সেখ সামসুদ্দিন
গন্তার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের পরিচালনায় শৈলেন্দ্রনাথ মল্লিক ও নিতাই চাঁদ সাহা স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা হল গন্তার ১ ফুটবল মাঠে। এই ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার সূচনা করেন মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সদস্য তথা ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী ও বিশিষ্ট ব্যক্তি বর্গ।
এদিন পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় শ্রীধরপুর বিবেকানন্দ ক্লাব ২-১ গোলে বিজয়ী হয় এবং রানার্স হয় জয়দীপ একাদশ মেমারি। গন্তার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের সম্পাদক সৌমিত্র চট্টোপাধ্যায় জানান এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা হবে আগামী ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে।
No comments
Post a Comment