সেখ সামসুদ্দিন
এদিন গন্তার ফুটবল মাঠে মহিলা ভলিবল প্রদর্শনী খেলায় অংশগ্রহণ করে গন্তার উচ্চ বিদ্যালয় ও বর্ধমান অরবিন্দ কোচিং সেন্টার। গন্তার বি এম স্কুল ২৫-১৯ , ২৫-১৫ স্টেট সেটে বর্ধমান অরবিন্দ কোচিং সেন্টারকে পরাজিত করে। অপর দিকে স্বর্গীয় দেশবন্ধু চক্রবর্তী স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় গন্তার বি এম হাইস্কুল ও রাধাকান্তপুর হাইস্কুলের মধ্যে প্রতিযোগিতায় গন্তার বিএম হাইস্কুল ৩--১ গোলে রাধাকান্তপুর হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিনের প্রতিযোগিতায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় জয়ন্ত সরেন।
এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভলিবলের জাতীয় কোচ ও কলকাতা পুলিশে কর্মরত কৌশিক সূর, বর্ধমান ভলিবল এবং বাস্কেট বল অ্যাসোশিয়েশনের সেক্রেটারী বন বিহারী যশ এবং বর্ধমান জেলার ভলিবল সেক্রেটারী সমরজিৎ মজুমদার।
No comments
Post a Comment