দক্ষিণবঙ্গ

অ-আ-ক-খ ক্লাবের পরিচালনায় এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট।

Sunday, November 24, 2019

/ by krishaksetu Bangla
বলরাম সাহা :- পূর্ব বর্ধমানের উচালন সুকান্ত স্মৃতি সংঘের ব্যবস্থাপনায় অ-আ-ক-খ ক্লাবের পরিচালনায় এক দিবসীয় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত হল রবিবার।উচালন আমতালা পার্শ্ববতী মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।খেলায় অংশগ্রহণের জন্য ফ্রি লাগে ৯০০ টাকা।

বিজিত ও বিজয়ী র হাতে ৪০০০ও ৩০০০ টাকা ট্রাফি এবং জার্সি তুলে দেওয়া হয়।প্রথম মাঠে খেলা অনুষ্ঠিত হয় আর এন বি এস  বনাম খাতরা অং হাণ্ডি ডট কম।আর এন বি এস ২-১ জয় লাভ করে

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION