থ্রো বলে জুনিয়র চম্পিয়ন হল ভারতীয় দল ।ভুটানকে হারিয়ে ট্রফি জেতে ভারতীয় দল ।চ্যাম্পিয়ন ভারতীয় জুনিয়র থ্রোবল দলের সদস্য ছিলেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনের ছেলেরা।এই খেলায় ভারত ছাড়া ভুটান ও নেপাল অংশ গ্রহণ করে ।সিনিয়র থ্রো বলেও ভারত চম্পিয়ন হয় । সিনিয়র দলে ছিলেন মুম্বাইয়ের ছেলেরা ।ভলিবলে ও ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয় ভুটান । ক্যারাটেতে নেপাল চম্পিয়ন হয় ।
সিনিয়র থ্রো বলে ইন্ডিয়া চম্পিয়ন ,অংশ গ্রহণ করেছিল সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনের ছেলেরা
থ্রো বলে জুনিয়র চম্পিয়ন হল ভারতীয় দল ।ভুটানকে হারিয়ে ট্রফি জেতে ভারতীয় দল ।চ্যাম্পিয়ন ভারতীয় জুনিয়র থ্রোবল দলের সদস্য ছিলেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনের ছেলেরা।এই খেলায় ভারত ছাড়া ভুটান ও নেপাল অংশ গ্রহণ করে ।সিনিয়র থ্রো বলেও ভারত চম্পিয়ন হয় । সিনিয়র দলে ছিলেন মুম্বাইয়ের ছেলেরা ।ভলিবলে ও ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয় ভুটান । ক্যারাটেতে নেপাল চম্পিয়ন হয় ।
Subscribe to:
Post Comments (Atom)
loading...
No comments
Post a Comment