প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান
বছর শুরু দিনে পিকনিক সেরে বাড়ি ফেরার পথে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের । জখম হয়েছে বাইকে সওয়ার থাকা আরও এক যুবক । বুধবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জোড়বাঁধ এলাকায় ।এই দুর্ঘটনার জেরে এদিন মেমারি তারকেশ্বর রোডে কিছু সময়ের জন্য যানজট তৈরি হয় । পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে ,মৃত দুই যুবকের নাম দুখিচাঁদ সিং (২৮) ও সুমন দাস (২৫)। জখম অপর বাইক আরোহীর নাম পবিত্র ধারা । মৃত ও জখম সকলেই জামালপুরের দ্বীপেরমানা গ্রামের বাসিন্দা ।
বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জখম যুবক পরিত্র ধারা । তাঁরও শারীরিক অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানাগেছে । দুর্ঘটনাগ্রস্ত বাইক আটক করে পুলিশ দুর্ঘটনার
তদন্ত শুরু করেছে ।
ছবি - প্রতীক |
No comments
Post a Comment