালে  সুরজরেললাইন পার হয়ে তাঁদের চাষের জমির দিকে যাচ্ছিল । সুরজ জানিয়েছে ,“তখনই ডাউন রেল লাইনে বড়সড় ফাটল তাঁর নজরে আসে । কাকে এই কথা জানাবে এমনটা ভাবতে ভাবতেই লোকল ট্রেনটি পল্লারোড স্টেশান ছেড়ে পরবর্তী স্টেশানের উদ্দেশ্যে রওনা শুরু করেদেয় ।

সুরজ বলেন , “ওই লাইন দিয়ে ট্রেন গেলে বড়সড় দুর্ঘটনা ঘটেযাবে তা বুঝতে তাঁর অসুবিধা হয়নি । তাই এক মুহুর্ত আর দেরি না করে  লাইন ধরে  ছুটতে শুরু করি ।  কিছুটা যাবার পর   লাইনের  কাজ করতে থাকি দূজনকে  লাইনে ফাটল থাকার কথা জানাই । এক কর্মী তাঁর পোষাক খুলে লাইনে দাঁড়িয়ে নাড়তে শুরু করেন ।  আর আমি ও অপর জন ট্রেন থামানোর জন্য হাত চিৎকার করতে থাকি । চালক বিপদ বার্তা বুঝতে  পেরে ট্রেন দাঁড় করয়ে দেন ।  নয়তো  বড়সড় দুর্ঘটনা ঘটেযেতে পারতো । ” বুদ্ধিদীপ্ত এই কাজের জন্য ট্রেন যাত্রীরা সুরজ কে সাধুবাদ জানান । রামপ্রসাদ ঘোষ বলেন ,তাঁর ছেলের তৎপরতায়  ট্রেন যাত্রীরা বিপদ থেকে রক্ষা পেয়েছে । নয়তো বড় অঘটন ঘটেযেত ।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক  নিখিল চক্রবর্তী বলেন ,  জানাগেছে স্থানীয় এক ছাত্র এদিন সকালে লাইনে ফাটল দেখতে পায় । সে বিষয়টি দ্রত  গিয়ে জানায় রেল লাইনের কাজ করতে থাকা কর্মীদের । তারা সবাই মিলে চালককে সতর্ক করে ট্রেন দাঁড় করায় ।  এরপরেএ ওই লাইনের ফাটল মেরামতি কাজ শুরু হয় । ৭ টা ৫৬ মিনিট থেকে ৯ টা ১৫ মিনিট পর্যন্ত  মেরামতি কাজ চলায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় । এরপরেই ওই লাইনেও ট্রেন চলাচল শুরু হয় । এই ঘটনার জন্য কর্ড শাখায় ট্রেন চলাচলে কোন সমস্যা হয় নি । ট্রেন চলাচল স্বাভাবিকই ছিল । সিপিআরও  জানিয়েছেন ,যে ছাত্র ফাটল দেখে লাইনে থাকা কর্মীদের সতর্ক করেছে তাঁকে পুরস্কৃত করার বিষয়ে চিন্তাভাবনা করা হবে 

IPL 2020 ম্যাচের টাইম টেবিল জেনে নিন

No comments

Tuesday, December 31, 2019


ত্রয়োদশ আইপিএল শুরু হচ্ছে সম্ভবত ২৯ মার্চ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কারা মাঠে নামবে তা এখনও ঠিক হয়নি৷

তবে ২০২০ আইপিলএল-এর সূচি এখনও প্রকাশ করেনি আইপিএল গভর্নিং কাউন্সিল৷ তবে দিল্লি ক্যাপিটলাসের এক আধিকারিক সংবাদ সংস্থা আইএনএস-কে জানান,‘২০২০ আইপিএল শুরু হবে ২৯ মার্চ৷ উদ্বোধনী ম্যাচ হবে ওয়াংখেড়েয় খেলবে মুম্বই ইন্ডিয়ান্স৷’ মার্চের শেষে আইপিএল শুরু হওয়ায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের প্রথম দিকে মিস করবে ফ্র্যাঞ্চাইজিরা৷

কারণ এই সময়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া৷ এই সিরিজের শেষ ম্যাচ ২৯ মার্চ৷ সুতরাং প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডর জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা কম ফ্র্যাঞ্চাইজি গুলির৷ এই সময় শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলবে ইংল্যান্ড৷ ফলে শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের টেস্ট দলের ক্রিকেটারদের পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলি৷ কারণ শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ শেষ হচ্ছে ৩১ মার্চ৷

ফলে অনেক ফ্র্যাঞ্চাইজি চেয়েছেন ২০২০ আইপিএল শুরু হোক এপ্রিলে৷ এ নিয়ে তারা আইপিএল গভর্নিং কাউন্সিলকে অনুরোধও করেছে৷ ফ্র্যাঞ্চাইজিগুলি চায় আইপিএল-এর ত্রয়োদশ সংস্করণ শুরু হোক ১ এপ্রিল৷ ১৯ ডিসেম্বর, কলকাতায় আইপিএল নিলামে অজি পেসার প্যাট কামিন্সকে রেকর্ড দামে কেনে কলকাতা নাইটরাইডার্স৷

নিলামে কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় কেনে কেকেআর৷ বিদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে দামি হলেন কামিন্স৷ গত বছর নিলামে বিদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন বেন স্টোকস৷ সাড়ে ১৪ কোটি টাকায় তাঁকে কিনেছিল চেন্নাই সুপার কিংস৷ এবার ভারতীয়দের মধ্যে নিলামে দামি ক্রিকেটার কেনে সিএসকে৷ কেকেআর-এর প্রাক্তন লেগ-স্পিনার পীযুষ চাওলাকে ৬.৭৫ কোটি টাকায় কেনে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি৷

বর্ধমান জেলার খন্ডঘোষ থেকে নিশ্চিন্ত পুর পযর্ন্ত NRC CAA বিরুদ্ধে পথসভা ও মিছিল বামেদের

No comments

রিপোর্ট - মীর ওজলের (খন্ডঘোষ )

পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ এর নিশ্চিন্ত পুর থেকে খেজুর হাটি পযর্ন্ত একটি মিছিল ও পথসভা করেন বামফ্রন্ট এই মিছিল ও পথসভার মূল্য উদেশ্য ছিল NRCওCAA বিরুদ্ধে, মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন রাজ‍্যের কৃষক সভার সম্পাদক অমর হালদার, পূর্ব বর্ধমান জেলার কৃষক সভার সভাপতি উদয় সরকার, জেলার কৃষক সভার সদস্য বিনোদ ঘোষ সহ বামফ্রন্ট এর নেতা কর্মীরা।

এদিনের মিছিল ও পথসভা থেকে একটাই আওয়াজ উঠে এন আর সি ও সি এ এ মানছি না মানবো না।বামফ্রন্ট নেতা অমর হালদার বলেন কেন্দ্রীয় বিজেপির সরকার দেশের অর্থনৈতিক সংকট ,আত্মহত্যা বাড়ছে, প্রতিদিন বেকারত্ব বাড়ছে এই সব দিক থেকে মানুষের নজর ঘোরাতে এই সব নতুন নতুন আইন পাশ করছে বিজেপি সরকার।

তিনি আরো বলেন বিজেপি সরকার সাধারণ মানুষ কে বোঝাছে যে  NPR নিয়ে সাধারণ মানুষের ভয়ের কিছু নেই কিন্তু আমি অমর হালদার বলছি NPR হলো NRC প্রথম ধাপ,শুধু মুসলিমরা নয় সমস্ত ভারতবাসীর জন্য বিপদ ডেকে এনেছে বিজেপি সরকার, এছাড়া ও রাজ‍্যের শাষক দলের বিরুদ্ধে সরব হন বামফ্রন্ট,পাশাপাশি রাজ‍্যে এবং কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হন বামফ্রন্ট এর নেতা কর্মীরা।


নতুন বছরের(2020) প্রথম দিনের আবহাওয়া কেমন থাকবে , জেনে নিন ?

No comments


প্রতিনিধি - পিয়ালী নস্কর
আজ পরিষ্কার আকাশ থাকবে দুই বঙ্গে । রাতের তাপমাত্রা আজ থেকে বাড়বেও শীতের আমেজ বজায় থাকবে। আগামী কাল কলকাতার তাপমাত্রা 12 ডিগ্রি ও পরে 13 থেকে 14 ডিগ্রি  হতে পারে । 1 তারিক শুধু বীরভূম,পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম বর্ধমানে বৃষ্টি পাত হবে । 2 তারিখ দক্ষিণ বঙ্গের সবজায়গায় বৃষ্টি হবে। 3 তারিখেও বৃষ্টি হবে,পরিমাণ কমে যাবে ।
4 তারিখ বিকেল থেকে বৃষ্টি কমবে । উত্তরবঙ্গে 4 তারিখ সব জায়গায় বৃষ্টি হবে। দক্ষিণ বঙ্গে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, বীরভূম,ঝাড়গ্রাম এ বিদ্যুৎ সহ বৃষ্টি পাত  হবে। কলকাতাতে 2 তারিক বিকেল  ও 3 তারিখ বৃষ্টি হবে। 4 তারিখ কমবে। উত্তর বঙ্গে বছরের প্রথম তুষার পাত এর সভাবনা কম পশ্চিমি ঝঞ্জার কারণে। 5 তারিখের পর থেকে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা। রাজ্য জুড়ে।

রাস্তায় স্টেশন সংলগ্ন রেল গেটের পথের অবস্থা দেখে নিন

No comments

Sunday, November 3, 2019



 পাল্লারোড থেকে বেলুট কাজিপাড়া যাতায়াতের রাস্তায় স্টেশন সংলগ্ন রেল গেটের পথের অবস্থা খুবই খারাপ, রেল লাইনের মেরামতির কাজের জন্য খোঁড়া হচ্ছে  রাস্তা , কিন্তু কাজ হয়ে গেলেও দ্রুততার সাথে পিচের প্রলেপ দেওয়া হচ্ছেনা রাস্তায়, এই রকম ঘটনা একাধিকবার ঘটছে বলেই দাবি স্থানীয়দের, সম্প্রতি এই একই কাজের জন্য খোঁড়া হয় রাস্তা, কিন্তু বেশ কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও পিচের প্রলেপ না পড়ায় প্রাণ হাতে নিয়ে এবড়ো খেবড়ো পাথরের উপর দিয়ে যাতায়াত করছেন নিত্যযাত্রিরা, সাইকেল বা মোটর বাইকের চাকা পাথরের খাঁজে পড়ে যেকোনো সময় রেল লাইনে পড়ে ঘটতে পারে দূর্ঘটনা, ভারি গাড়ি লড়ির চাকার চাপে পাথর ছিটকে জখম হতে পারে পথচারিরাও তাই অবিলম্বে সারাই হোক এই রেল পথ ও সড়ক পথের সংযোগকারী রাস্তা দাবী তুলছেন নিত্যযাত্রী থেকে স্থানীয় মানুষ সকলেই, রাবার গাডার বা অন্য কোনো উন্নত প্রযুক্তির সাহায্য আসতে পারে এর স্থায়ী সমাধান বলে অভিমত বিশেষজ্ঞদের বলে জানান পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার।
অপরদিকে মল্লিকপুকুর পাড়ের মানুষদের পাল্লারোডের মূল রাস্তার সাথে যোগাযোগের মাধ্যম রাস্তার হাল খারাপ বিগত বেশ কয়েক বছর ধরে, এই এলাকার পারিপার্শিক গ্রামের অধিকাংশ রাস্তাই মেরামত হলেও মেমারির দলুইবাজার ১ এর অধিনস্ত এই রাস্তাটি এখনও স্থানীয় মানুষদের নিত্যদিনের দুর্ভোগের কারণ, দীর্ঘ রাস্তার উপড়ের আস্তরণ উঠে কোথাও ইট পাথর বেরিয়ে গেছে কোথাও আবার গর্ত, রাস্তার কিয়দংশ আবার চলে গেছে পুকুরের গ্রাসে, সেখানে রাস্তা সরু হয়ে যাওয়ায় গ্রামে ঢোকেনা কোনো বড় গাড়ি, বর্ষাকালে দুর্ভোগ আরও চরমে ওঠে, জল কাদা নিত্যসঙ্গী স্থানীয় বাসিন্দাদের, শতাধিক আদিবাসী সহ মল্লিকপুকুর পাড় গ্রামের প্রায় ৫০০ মানুষের বাস, রয়েছে স্কুলও, রাস্তা মেরামতে প্রসাশনকে একাধিকবার জানিয়েও কাজ হয়নি বলেই দাবি স্থানীয়দের, নেই কোনো আলোর ব্যবস্থাও, রাতের অন্ধকারে যাওয়া যুঁকি সাপেক্ষ এই রাস্তা , অবিলম্বে স্থানীয় দলুইবাজার ১ গ্রাম পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করে হাল ফিরুক রাস্তার, সম্ভব হলে বসুক সৌরবাতি, দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা বলে জানান পাল্লারোড এলাকাবাসী মল্লিকপুরের বাসিন্দা রাজু হাজরা।


শহীদ সেনা জওয়ান স্নরণে রক্তদান শিবির জামালপুরে

No comments

Friday, October 25, 2019


প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ২৫ অক্টোবর 

হীদ  সেনা জওয়ান অরবিন্দ সরকার  স্মরণে অনুষ্ঠিত হল রক্তদান শিবির । বুধবার  মহতি এই রক্তদান শিবিরের আয়োজন করেছিল পূর্ব বর্ধমানের জামালপুরের সাহাপুর ইউনাইটেড ফুটবল এ্যাসোসিয়েশান ।  ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়  রক্তদান শিবির ।  বর্ধমান ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ও স্বাস্থ কর্মীরা  রক্ত সংগ্রহ করেন ।  শিবিরে ১০ জন মহিলা সহ ৮০ জন রক্তদান করেন ।

ক্লাব সম্পাদক তাপস হাঁসদা  জানিয়েছেন , সাহাপুর গ্রামেই বাড়ি ভারতের শহিদ সেনা জওয়ান অরবিন্দ সরকারের ।  তিনি তাদের সাহাপুর ইউনাইটেড ফুটবল এ্যাসোসিয়েশনের  সদস্য ছিলেন । ২০০২ সালে ঝাড়খণ্ডের দান্তেওয়াড়ায়  দুস্কৃতিদের পেতেরাখা ল্যান্ডমাইন  বিস্ফোরণে মৃত্যু হয় অরবিন্দ সরকারের ।  তাপস হাঁসদা বলেন , এর পর থেকে প্রতিবছর  দেশের এই শহিদ সেনাজওয়ান  স্মরণে ফুটবল   টুর্ণামেন্ট ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে আসছে  ক্লাবের তরফে । শহিদ  সেনা জওয়ান কে শ্রদ্ধা   জানাতেই এমন  উদ্যোগ  নেওয়া হয় বলে ক্লাব সভাপতি সন্দীপ পাল জানিয়েছেন । 

আরও পড়ুন: - জামালপুরে বিধ্বংসী আগুনে পুড়লো দোকান


খণ্ডঘোষের যুবককে সন্মানিত করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী

No comments

Tuesday, October 22, 2019


প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ২২ অক্টোবর
বিশেষ ধরনের পাউডার জাতীয় পদার্থ  ব্যবহারে মাত্র ২০ সেকেন্ডে  বন্ধ হয়েযাবে ক্ষতস্থানের  রক্তক্ষরণ । সেই পাউডার দিয়ে  শত্রু পক্ষের হামলায় জখম কোন ভারতীয় সেনার দেহের ক্ষতস্থান থেকে হওয়া  রক্তক্ষরণ দ্রুত বন্ধ করে তাঁকে  প্রাণে বাঁচানো  যাবে ।এমনই  পাউডার জাতীয় পদার্থ আবিস্কারের কৃতিত্ব স্বরুপ  ভারতের ডিফেন্স রিসার্চ এ্যন্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশান ( ডিআরডিও ) সন্মানিত করলো বর্ধমানের যুবক সাবির হোসেনকে। সম্প্রতি  নতুন দিল্লীর ডিআরডিও ভবনে আয়োজিত  ৪১ তম ডাইরেক্টরস কনফারেন্সে  প্রতিরক্ষা মন্ত্রী  রাজনাথ সিং মানপত্র তুলেদেন সাবির হোসেনের হাতে  ।

ওই অনুষ্ঠানে  ভারতের  মুখ্য নিরাপত্তা  উপদেষ্টা অজিত দোভাল , ডিআরডিও চেয়ারম্যান সতীশ রেড্ডি  সহ দেশের জল , স্থল ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন । দেশের  সেনাদের জীবন বাঁচাতে  সাবিরের এই ভাবনার  তারিফ করেছেন আপামোর  বর্ধমানবাসী


 

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের  বাদুলিয়া গ্রামের  আদি বাসিন্দা সাবির হোসেন ও তার পরিবার ।  বর্তমানে সপরিবার তারা বর্ধমান শহরের  রশিকপুরে বসবাস করেন । খণ্ডঘোষে রাইসমিল রয়েছে  সাবিরের  বাবা মোবারক হোসেনের ।  মা ইসমতআরা বেগম সাধারণ গৃহবধূ ।  খণ্ডঘোষের আনন্দমার্গ  স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত  পড়ার পর সাবির ভর্তি হন  বর্ধমান সিএমএস হাই স্কুলে ।সেখান থেকে মাধ্যামিক ও উচ্চমাধ্যমিক স্তরের পঠন পাঠন সম্পূর্ণ করে সাবির ভর্তি হন কলকাতার সেন্ট থমাস ইঞ্জিনিয়ারিং করেছে  ।

সাফল্যের সঙ্গে  ইলেকট্রিক্যালে   বিটেক কোর্স সম্পূর্ণ করার পর সাবির  এনআইটি রাউরকেল্লা থেকে বায়োমেডিকেলে এমটেক  কোর্সও সম্পূর্ণ  করেন । 
সাবির জানিয়েছেন ,এনআইটি রাউরকেল্লায় পড়ার সময়েই  সেখানকার প্রফেসার ডঃ  দেবেন্দ্র ভর্মার সঙ্গে তার ঘনিষ্টতা তৈরি হয় । তারই অনুপ্রেরনায় ভুবনেশ্বরে   ‘মিরাকিউলস’ নামে  নিজস্ব একটি প্রতিষ্ঠানের ল্যাবরেটরি  গড়ে তোলেন।   এরপরেই শুরু হয়  অভিনব কিছু প্রডাক্ট তৈরির চিন্তাভাবনা । সাবির বলেন , ক্ষত স্থানের রক্তক্ষরণ দ্রুত  বন্ধের জন্য  তাঁর কোম্পানির  যে প্রোডাক্ট  তৈরি করেছে  তার নাম ‘স্টপ ব্লিড ’।  এই প্রোডাক্টির জন্যই ডিআরডিও তাঁকে  ও তাঁর কোম্পানিকে  সন্মানিত করেছে ।

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম  ডিফেন্সের নানা ইনোভেশানের উপর গুরুত্ব আরোপ করেছিলেন । তার সূত্র  ধরেই এখন ডিআরডিও  এই ইনোভেশান নিয়ে  প্রতিবছর  কনফারেন্সের আয়োজন করেথাকে ।  সাবির বলেন ,এখন চিকিৎসকরা যে পদ্ধতিতে রক্তক্ষরণ বন্ধ করেন সেটা অনেক সময় সাপেক্ষ । তাদের ‘স্টপ ব্লিড’  প্রোডাক্ট ব্যবহারে ক্ষত স্থানেথেকে  রক্তক্ষরণ মাত্র ২০ সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে । এটা সম্ভব হচ্ছে তাদের ‘স্টপ ব্লিড’ প্রোডাক্ট  ব্যবহারের মাধ্যমে । এই প্রোডাক্টে ইনফেকশান প্রতিরোধক ক্ষমতাও  রয়েছে । সবির জানান , তাদের প্রোডাক্টকে আরো উন্নত মানের করেতোলার চেষ্টা চলছে  ।

 যাতেকরে আরো কম সময়ে  রক্তক্ষরণ বন্ধ করা যায় ।  এমন প্রোডাক্ট আবিস্কারের চিন্তা ভাবনা কিভাবে এল ? তার  উত্তরে সাবির বলেন ,  বেশ কয়েক বছর আগে তার বাবা মোবারক হোসেন দুর্ঘটনায়  মারাত্মক জখম হয়েছিলেন ।তখন তার   প্রচুর রক্তক্ষরণ  হয়। ওই দিনই তিনি  উপলব্ধি করেছিলেন দ্রুত ক্ষতস্থানের রক্তক্ষরণ বন্ধকরা নাগেলে  কিভাবে  মানুষের জীবন সংকট তৈরি হয় ।   সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলেন , দ্রুত ক্ষতস্থানের রক্তক্ষরণ বন্ধ করাযায়  এমন প্রোডাক্ট তিনি তৈরি করবেন ।



 আরও পড়ুন:  তৃণমূল নেতা খুনের প্রতিবাদে ধিক্কার মিছিল 


 সাবির চান দেশের প্রত্যন্ত গ্রামের  মানুষজন স্বার্থে  হাসপাতালে  তাদের প্রোডাকাক্ট পৌছে দিতে । যাতেকরে রক্তক্ষরণের কারনে কারুর যেন মৃত্যু না হয় । একই সঙ্গে সাবির জানিয়েছে , ‘ বিশেষ ধরনের একটি স্প্রে তৈরি নিয়ে তারা গবেষনা করছেন ।  যে স্প্রে ব্যবহার করে অগ্নিদগ্ধ হওয়া কোন রোগী দ্রুত সেরে উঠবেন ।  তার পোড়া জায়গায় কোনরকম ইনফেকশান হবেনা । দ্রুত পোড়া জায়গা শুকিয়ে গিয়ে সেখানে নতুন চামড়াও গজিয়ে যাবে । ’ সাবিরের বাবা মোবারক  হোসেন বলেন , আমার ছেলের প্রতিটি আবিস্কার দেশের মানুষের কল্যানে ব্যবহৃত হোক এটাই আমি চাই । 


 আরও পড়ুন: - জামালপুরে বিধ্বংসী আগুনে পুড়লো দোকান

  

ছড়াবে না দূষণ, লাগবে না পলিউশন সার্টিফিকেট, ইলেকট্রিক স্কুটারের নয়া মডেল নিয়ে এল হিরো

No comments

Friday, October 18, 2019



হিরো ইলেকট্রিক নিয়ে এল তাদের নতুন ইলেকট্রিক স্কুটার, দ্য ড্যাশ। যার দাম শুরু হচ্ছে ৬২ হাজার টাকা থেকে। তারই সঙ্গে অপটিমা এবং নিক্স-এর আরও দু’টি ভ্যারাইটি নিয়ে এল হিরো ইলেকট্রিক। অপটিমা-র দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৬৯ হাজার টাকা এবং নিক্স-এর দাম রাখা হয়েছে প্রায় ৭০ হাজার টাকা।



বায়ুদূষণের পরিমাণ বেড়েই চলেছে প্রতি দিন। সেই কথা মাথায় রেখেই হিরো ইলেকট্রিকের সিইও (ভারত), সহিন্দর গিল বলেন, “হিরো ইলেকট্রিক লক্ষ্য রাখে পরিবেশের দিকে। তাই পরিবেশ-সচেতন গাড়ি ক্রেতাদের জন্য হিরো ইলেকট্রিক নিয়ে এল এক নতুন দুই চাকার গাড়ি। নতুন ‘ড্যাশ’-এ থাকছে শক্তিশালী লি-ইওন ব্যাটারি। এই গাড়ির স্টাইল নজর কাড়বে সব বয়েসের গাড়ির চালকদের।”

ড্যাশের ৪৮ ভোল্ট ব্যাটারি এবং ২৮ এএইচ লি-ইওন ব্যাটারি চার্জ হতে সময় নেয় মাত্র চার ঘণ্টা। এক বার চার্জ দিলে ৬০ কিলোমিটার যাওয়ার ক্ষমতা রাখে ড্যাশ। ভারতীয় রাস্তার কথা মাথায় রেখে এই গাড়ি ও মাটির মধ্যে ১৪৫ মিমি ব্যবধান রাখা হয়েছে। গাড়িতে রয়েছে এলইডি হেডলাইট, মোবাইল চার্জ দেওয়ার পোর্ট, টিউবলেস টায়ারের মতো কিছু অভিনব ফিচার।


হিরো ইলেকট্রিক স্কুটার সকলের জন্যই খুব আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করেন নির্মাতারা। হাল্কা এই স্কুটারগুলি যেমন দূষণ ছড়ায় না তেমনই গ্রাহকদের কাছে এর রয়েছে দারুণ আকর্ষণ। প্রথম বার গাড়ি কিনতে আসা গ্রাহক থেকে শুরু করে উৎসাহী গ্রাহক, সবারই নজর কাড়ে ড্যাশ। এই গাড়িগুলির কোনও পলিউশন সার্টিফিকেটও লাগেনা, কারণ এদের থেকে কোনও দূষণ হয় না।

জাতির জনক মাহাত্ম গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে গলসি ১ নং ব্লকে

No comments

Wednesday, October 2, 2019


জাতির জনক মাহাত্ম গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে গলসি ১ নং ব্লকের কৃষ্ণরামপুর গ্রামে মা মাটি মানুষ-এর পরিচালনায় ৬তম বর্ষ নক আউট ফুটবল প্রতিযোগিতা খেলা উদ্বোধন হল। উদ্বোধন করেন বিধায়ক অলোক কুমার মাজি। মহত্মা গান্ধীর প্রতিকৃতি কে মাল্য দান, জাতীয় পতকা উত্তোলন, ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শক দের মনরঞ্জন করা হয়।

প্রদপ পোজ্জোলনার মধ্যদিয়ে খেলার সুচনা করা হয়। মুনসিফ পুর সবুজ সংঘ বনাম কেশবপুর সুকান্ত স্মৃতি সংঘ এই দুই দলকে নিয়ে খেলার সুচনা করা হয়।  এদিনের খেলায় কেশবপুর সুকান্ত স্মৃতি সংঘ ট্রাইবেকারে জয়ী হয়

উপস্থিত ছিলেন সমাজসেবী ও ক্লাব সভাপতি জাকির হোসেন। জেলা তৃনমূল সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রোকেয়া ও সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জী, লোয়াপুর কৃষ্ণ রামপুর পঞ্চায়েত প্রধান লাভলী সোরেন।

আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ - 9775728465/9734743074


কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের  পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com

ভারতের প্রথম ইলেকট্রিক বাইক মধ্যবিত্তের নাগালে দাম 2999

No comments

Saturday, September 28, 2019


ভারতে লঞ্চ হল Revolt Intellicorp এর প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল Revolt RV 400। নতুন ইলেকট্রিক মোটরসাইকেলের দাম 90,000 টাকা। 125cc ইঞ্জিনের সমান শক্তি জোগাবে Revolt RV 400 এর মোটর। একটি 4G LTE সিম কার্ডের মাধ্যমে সব সময় ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে Revolt RV 400। এর ফলে মোটরসাইকেলে কোন সমস্যা হলে তা সহজেই জানা যাবে। স্যাটেলাইট নেভিগেশন, বাইক লোকেশন, জিও ফেন্সিং ও বাড়িতে ব্যাটারি ডেলিভারির সুবিধা পাওয়া যাবে এই মোটরসাইকেলের সাথে।

বর্তমানে বাইকারদের মধ্যে ট্রেন্ড নেকড ডিজাইনের বাইক। সেই পথেই হেঁটেছেন Revolt-এর ডিজাইনাররা। চিনা সংস্থা Super Soco-এর ইলেকট্রিক বাইকের সঙ্গে বেশ সাদৃশ্য আছে এই বাইকের। অ্যাগ্রেসিভ এলইডি হেডলাইট। উঁচু মাসকুলার ট্যাঙ্ক। সাথে স্লোপিং সিটিং পজিশন। না বলে দিলে বোঝার উপায় নেই যে এটি একটি ইলেকট্রিক বাইক।


Revolt RV 400 মোটরসাইকেলের ভিতরে থাকছে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এক চার্জে 156 কিমি চলতে পারবে এই মোটরসাইকেল। সর্বোচ্চ 85 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ছুটতে পারবে RV 400। নতুন এই ইলেকট্রিক মোটরসাইকেলের ওজন 256 কিলোগ্রাম। চার ঘন্টার কম সময়ে এই মোটরসাইকেলের ব্যাটারি সম্পূর্ণ চার্জ করে নেওয়া যাবে। খুব সহজেই এই মোটরসাইকেলের ব্যাটারি খুলে তা চার্জ করে নেওয়া সম্ভব। RV 400 এর ভিতরে থাকছে একটি 3kW মোটর। এই মোটরে কোন আওয়াজ হবে না। সর্বোচ্চ 200 Nm টর্ক পাওয়া যাবে। RV 400 মোটরসাইকেলের ব্যাটারির সাথে আনলিমিটেড ওয়্যারিন্টি দিচ্ছে Revolt Intellicorp।
RV 300 মোটরসাইকেলে থাকছে একটি 1.5 kW মোটর। সাথে থাকছে একটি 2.7 kW ব্যাটারি। এক চার্জে 80-150 কিমি চলবে এই মোটরসাইকেল। RV 300 এর সর্বোচ্চ গতিবেগ 65 কিমি প্রতি ঘন্টা। প্রত্যেক 10,000 কিমি চালানোর পরে এই মোটরসাইকেল সার্ভিস করতে হবে। 8 বছর অথবা 75,000 কিমি পর্যন্ত ওয়্যারিন্টি দিচ্ছে কোম্পানি।
Revolt Intellicorp অফিশিয়াল ওয়েবসাইট আর Amazon.in থেকে Revolt RV 400 কেনা যাবে। RV 300 কিনতে মারে 2999 টাকা কিস্তি (37 মাস) দিতে হবে।RV 400 কিনতে মাসে 3499 টাকা থেকে 3999 টাকা কিস্তি (37 মাস) দিতে হবে। এর ফলে RV 300 এর দাম হচ্ছে 1.11 লক্ষ টাকা। অন রোড খরচ হবে 1.48 লক্ষ টাকা। 1.29 লক্ষ টাকা থেকে RV 400 এর বেস ভেরিয়েন্টের এক্স শো-রুম দাম হচ্ছে।



আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ - 9775728465/9734743074

কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের  পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com

অফিসিয়াল Verify ‘TikTok' অ্যাকাউন্ট পেল AIMIM

No comments

Wednesday, September 25, 2019


অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) ভারতের প্রথম কোনো রাজনৈতিক দল হিসাবে টিকটকে সরকারিভাবে যাচাইকৃত অ্যাকাউন্ট পেল।

টিকটক সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি এবং শেয়ার করার জন্য ব্যবহৃত একটি মাধ্যম। বর্তমানে ভারতে টিকটকের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০ কোটি। ২০১৯ সালের প্রথম ত্রৈমাসিকে সোশ্যাল মিডিয়ার আরও একটি মাধ্যম ফেসবুককে ডাউনলোডের দিক থেকে পিছনে ফেলেছে টিকটক।

জানা গিয়েছে, এই রাজনৈতিক দলের অ্যাকাউন্টে ৮,৫০০ জন ফলোয়ার্স এবং অ্যাপটিতে আপলোড করা প্রায় ৭০টি ভিডিওতে ৬০ হাজারের বেশি লাইক রয়েছে। হায়দরাবাদে সদর দফতর এআইআইএমআইএম-এর, দলের নেতৃত্বে রয়েছেন আসাদুদ্দিন ওয়েইসি।এআইএমআইএম-এর একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল-ভিত্তিক সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে যা ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বার্তা শেয়ার করে নেওয়ার এবং একই সঙ্গে মজা করার সুযোগ দেয়, দলটি তা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত তরুণ ইন্টারনেট ব্যবহারকারী এবং প্রথমবারের ভোটারদের কাছে পৌঁছানোর জন্যই এই পদক্ষেপ।

ইসরো-তে একাধিক পদে কর্মী নিয়োগ

No comments

Tuesday, September 24, 2019


ইসরো চন্দ্রাভিযান-২ নিয়ে রহস্য অব্যাহত। সত্যি কি ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে পারি দিতে পেরেছে? এই নিয়েই জল্পনা চলছে গোটা বিশ্ব জুড়ে। যদিও ইসরো প্রধান জানিয়েছেন, চাঁদের দক্ষিণ মেরুতে পা দিয়েছে ভারত।  
এই জল্পনার মাঝেই একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আগামী ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।
 বিস্তারিত তথ্য জানতে ইসরো অফিশিয়াল ওয়েবসাইট https://www.isro.gov.in –এ ক্লিক করুন।
নিয়োগকারী সংস্থাঃ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন
পদ সংখ্যাঃ ৮৬
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা ও আইটিআই সার্টিফিকেট থাকা প্রয়োজন।
মাসিক বেতনঃ  টেকনিশিয়ান ও ড্রাফটম্যানদের জন্য মাসিক বেতন হবে ২১,৭০০ টাকা।
টেকনিশিয়ান অ্যাসিসটেন্টদের ৪৪,৯০০ টাকা।    

বয়সসীমাঃ  ১৮ – ৪০ বছর বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এসসি / এসটি দের জন্য থাকবে অতিরিক্ত সংরক্ষণের ব্যবস্থা। 
কী ভাবে আবেদন করবেন ?
১. প্রথমে ইসরো অফিশিয়াল ওয়েবসাইট https://www.isro.gov.in –এ ক্লিক করুন
২. সেখানে গিয়ে Careers অপশানে ক্লিক করুন।

৩. এরপর HSPC –অপশানে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করুন।

আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ - 9775728465/9734743074

কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের  পুজো সংখ্যায়

আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com


অসমে বাঙালিদের নাম এনআরসিতে বাদ যাবার জন্য মমতা সরকারের দায় রয়েছে । বললেন বৃন্দা কারাত

No comments

Sunday, September 22, 2019



প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ২১ সেপ্টেম্বর

কেন্দ্র ড্রামা করতে পছন্দ করে ।  তাই  রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমার কে  গ্রেফতারের নামেও  ড্রামা চলছে । প্রকৃতই যদি সারদা ও নারদা কাণ্ডের তদন্ত হত  তাহলে এই ড্রামাবাজির দরকার হতনা । ’   শনিবার পূর্ব বর্ধমানের মেমারিতে অনুষ্ঠিত  সরা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির প্রকাশ্য সমাবেশে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির নেত্রী বৃন্দা কারাত ।  মহিলা সমিতির  অন্য  রাজ্য ও জেলা নেত্রীরা  সভায় উপস্থিত ছিলেন  ।


বৃন্দা কারাত তার বক্তব্যে আরো বলেন ,চিটফান্ড কান্ড নিয়ে   মোদি সরকার পাঁচ বছর  চুপ ছিল । এখনও চুপ আছে ।  কারণ   সারদা ও নারদা কাণ্ডে যারা জড়িত তার অর্ধেক লোক এখন মোদির দলে চলেগেছে । নিজেদের লোককে কিভাবে  বাঁচানো যায় তার চেষ্টা এখন  মমতা ও মোদি  দুজনই  চালাচ্ছেন । কিন্তু চিটফান্ডে টাকা রেখে যারা সর্বশান্ত হয়েছেন  তাদের কথা  এই দুজনের কেউই ভাবছেন না ।  শুধু দুই দল একসাথে নিজেদের লোককে বাঁচানোর  মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

রাজ্যে এনআরসি চালু করা হবে বলে  বিজেপি নেতারা  যে হুংকার ছাড়ছে তার  প্রসঙ্গে বৃন্দা কারাত বলেন , আমাদের দল সারা দেশের কোথাও এনআরসি চায়না । অসমে একটা ঐতিহাসিক ভাবে  এনআরসি হয়েছে । সেখানকার অনেক প্রকৃত বাঙালি নাগরিকের নাম এনআরসি তালিকায় বাদগেছে । এটা অন্যায় হয়েছে ।  বৃন্দা কারাত অভিযোগে বলেন ,  এই অন্যায়ের  জন্য মমতা বন্দ্যোপাধায় দায় এড়াতে পারেন না । অসমে এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দায় থাকতে পারে ? এই প্রশ্নের উত্তরে বৃন্দা কারাত  বলেন ,‘ অনেক বাঙালি মহিলা  বিয়ে হয়ে অসমে গেছেন । তাদের বৈধ  বাসিন্দা সার্টিফিকেট মমতা সরকারের দেবার কথাছিল ।  কিন্তু দেওয়া হয়নি  । বৃন্দা কারাত স্পষ্ট জানিয়েদেন , এইসব ঘটনার পরিপ্রেক্ষিতেই বাংলায় এনআরসি চালু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন  সেটাকে নিয়ে  সিপিআইএম দল কোন গুরুত্ব দিচ্ছেনা । দেশের নাগরিকদের  আধার কার্ড , ভোটার কার্ড ও প্যান কার্ড রয়েছে ।তা  সত্ত্বেও দেশের মানুষকে আতঙ্কগ্রস্থ করে রাখতে  বিজেপি  নেতৃত্ব এনআরসি চালুর  কথা বলে চলেছেন । এসব করতে দেওয়া হবেনা ।

সাধু’র মর্যাদা হারাতে চলেছেন ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতা চিন্ময়ানন্দ

No comments

লখনউ: 
গ্রেফতারির পর এ বার নিজের সম্প্রদায়েই একঘরে হতে চলেছেন ধর্ষণে অভিযুক্ত স্বামী চিন্ময়ানন্দ। তাঁর ‘সাধু’ উপাধি কেড়ে নিতে চলেছে অখিল ভারতীয় আখড়া পরিষদ (এবিএপি)। শুধু তাই নয়, চিন্ময়ানন্দকে নিজেদের সম্প্রদায় থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তারা। এর ফলে নিজের নামের সঙ্গে আর ‘সাধু’ বা ‘স্বামী’ উপাধি ব্যবহার করতে পারবেন না চিন্ময়ানন্দ।


‘সাধু’ সম্প্রদায়ের সর্বোচ্চ নিয়ামক সংগঠন এবিএপি-র সভাপতি মহন্ত নরেন্দ্র গিরি রবিবার জানিয়েছেন, খুব শীঘ্রই চিন্ময়ানন্দকে সম্প্রদায় থেকে বহিষ্কার করা হবে। আগামী ১০ অক্টোবর হরিদ্বারে বসছে এবিএপি-র সাধারণ সভা। ওই সভায় চূড়ান্ত হয়ে যাবে চিন্ময়ান্দের ভাগ্য।

চিন্ময়ানন্দনের আইন কলেজের এক ছাত্রী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে আসে। ওই ছাত্রী পুলিসকে জানিয়েছেন, তাঁকে ব্ল্যাকমেল করে একাধিক বার ধর্ষণ করেছেন। বেশ কিছু ভিডিয়োও তুলে দেওয়া হয়েছে পুলিসকে। গত শুক্রবার শহজাহানপুরে তাঁর আশ্রম থেকে চিন্ময়ানন্দকে গ্রেফতার করে পুলিস। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। তিনি মহা নির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর। 

আরও পড়ুন: ওমর-মুফতিরা অতিথি, বিশেষ যত্নে রাখা হয়েছে তাদের, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর


উল্লেখ্য, চিন্ময়ানন্দ অযোধ্যা আন্দোলনের অন্যতম মুখ। চিন্ময়ানন্দ এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গুরু মোহন্ত আদিত্যনাথ তৈরি করেন ‘রাম মন্দির মুক্তি যোগ সমিতি।’ ১৯৮৬ সালে রাম জন্মভূমি আন্দোলন সংঘর্ষ সমিতির আহ্বায়ক হয়েছিলেন চিন্ময়ানন্দ। পরবর্তীকালে বাজপেয়ী সরকারে কেন্দ্রীয়মন্ত্রীও হন তিনি। 
loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION