বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- জিআরপির তৎপরতায় ফের ডাউন দুন এক্সপ্রেস থেকে উদ্ধার হল প্রচুর কচ্ছপ । শুত্রুবার সকালে ডাউন দুন এক্সপ্রেস বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফরমে পৌছাতেই জিআরপি জেনারেল বগিতে তল্লাশি চালানো শুরু করে । তল্লাশিতে একটি পিঠ ব্যাগ ও দুটি বস্তা থেকে উদ্ধার হয় ৭৩ টি কচ্ছপ । কচ্ছপ পাচারের অভিযোগে জিআরপি এক মহিলাকে গ্রেফতার করেছে । কচ্ছপ উদ্ধারের বিষয়টি এদিনই বনদফতরে জানানো হয় । বনদফতরের কর্মীরা কচ্ছপগুলি উদ্ধারকরে বর্ধমানের রমনাবাগান অভয়ারণ্যে নিয়ে যায় ।
বনবদফতরের আধিকারিকরা জানিয়েছেন , উদ্ধার হওয়া কচ্ছপগুলি শিঘ্রই গঙ্গায় ছেড়ে দেবার ব্যবস্থা করা হবে ।
জিআরপি সূত্রে জানাগেছে , কচ্ছপ পাচারের ঘটনায় যে মহিলাকে গ্রেফতার করা হয়েছে তাঁর নাম পান্নি । উত্তর প্রদেশের জগদীশপুরে বাড়ি ধৃত মহিলার। বনদফতরের আধিকারকরা মনে করছেন কচ্ছপ গলি কোন নদী থেকে ধরা হয়েছিল । ট্রেনে কচ্ছপ পাচার রুখতে এমন অভিযান জারি থাকবে বর্ধমান স্টেশানের জিআরপি কর্তারা জানিয়েছেন ।
No comments
Post a Comment