প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান
মন্তেশ্বরের পিপলন গ্রাম পঞ্চায়েতের করন্দা গ্রামে একসময়ে লোকসংস্কৃতি বাদাই গানের আসর বসতো । কিন্তু দীর্ঘদিন তা বন্ধ থাকায় হতাশ হন এলাকার সংস্কৃতি মনস্ক মানুষজন । মূলত তাঁদের অনুপ্রেরনাতেই করন্দা যুব কিশোর সংঘের তরুন সদস্যরা বাদাই গানের জনপ্রিয়তা পুনরুদ্ধারে উদ্যোগী হন । করন্দা যুব কিশোর সংঘের সম্পাদক রাজীব মুখোপাধ্যায় বলেন ,দুদিন ধরে বেশ কয়েকটি শিল্পীদল বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে বাদাই গান পরিবেশন করে চলেছেন ।
অভিনয়ের ঢঙে শিল্পীদের মন মাতানো গান শুনতে সর্বত্র অনুরাগীদের ভিড় উপচে পড়ছে । রাজীব জানান , বাদাই গানে শুধুমাত্র বিনোদনের পর্ব সাধিত হয় তা নয়, এর সঙ্গে থাকে লোকশিক্ষা । বাদাই গানের মাধ্যমে ধর্মতত্বের ব্যাখ্যা যেমন তুলে ধরা হয় তেমনই থাকে লোক সমাজের উপযোগী করে শিক্ষাদান।অবলুপ্তির পথে চলেযেতে বসা প্রাচীন এই লোক শিল্পকে বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে যুব কিশোর সংঘের সদস্য সৌমেন দে ,সন্তোষ চট্টোপাধ্যায় ,তন্নয় দে প্রমুখরা । ক্লাব সদস্যদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন মন্তেশ্বরবাসী
No comments
Post a Comment