প্রদীপ চট্টোপাধ্যায় ,বর্ধমান
শ্বশুর বাড়িথেকে উদ্ভার হল নির্যাতিত ঘর জামাইয়ের মৃতদেহ । মৃতর নাম সনু গুপ্তা (২৬)। তাঁর নিজের বাড়ি বর্ধমান শহরের লাকুড্ডি এলাকায় । বৃহস্পতির রাতে বর্ধমান শহরের সাহাচেতন এলাকার শ্বশুর বাড়ির ঘরথেকে পুলিশ সনু গুপ্তার দেহ উদ্ধার করে । শুক্রবার বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে মৃত ব্যক্তির দেের ময়নাতদন্ত হয় । বর্ধমান থানার পুলিশ এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে , সনু গুপ্তা পেশায় ছিলেন টোটো চালক । ভাব ভালবাসা করে বছর খানেক আগে সে সাহাচেতন এলাকার এক তরুণীকে বিয়ে করে । সনুর বাবা শ্যামনারায়ন গুপ্তা বলেন , বিয়ের পর থেকে সনু তাঁর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতো । সেখানো বৌমা ও তাঁর পরিবার সদস্যরা সনুর উপর নির্যাতন চালাতো । টোটো চালিয়ে সনু যেটুকু রোজগার করতো তাও শ্বশুর বাড়ির লোকজন কেড়েনিত ।
তিনিয়ে ইদানিং ওদের অশান্তি চরমে উঠেছিল ।শ্যামনারায়ন বাবু বলেন , বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টা নাগাদ তিনি খবর পান শ্বশুর বাড়িতে তাঁর ছেলের মৃতদেহ পড়ে রয়েছে । এমনটা জানার পরে তিনি বর্ধমান থানায় খবর দেন । পুলিশ সেখান থেকে সনুকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়েযায় ।সেখানে কর্তব্যরত চিকিৎসক সনুকে মৃত ঘোষনা করেন । শ্যামনারায়ন গুপ্তা অভিযোগ করেছেন , তাঁর ছেলের মৃত্যুর জন্য বৌমা ও তার পরিবার সদস্যরাই দায়ী ।
No comments
Post a Comment