গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ
রবিবার কাটোয়া মহকুমা ফুটবল লীগের খেলা হয়। এদিন কাটোয়ার স্টার ক্যাপ ৭-২ গোলে শ্রীখণ্ডের এস টি স্পোটিং ক্লাবকে পরাজিত করে।
প্রত্যেকবারের মতো এবারও কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় কাটোয়া মহকুমা ফুটবল লীগ শুরু হয়েছে গত ১২ সেপ্টেম্বর থেকে। রবিবার কাটোয়া পৌরসভার মাঠে খেলায় মুখোমুখি হয় শ্রীখণ্ডের এস টি স্পোটিং ক্লাব ও কাটোয়ার স্টার ক্যাপ।স্টার ক্যাপ ৭-২ গোলে জয়ী হয়।
কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চ্যাটার্জ্জী জানান,
এবারে দুটি গ্রুপে ৫ টি করে দল নিয়ে এই মহকুমা ফুটবল লীগ শুরু হয়েছে।গ্রুপ "এ" তে আছে-কান্দরা তরুণ সংঘ,কাটোয়া ওয়াই এম সি(কাটোয়া) ,দাঁইহাট ফুটবল একাডেমী, সিধু কানু মার্শাল ক্লাব(শ্রীখণ্ড), দেশবন্ধু স্মৃতি সংগ(অম্বল)।
অন্যদিকে গ্রুপ "বি"তে রয়েছে-এস টি স্পোটিং ক্লাব(শ্রীখণ্ড), স্টার ক্যাপ(কাটোয়া), অগ্রদ্বীপ ফুটবল ক্লাব,ঐকতান(কাটোয়া), নলাহাটী কালিকা মিলন মন্দির সমিতি।খেলার দেখতে মাঠে ভীড় জমান দর্শকরা।
আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com
No comments
Post a Comment