দক্ষিণবঙ্গ

পিকনিক সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের । জখম আরও ১

Thursday, January 2, 2020

/ by krishaksetu Bangla

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান 
 
বছর শুরু দিনে পিকনিক সেরে বাড়ি ফেরার পথে মোটর  বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই  যুবকের ।  জখম হয়েছে  বাইকে সওয়ার থাকা  আরও এক  যুবক । বুধবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে  পূর্ব বর্ধমানের জামালপুর থানার জোড়বাঁধ এলাকায় ।এই দুর্ঘটনার জেরে এদিন  মেমারি তারকেশ্বর রোডে কিছু সময়ের জন্য যানজট তৈরি হয় । পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । 

পুলিশ  ও স্থানীয় সূত্রে জানাগেছে ,মৃত দুই যুবকের নাম   দুখিচাঁদ সিং (২৮) ও সুমন দাস (২৫)। জখম অপর বাইক আরোহীর নাম  পবিত্র  ধারা ।  মৃত ও জখম সকলেই জামালপুরের দ্বীপেরমানা গ্রামের  বাসিন্দা ।
 বর্ধমান  মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জখম যুবক পরিত্র ধারা । তাঁরও শারীরিক অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানাগেছে । দুর্ঘটনাগ্রস্ত বাইক আটক করে পুলিশ দুর্ঘটনার
 তদন্ত শুরু করেছে ।
ছবি - প্রতীক 
 পরিবার সদস্যরা জানিয়েছেন , তিন বন্ধু মিলে এদিন সকালে  জামালপুরের জ্যোৎশ্রীরাম পঞ্চায়েত এলাকায় দামদরের বেগোহানার চরে পিকনিক করতে যায় । পিকনিক সেরে একটি বাইকে চড়ে তিনি বন্ধু মিলে বাড়ি ফিরছিল । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , জোড়বাঁধ এলাকায় এক সাইকেল আরোহীকে  বাঁচাতে গিয়ে বাইক চালক নিয়ন্ত্রণ হারায় ।  বইক সহ তারা তিন জনই রাস্তার ধারে জমিতে ছিটকে পড়ে । ঘটনাস্থলেই  বাইক চালক দুখিচাঁদ সিং এর মৃত্যু হয় ।  জখম হয় বাইকে সওয়ার থাকা পবিত্র ও সুমন ।তাঁদের বর্ধমান   হাসপাতাল নিয়েযাওয়া হয়। সেখালে   কর্তব্যরত চিকিৎসক সুমন দাসকে  মৃত ঘোষনা করেন ।বর্ষ শুরুর দিনের সন্তানের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিজনরা ।


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION