দেবব্রত মন্ডল , বাঁকুড়া
NRC নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আতঙ্কের প্রভাব কাটানোর জন্য এদিন পাত্রসায়ের ব্লক তৃণমূল কংরেসের পক্ষ থেকে কুশদ্বীপ গ্রামপঞ্চায়েত তৃণমূল কংরেসের নেতৃত্বে কুশদ্বীপ গ্রামে একটি ৱ্যালি ও পথসভার আয়োজন করা হয় , অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা , ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে , পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম সিংহ , পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সুব্রত দত্ত , কুশদ্বীপ গ্রামপঞ্চায়েত প্রধান ও উপপ্রধান এবং কুশদ্বীপ গ্রামপঞ্চায়েত তৃণমূল কর্মীসমর্থন ও সাধারণ মানুষেরা |
আলখাসা গ্রাম থেকে কুশাদ্বীপ গ্রাম প্রর্যন্ত প্রাই 2 কিলোমিটার পথ পায়ে পা মেলান মন্ত্রী শ্যামল সাঁতরা সাথে কুশদ্বীপ গ্রামপঞ্চায়েতের অগণিত মানুষ এবং উপবিষ্ট অতিথিরা পথের পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের জোর হাত করে NRC নিয়ে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করেন মন্ত্রী শ্যামল সাঁতরা |
এদিন সভা থেকে মন্ত্রী শ্যামল সাঁতরা ভাষণে বলেন যতদিন তৃণমূল আছে আমাদের রাজ্যে NRC হবে না , তিনি মোদিকে উদ্দেশ্য করে বলেন মোদী গরিব মানুষের টাকা ছিনিয়ে নিয়েছেন নোট বন্দি করে এবং 235 জন কে হত্যা করেছেন এই নোট বন্দি করে আর আজ NRC চালু করে পশ্চিমবঙ্গে 9 জন কে শহীদ করে দিয়েছেন আর বাঁকুড়ার শহীদ হয়েছেন তাহের আলী খাঁন , মোদী সরকার কে আরও কটাক্ষ করে বলেন বিজেপি সরকার এসে ভারতবর্ষকে অনেক কিছু উপহার দিয়েছেন সেই উপহার গুলো নিয়ে গলায় মালাকরে বিজেপি নেতারা বলছে জয় শ্রী রাম গ্যাসের 850 টাকা দাম , বলো জয় শ্রী রাম পিয়াজ 80 টাকা দাম , বলো জয় শ্রী রাম প্ৰস্ত 1200 টাকা দাম |
তিনি আরও বলেন এখনো প্রর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রী পৃথক ভাবে কন্যাদের জন্য ভাবেনি এক মাত্র বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি কন্যার জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সডিপোজিট করে দিয়েছেন |
বিজেপি শুধু জনগনের জন্য উজলা গ্যাস করেদিয়েছে তাও আবার কয়েক লক্ষ কোটি টাকা কাঠমানি খেয়েছেন যে কারনে মানুষ কে আজ 850 টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে |
রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা এদিন আমাদের দের ক্যামেরার সামনে বলেন রাজ্যে এমন কোনো শক্তি নেই যে 2021 শে মমতা বন্দপাধ্যায় কে হারাতে পারে সুতরাং বাংলায় কোনো প্রকার NRC হবে না বাংলার মানুষ যে ভুল লোকসভায় করেছে সেটা মানুষ বুঝতে পেরেছে মানুষ বুঝেছে যে বিজেপি কতখানি ভয়ন্কর কতখানি সন্ত্রাস বাদী কতখানি রক্তপিপাসু দল খাল কেটে মানুষ আর কুমির বাংলায় প্রবেশ করাবে না |
তিনি আরও বলেন NRC চিন্তা মানুষের মন থেকে দূর করতে আমরা প্রতিটা ব্লক প্রতিটা পঞ্চায়েত এবং প্রতিটা বুথ স্তরে জনসংযোগ করে মানুষ কে বোঝাবো ||
No comments
Post a Comment