দক্ষিণবঙ্গ

প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী নাগরিক প্রমাণ দেবে না? কটাক্ষ করে বললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী

Friday, January 3, 2020

/ by krishaksetu Bangla


সেখ সামসুদ্দিন

মেমারি ১ ব্লক জমিয়েত উলেমায়ে হিন্দের আয়োজনে এনআরসি ও সিএএ বিলের বিরুদ্ধে মেমারি নতুন বাসস্ট্যান্ডে এক প্রকাশ্য জনসভা করা হয়।

প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী তথা পঃ বঃ রাজ্য জমিয়েত উলেমায়ে হিন্দের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিশিষ্ট বক্তা সাহিত্যিক পার্থ সেনগুপ্ত, রাজ্য জমিয়েত সহ সভাপতি মাওলানা আবুল কাসেম, বর্ধমান জেলা সভাপতি মাওলানা ইমদাদুল চৌধুরী, জেলা সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলি মন্ডল, জেলা সহ সম্পাদক মাওলানা মহঃ আলী, মেমারি পুরসভার উপপুরপিতা সুপ্রিয় সামন্ত, বর্ধমান জেলা কংগ্রেস কমিটির নেতা ও কোলকাতা হাইকোর্টের আইনজীবী অভিজিৎ সিংহরায় এবং মেমারি ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেখ মোয়াজ্জেম।

এদিনের সভায় সভাপতিত্ব করেন মাওলানা ইমতিয়াজ আলী। কয়েক হাজার মানুষের জমায়েতে এদিন সিদ্দিকুল্লাহ সাহেব সহ সমস্ত বক্তা প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী মোদী-শাহ জুটিকে কার্যত হুঁশিয়ারী দেওয়া হয়, যারা ভোট দিয়ে গদিতে বসিয়েছে তারা নাগরিক প্রমাণ দেবে না। দেশ ছেড়ে যদি কাউকে যেতে হয় তো তোমারা দুজনে যাবে।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION