Showing posts with label ফুটবল. Show all posts
Showing posts with label ফুটবল. Show all posts

জনতা কার্ফু উপেক্ষা করে করোনা সংক্রমণ থেকে বিশ্ববাসীর মক্তি প্রার্থনায় বসেছিল হরিনাম সংকীর্তনের আশর , বন্ধ করেদিল পুলিশ

No comments

Sunday, March 22, 2020


প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- নতা কার্ফু উপেক্ষা করেই করোনা সংক্রমণ থেকে বিশ্বের সমস্ত প্রণী কলের মুক্তি প্রার্থনায় 
বসেছিল হরিনাম সংকীর্তনের আশর । রাজ্যের স্বাস্থ দপ্তরের  নিষেধাজ্ঞা অমাণ্য করেই রবিবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের  শাকিরা গ্রামে অনুষ্ঠিত হরিনাম সংকীর্তের আশরে সমবেত হন বহু মানুষ ।খোল করতাল বাজিয়ে  রাত ৯ পর্যন্ত হরিনাম সংকীর্তন চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন আয়োজকরা। দুপুরে সেই খবর পৌছায়  মঙ্গলকোট থানায় ।এরপরেই নড়ে চড়ে বসেন মঙ্গলকোট থানার পুলিশ কর্তারা । তারা শাকিরা গ্রামের কালিতলায় পৌছে  হরিনাম সংকীর্ত বন্ধ করার অনুরোধ করেন । আয়োজকরা পুলিশ কর্তাদের অনুরোধে আমর বন্ধ করেন । 


হরিনাম সংকীর্তনের আশর বসানোর কারণ প্রসঙ্গে উদ্যোক্তা রথীন মুখোপাধ্যায় বলেন ,
করোনা ভাইরাস আতঙ্কে জেরার হয়ে রয়েছে ভারত সহ  গোটা বিশ্ব । লাফিয়ে লাফিয়ে বাড়ছে  মৃত্যুর সংখ্যা। রথীন বাবু  বক্তব্য তাঁরা মনে করেন এই করোনা ভাইরাস সৃষ্টি করেছে ঈশ্বর । তাই এই ভাইরাস সংক্রমণ থেকে মুক্তি পেতে গেলে ঈশ্বরের আরাধনা করা দরকার । সেই কারণে  এদিন গ্রামের কালি মন্দির প্রাঙ্গনে   হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল । সকাল থেকে রাত ৯টা পর্যন্ত এক টানা  হরিনাম সংকীর্তন চলার কথা ছিল ।ঈশ্বরের কাছে প্রার্থনা জানানোর জন্য  বহু মানুষ হরিনামের আশরে যোগ দিয়েছিলেন ।কিন্তু পুলিশ কর্তারা এসে জানান এদিন জনতা কার্ফু চলছে । বর্তমান  সময়ে এক জায়গায় বহু মনুষের জমায়েত নিয়ে রাজ্য সকারের নিষেধাজ্ঞা রয়েছে । পুলিশ কর্তাদের সেই কথাকে মান্যতা দিয়ে এরপরেই তাঁরা হরিনাম সংকীর্তনের আশর বন্ধ রাখার সিদ্ধান্ত নেন । 

বসে আঁকো প্রতিযোগিতার দিন পরিবর্তন

No comments

Saturday, January 18, 2020




পূর্ব বর্ধমানের উচালন উৎসব 2020 (6 তম) বর্ষের বসে আঁকো প্রতিযোগিতা টি আগামী 19/1/2020( রবিবার) বেলা 10 টায় উচালন ফুটবল মাঠে মেলা প্রাঙ্গণে নেওয়া হবে। 

: আগ্রহী সমস্ত শিল্পীদের এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উচালন উৎসব কমিটির পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হচ্ছে। 

বিশেষ দ্রষ্টব্য- অঙ্কন প্রতিযোগিতা টি 2 দিন এর পরিবর্তে একদিন নেওয়া হবে আগামী 19/1/2020 রবিবার সকাল 10 টায়।

গন্তার বি এম উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মহিলা ভলিবল প্রতিযোগিতা।

No comments

Thursday, January 2, 2020


সেখ সামসুদ্দিন

 মেমারি ১ ব্লকের গন্তার বি এম উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবের চতুর্থ দিনে আজ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় ডাঃ বলরাম ঘোষের মূর্তি স্থাপন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে এই মূর্তি স্থাপনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ, বিদ্যালয়ের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, বলরাম ঘোষ পরিবারের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা, কর্মীবৃন্দ ও ছাত্রছাত্রীরা।

এদিন গন্তার ফুটবল মাঠে মহিলা ভলিবল প্রদর্শনী খেলায় অংশগ্রহণ করে গন্তার উচ্চ বিদ্যালয় ও বর্ধমান অরবিন্দ কোচিং সেন্টার। গন্তার বি এম স্কুল  ২৫-১৯ , ২৫-১৫ স্টেট সেটে বর্ধমান অরবিন্দ কোচিং সেন্টারকে পরাজিত করে। অপর দিকে স্বর্গীয় দেশবন্ধু চক্রবর্তী স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় গন্তার বি এম হাইস্কুল ও রাধাকান্তপুর হাইস্কুলের মধ্যে প্রতিযোগিতায় গন্তার বিএম হাইস্কুল ৩--১ গোলে রাধাকান্তপুর হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিনের প্রতিযোগিতায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় জয়ন্ত সরেন।


এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভলিবলের জাতীয় কোচ ও কলকাতা পুলিশে কর্মরত কৌশিক সূর, বর্ধমান ভলিবল এবং বাস্কেট বল অ্যাসোশিয়েশনের সেক্রেটারী বন বিহারী যশ এবং বর্ধমান জেলার ভলিবল সেক্রেটারী সমরজিৎ মজুমদার।



আজ ভাতারের এরুয়ার উদয়াচল ক্লাবের চূড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত।

No comments

Sunday, December 29, 2019

the-game-was-played-final-stage-Udayachal-Club-foolball-Vatar

পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক এড়ুয়ার উদয়াচল ক্লাবের চূড়ান্তপর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো আজ।
এই খেলায় মুখোমুখি অংশগ্রহণ করেছিল এরুয়ার উদয়াচল ক্লাব বনাম করন্দা কালীমাতা সংঘ।
খেলার ফলাফল 3-1 গোলে করন্দা কালী মাতা সংঘ জয় লাভ করে।

এই খেলায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা 
সহ সভাধিপতি দেবু টুডু, বর্ধমান জেলার সমাজসেবী খোকন দাস, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশ চক্রবর্তী ও বলগোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমজাদ শেখ, ভাতার পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মদক্ষ 
মানগোবিন্দ অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিগণ।

কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন খেলা দেখতে মাঠে।
প্রায় এক মাস ধরে চলেছিল এই খেলা। আটটি দল অংশগ্রহণ করেছিল এই খেলাই।
আমরা এইমাত্র খেলাটি অনুষ্ঠিত হয় এরুয়ার হাইস্কুল মাঠে।
জেলা সহ সভাধিপতি দেবু টুডু জানান,বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্লাবের ওপর দৃষ্টি আকর্ষণ করেছেন, তার ফল হলো ফুটবল খেলা। ফুটবল খেলা হারিয়ে গিয়েছিল বর্তমানে আবার ফুটবল খেলার নতুন রূপ পেয়েছে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

অ-আ-ক-খ ক্লাবের পরিচালনায় এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট।

No comments

Sunday, November 24, 2019

বলরাম সাহা :- পূর্ব বর্ধমানের উচালন সুকান্ত স্মৃতি সংঘের ব্যবস্থাপনায় অ-আ-ক-খ ক্লাবের পরিচালনায় এক দিবসীয় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত হল রবিবার।উচালন আমতালা পার্শ্ববতী মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।খেলায় অংশগ্রহণের জন্য ফ্রি লাগে ৯০০ টাকা।

বিজিত ও বিজয়ী র হাতে ৪০০০ও ৩০০০ টাকা ট্রাফি এবং জার্সি তুলে দেওয়া হয়।প্রথম মাঠে খেলা অনুষ্ঠিত হয় আর এন বি এস  বনাম খাতরা অং হাণ্ডি ডট কম।আর এন বি এস ২-১ জয় লাভ করে

শৈলেন্দ্রনাথ মল্লিক ও নিতাই চাঁদ সাহা স্মৃতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের

No comments

Monday, November 18, 2019



সেখ সামসুদ্দিন

গন্তার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের পরিচালনায় শৈলেন্দ্রনাথ মল্লিক ও নিতাই চাঁদ সাহা স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা হল গন্তার ১ ফুটবল মাঠে। এই ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার সূচনা করেন মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সদস্য তথা ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী ও বিশিষ্ট ব্যক্তি বর্গ।

এদিন পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় শ্রীধরপুর বিবেকানন্দ ক্লাব ২-১ গোলে বিজয়ী হয় এবং রানার্স হয় জয়দীপ একাদশ মেমারি। গন্তার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের সম্পাদক   সৌমিত্র চট্টোপাধ্যায় জানান এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা হবে আগামী ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে।




নবস্থা পাবলিক লাইব্রেরীর উদ্যোগে একদিনের ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠিত হলো আজ।

No comments

Sunday, October 20, 2019


পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের মাহাচান্দা গ্রাম পঞ্চায়েতের নবস্থা পাবলিক লাইব্রেরী  উদ্যোগে 51 তম এক দিবসীয়  ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত  হলো আজ। আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আজ এই খেলার শুভ সূচনা করেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল  ।

এই খেলাকে কেন্দ্র করে এলাকার প্রচুর ফুটবলপ্রেমী ভিড় জমিয়েছেন খেলার মাঠে, এমনকি বাড়ির বউ ও মেয়েরাও মাঠে হাজির হন খেলা দেখতে। পাশাপাশি এই লাইব্রেরী উদ্যোগে বিভিন্ন রকম সমাজসেবামূলক প্রচারের ব্যানার লাগানো হয়েছে মাটির চতুর্দিকে।

এই খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায়,  ভাতার পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রিয়ার কর্মদক্ষ জয়ন্ত হাটি, সহ বিশিষ্ট ব্যক্তি জনেরা।

এই খেলায় ফাইনালে মুখোমুখি হয় হাট গোবিন্দপুর অল আদিবাসী ক্লাব বনাম মন্তেশ্বর অ্যাথলেটিক ক্লাব।
প্রাইভেট খেলার নির্ধারিত সময় পর্যন্ত খেলা অমীমাংসিত ছিল ।তাই খেলার ফলাফল করতে হয় টাইবিগারের মাধ্যমে। কিন্তু টাইবিগারের ও  খেলা অমীমাংসিত হয়, অবশেষে টসের মাধ্যমে খেলার ফলাফল নির্ণয় করতে হয়।এই খেলায় টসে জয়লাভ করে হাট গোবিন্দপুর অল আদিবাসী ক্লাব।
খেলার ম্যান অফ দ্যা ম্যাচ হন, শক্তি বাহাদুর।

নবস্থা পাবলিক লাইব্রেরীর সভাপতি সৌরেন মন্ডল জানান,প্রায় 51 বছর ধরে আমরা একদিনের ফুটবল খেলা করে আসছি কিন্তু আমাদের খেলার মাঠটি খুবই সংকীর্ণ । কারণ মাঠের ধারে রয়েছে একটি বড় পুকুর প্রশাসনের কাছে আবেদন পুকুরটির গার্ডওয়াল তৈরি করে দিক।

ফাইনালে বিজয়ী ও বিজিত  দলকে ট্রফিসহ আর্থিক পুরস্কার দেয়া হয়।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

কাটোয়া মহকুমা ফুটবল লীগের খেলায় জয়ী স্টার ক্যাপ

No comments

Sunday, September 29, 2019


                                          গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ

রবিবার কাটোয়া মহকুমা ফুটবল লীগের খেলা হয়। এদিন কাটোয়ার স্টার ক্যাপ ৭-২ গোলে শ্রীখণ্ডের এস টি স্পোটিং ক্লাবকে পরাজিত করে।

প্রত্যেকবারের মতো এবারও কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় কাটোয়া মহকুমা ফুটবল লীগ শুরু হয়েছে গত ১২ সেপ্টেম্বর থেকে। রবিবার কাটোয়া পৌরসভার মাঠে  খেলায় মুখোমুখি হয় শ্রীখণ্ডের  এস টি স্পোটিং ক্লাব ও কাটোয়ার স্টার ক্যাপ।স্টার ক্যাপ ৭-২ গোলে জয়ী হয়।

কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চ্যাটার্জ্জী জানান,

এবারে দুটি গ্রুপে ৫ টি করে দল নিয়ে এই মহকুমা ফুটবল লীগ শুরু হয়েছে।গ্রুপ "এ" তে আছে-কান্দরা তরুণ সংঘ,কাটোয়া ওয়াই এম সি(কাটোয়া) ,দাঁইহাট ফুটবল একাডেমী, সিধু কানু মার্শাল ক্লাব(শ্রীখণ্ড),  দেশবন্ধু স্মৃতি  সংগ(অম্বল)।
অন্যদিকে গ্রুপ "বি"তে রয়েছে-এস টি স্পোটিং ক্লাব(শ্রীখণ্ড), স্টার ক্যাপ(কাটোয়া), অগ্রদ্বীপ ফুটবল ক্লাব,ঐকতান(কাটোয়া), নলাহাটী কালিকা মিলন মন্দির সমিতি।খেলার দেখতে মাঠে ভীড় জমান দর্শকরা।


আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ - 9775728465/9734743074


কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের  পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com


আবার ইতালি দল থেকে বাদ ‘ব্যাডবয়’ বালোতেল্লি

No comments

Sunday, September 22, 2019


ফুটবলের ‘ব্যাডবয়’ হিসেবে পরিচিতি তার। তবে এবার কোনো কাণ্ড ঘটিয়ে নয়, অফফর্মের কারণে ইতালির জাতীয় দল থেকে বাদ পড়লেন মারিও বালোতেল্লি।
শুক্রবার পোল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র ম্যাচে বালোতেল্লির পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। সেই সমালোচনার জেরেই এবার বাদ পড়লেন নাইসের এই স্ট্রাইকার। উয়েফা ন্যাশনস লিগে পর্তুগালের বিপক্ষে ম্যাচের জন্য বেঞ্চেও রাখা হয়নি তাকে।
এস্তাদিও ডি লুজে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে সোমবারের ম্যাচে জন্য ২৩ সদস্যের যে দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মানচিনি, তাতে নেই বালোতেল্লির নাম।
এর আগে প্রতিপক্ষ পোল্যান্ডের সাবেক ফরোয়ার্ড এবং বর্তমানে দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা জবিগনিউ বনিয়েগও ২৮ বছর বয়সী বালোতেল্লির ফিটনেস নিয়ে সমালোচনা করেন।
নতুন কোচ মানচিনি দায়িত্ব নেয়ার পর গত মে মাসে বালোতেল্লিকে দলে ডাকেন। ২০১৪ বিশ্বকাপের পর সেটাই ছিল তার প্রথম সুযোগ। ওই বিশ্বকাপে বাজে আচরণের জন্য সিনিয়র কয়েকজন খেলোয়াড় সমালোচনা করেছিলেন এই স্ট্রাইকারের।
loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION