দক্ষিণবঙ্গ

দুর্ঘটনা রোখার বিশেষ যন্ত্র আবিস্কার করে দেশের নজর কেড়েছে মেমারির একাদশ শ্রেণীর ছাত্রী দিগন্তিকা

Tuesday, November 26, 2019

/ by krishaksetu Bangla

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান

থ দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য জনসচেতনতা  জগাতে রাজ্য
সরকারের উদ্যোগে চালু হয়েছে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি । কিন্তু হাজারো সচেতনা প্রচার সত্ত্বেও রোখা যাচ্ছে  না দুর্ঘটনায় প্রাণহাণির ঘটনা । এই বিষয়টি ভাবিয়ে তুলেছিল একাদশ শ্রেণিতে পাঠরত  পূর্ব বর্ধমানের মেমারির  ছাত্রী দিগন্তিকা বোস কে। পথ দুর্ঘটনা রোখাযায় এমন  কিছু একটা উদ্ভাবন  করার তাগিদ থেকে সে কাজ শুরু করে । শেষমেস দিগন্তিকা  আবিস্কার করেফেলেছে দুর্ঘটনা থেকে রক্ষা পাবার বিশেষ যন্ত্র। যা পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিজ্ঞান মেলায় আউটস্ট্যান্ডিং ‘থ্রি’ তে স্থান করেনিয়েছে । দিগন্তিকার দাবি তাঁর আবিস্কৃত যন্ত্র ব্যবহারে দুর্ঘটনা থেকে যেমন রক্ষা পাওয়া যাবে তেমনি কমবে বায়ু  দূষণ । দিগন্তিকার আবিস্কৃত এই যন্ত্র ইতিমধ্যেই দেশ জুড়ে সাড়া ফেলেদিয়েছে ।

  কি সেই যন্ত্র যাদিয়ে দুর্ঘটনা রোখাযাবে?এবিষয়ে  দিগন্তিকা জানিয়েছে, “টেকনোলজি ও মানুষের ইমসন কে কাজে লাগিয়ে সে উদ্ভাবন করেছে এই বিশেষ যন্ত্র । যা কোন বাইক বা কারে ব্যবহার করলে  গাড়ি  চালানোর  সময়ে গতিবিধি  পর্যবেক্ষণ করা যাবে ।একই সঙ্গে  কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রয়োজন অনুযায়ী  বিভিন্ন ইমসনাল স্পিচের মাধ্যমেও  চালককে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে । এছাড়াও  বিশেষ হুইসপারিং শব্দের সাহায্যে চালকের শরীরের  এড্রিনালিন হরমোন ক্ষরন তরান্বিত করে এক্সিডেন্টের  হাত থেকে রক্ষা করা যাবে চালককে । ” দিগন্তিকা জানিয়েছে, মাত্র ৫০০ টাকা খরচে সে এই অভিনব যন্ত্র তৈরী করতে সক্ষম  হয়েছে। যে যন্ত্র শুধু দুর্ঘটনা রুখতে সহায়ক ভূমিকা নেবে তাই নয় ।  বায়ু দূষণও কমাবে।”
দিগন্তিকার বাবা সুদীপ্ত বোস বলেন , তার মেয়ের আবিস্কৃত যন্ত্রের  পোষাকি নাম  ‘টেকনোলজি   উইথ ইমোশন  বেসড  অ্যান্টি  কলিসন  ডিভাইস ফর ভেহিকেইলস ’।  তিনি বলেন ,‘কার্যকারিতা পরীক্ষায় সফল হবার পর  দিগন্তিকার আবিস্কৃত যন্ত্র পেটেন্টটের  ব্যবস্থাও হয়েছে । মিনিস্ট্রী অফ কমার্স স্টার্টঅাপ  প্রোজেক্টের অন্তর্ভুক্ত  হয়েছে দিগন্তিকার আবিস্কৃত যন্ত্র । সুদীপ্ত বাবু আরো বলেন,‘ এই যন্ত্র আবিস্কারের জন্য দিগন্তিকাকে রাজ্যের দুই মন্ত্রী অরুপ বিশ্বাস এবং  লক্ষ্মীরতন শুক্লা পুরস্কৃত করেছেন  । ছাত্রীর এই কৃতিত্ব স্বরুপ দিগন্তিকার স্কুল কে ৫০ হাজার টাকা অনুদানও  দিয়েছে রাজ্য সরকার । নতুন এই আবিস্কৃত যন্ত্র আগামী ১৪ জানুয়ারি পুনরায় কলকাতায় প্রদর্শণের জন্য দিগন্তিকা কন্দ্রীয় সরকারী  সংস্থা বিরলা ইনডাস্ট্রিয়াল এ্যন্ড  টেকনোলজিক্যাল মিউজিয়ামের তরফে আমন্ত্রণ পেয়েছে । এছাড়াও এই যন্ত্র আবিস্কার সংক্রান্ত গবেষনা পত্র  আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের সেমিনারে পাঠের জন্য ডিএসটি গভর্মেন্ট অফ ইন্ডিয়ার তরফে দিগন্তিকা আমন্ত্রণ জানানো হয়েছে  বলে সুদীপ্ত বাবু জানিয়েছেন । ’

মেমারি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকায় দিগন্তিকাদের বাড়ি । রাজ্যের কন্যাশ্রী মডেল দিগন্তিকা মেমারির  বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দিরের  (শাখা ২) একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী ।  মা শুভ্রা বোস সাধারণ গৃহবধূ । বাবা সুদীপ্ত  বোসের ইলেকট্রনিক্সের দোকান রয়েছে ।  বাবার প্রেরনাতেই  বিজ্ঞানে  নানা অভিনব যন্ত্রপাতি আবিস্কারের কৃতিত্ব দেখিয়ে চলেছে দিগন্তিকা । 

 কৃতী ছাত্রী দিগন্তিকা এবারই প্রথম বিশেষ যন্ত্র  আবিস্কারের কৃতিত্ব দেখালো এমনটা নয় ।  ইতিপূর্বে দিগন্তিকা ডাষ্ট কালেক্টিং অ্যাটাচমেন্ট ড্রিল মেশিন আবিস্কার করে তাক লাগিয়ে দিয়েছিল । গত ২১ সেপ্টেম্বর তাঁর আবিস্কৃত ওই যন্ত্রের  গবেষণা পত্র আন্তর্জাতিক জার্নালেও  প্রকাশিত হয়েছে ।এছাড়াও  সন্দরবনে মধু সংগ্রহে যাওয়া  মৌলদের বাঘের আক্রমনের হাত থেকে বাঁচার জন্য এক ধরনের চশমা আবিস্কার করেছিল দিগন্তিকা । যে চশমা ব্যবহার করে মৌলরা  মাথা বা ঘাড় না ঘুরিয়ে পিছনের  বাঘকে দেখে আত্মরক্ষার পথ খুঁজে  নিতে পারছে । এছাড়াও স্পন্ডিলাইটিস  রোগীদের জন্য বারনৌলির সূত্র কাজে লাগিয়ে ’স্মার্ট সার্ভিক্যাল কলার’ আবিস্কার করেছে মেমারির এই ছাত্রী ।  দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও পুরস্কৃত করেছেন প্রতিভাময়ী এই ছাত্রীকে । মেমারি বিদ্যাসগর স্মৃতি বিদ্যামন্দিরের  (শাখা ২) প্রধান শিক্ষক সুব্রত মুখোপাধ্যায় এবং সহ শিক্ষ পীযুষ  বোস জানান  , তাঁদের বিদ্যালয়ের ছাত্রী  দিগন্তিকা সারা দেশে বাংলার মুখ উজ্জ্বল করেছে । 


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION