সংসারে অভাব-অনটন ছিল। তার থেকে মুক্তি পেতে মাঝেমধ্যেই লটারি কাটতেন। তা বলে রাতারাতি
প্রথম পুরস্কার জিতে কোটিপতি হয়ে যাবেন এমনটা ভাবেননি পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা ইন্দ্রনারায়ণ সেন। কিন্তু, এক কোটি টাকার পুরস্কার জিতে কার্যত ঘুম উড়ে গিয়েছে তাঁর। নিরাপত্তা চেয়ে দ্বারস্থ হয়েছেন পুলিশের। অন্য দিকে, কয়েক দিনের ব্যবধানে কালনায় দু’জন এক কোটি টাকার পুরস্কার জেতায় লটারি ক্রেতা-বিক্রেতাদের মধ্যে আগ্রহ চরমে।
কালনার সাতগাছি পঞ্চায়েতের সাহাপাড়ার প্রবীণ বাসিন্দা ইন্দ্রনারায়ণবাবু জানিয়েছেন, হুগলির গুপ্তিপাড়ায় তাঁর ছেলের ছোট একটি সোনার দোকান রয়েছে। সোনার গয়না বানিয়ে বিক্রি করেন ছেলে। তাঁর রোজগার আর ইন্দ্রনারায়ণবাবুর পেনশনেই সংসার চলে। সেই সূত্রেই মাঝেমধ্যে গুপ্তিপাড়ায় যেতেন তিনি। ছেলের দোকানের পাশে একটি লটারির দোকান থেকে মাঝেমধ্যেই টিকিট কিনতেন।
সেই অভ্যাসেই গত ২৯ ডিসেম্বর ৬০ টাকা দিয়ে লটারির টিকিট কেনেন ইন্দ্রনারায়ণবাবু। লটারির ফল ঘোষণা ছিল ওই দিন রাত আটটায়। গুপ্তিপাড়ায় বসেই সেই টিকিট মেলাতে শুরু করেন তিনি। কিন্তু কয়েক বার মেলানোর পরেও নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না ওই বৃদ্ধ। প্রথম পুরস্কারের টিকিটের নম্বরটিই তাঁর। পরে বিশ্বাস হয়ে কিছুটা ধাতস্থ হন তিনি। তত ক্ষণে এলাকাতেও রটে যায় তাঁর লটারি জেতার কথা।
সংসারে অভাব-অনটন ছিল। তার থেকে মুক্তি পেতে মাঝেমধ্যেই লটারি কাটতেন। তা বলে রাতারাতি
প্রথম পুরস্কার জিতে কোটিপতি হয়ে যাবেন এমনটা ভাবেননি পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা ইন্দ্রনারায়ণ সেন। কিন্তু, এক কোটি টাকার পুরস্কার জিতে কার্যত ঘুম উড়ে গিয়েছে তাঁর। নিরাপত্তা চেয়ে দ্বারস্থ হয়েছেন পুলিশের। অন্য দিকে, কয়েক দিনের ব্যবধানে কালনায় দু’জন এক কোটি টাকার পুরস্কার জেতায় লটারি ক্রেতা-বিক্রেতাদের মধ্যে আগ্রহ চরমে।
No comments
Post a Comment