পশ্চিমবঙ্গ রাজনীতিতে যেখানে "সাপে- নেউলে "সম্পর্ক বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সাথে।আর পূর্ব মেদিনীপুর এগরা মেলায় দেখা গেল দুই পক্ষকে একই মঞ্চে পাশাপাশি। মঞ্চে স্বয়ং বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমরেশ দাস। এগরা মেলা খুবই ঐতিহ্যশালী মেলা।
প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এই মেলা চলবে।মেলা হল মহামানবের মিলন ক্ষেত্র।এখানে কোন ভেদাভেদ নেই।এখানে একইলাইনে বিভিন্ন দলের সাংসদ, বিধায়ক রয়েছেন।তাই আমার খুবই ভালো লাগছে।এটা ভারতবর্ষের পরম্পরা।শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা মেলা'র উদ্বোধন করতে এসে এহেন মন্তব্য করলেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ।তিনি বলেন, "ভারতবর্ষের কুম্ভ মেলা এবং পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলায় বহু ভীড় হয়।মেলা আমাদের সংস্কৃতিকে মিলিয়ে দিয়েছে।এটা ভারতের ঐতিহ্য।মেলার প্রতি আমাদের যে টান, তার মধ্যে আমরা একে অপরে মিলিত হয়েছি।
আগামীদিনে ভবিষ্যত প্রজন্মকে মেলার গুরুত্ব বোঝাতে হবে।" এগরা মেলা কমিটির সম্পাদক মৃন্ময় মিশ্র বলেন, " ৩৪ বছরে পদার্পণ করল এগরা মেলা।দশ দিন ধরে চলবে এই মেলা।রয়েছে কয়েকশো স্টল।মেলা উপলক্ষে রয়েছে নানা সামাজিক অনুষ্ঠান।তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগে গ্রহণ করা হয়েছে।" উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক সমরেশ দাস, এগরার পুরপ্রধান শঙ্কর বেরা, কাউন্সিলর নবকুমার ঘোড়াই ও হরিপদ বেরা এবং পুলিন দাস, সমাজসেবী সিদ্ধেশ্বর বেরা, সমবায়ী সুকুমার রায়- সহ বিশিষ্টজনেরা।এ দিন মেলা প্রাঙ্গণে বহু মানুষ ভীড় জমান।
No comments
Post a Comment