দক্ষিণবঙ্গ

বাংলার প্রাচীন লোকসংস্কৃতির অন্যতম বাদাই গান। আজ ধ্বংসের মুখে

Monday, November 18, 2019

/ by krishaksetu Bangla


প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান
  
বাংলার প্রাচীন  লোকসংস্কৃতির অন্যতম  বাদাই গান।একদা এই বাদাই গানের আসর ঘিরে  মাতোয়ারা হত  গ্রামীন বাংলা।  গ্রামের মানুষজনের কাছে লোকসংস্কৃতি বাদাইয়ের কদরও ছিল যথেষ্ট ।সময় গড়ানোর সাথে সাথে গ্রামবাংলাতেও ছোঁয়া লাগে আধুনিকতার। অবলুপ্তি ঘটতে বসে বাদাই গান  ও তার শিল্পীদের । প্রাচীন এই লোক শিল্পের কদর  জনমানসে ফের ফিরিয়ে আনতে উদ্যোগী  হয়েছে  পূর্ব বর্ধমানের  মন্তেশ্বরের একদল সংস্কৃতি মনস্ক যুবক । কার্তিক পুজোর প্রাক্কালে  বাদাই গানের আসর ঘিরে এখন মাতোয়ারা  হয়ে উঠেছে  মন্তেশ্বরের  গ্রামগুলি ।

মন্তেশ্বরের পিপলন গ্রাম পঞ্চায়েতের করন্দা  গ্রামে একসময়ে লোকসংস্কৃতি বাদাই গানের আসর বসতো ।  কিন্তু দীর্ঘদিন তা বন্ধ থাকায় হতাশ হন এলাকার সংস্কৃতি মনস্ক মানুষজন । মূলত তাঁদের অনুপ্রেরনাতেই করন্দা যুব কিশোর সংঘের তরুন সদস্যরা বাদাই গানের জনপ্রিয়তা পুনরুদ্ধারে উদ্যোগী হন  । করন্দা যুব কিশোর সংঘের সম্পাদক রাজীব মুখোপাধ্যায় বলেন ,দুদিন ধরে  বেশ কয়েকটি শিল্পীদল  বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে  বাদাই গান পরিবেশন করে চলেছেন ।

অভিনয়ের ঢঙে শিল্পীদের মন মাতানো গান  শুনতে  সর্বত্র অনুরাগীদের  ভিড় উপচে পড়ছে । রাজীব জানান , বাদাই গানে শুধুমাত্র  বিনোদনের পর্ব সাধিত হয় তা নয়, এর সঙ্গে থাকে লোকশিক্ষা । বাদাই গানের মাধ্যমে ধর্মতত্বের ব্যাখ্যা যেমন তুলে ধরা হয় তেমনই থাকে  লোক সমাজের উপযোগী করে শিক্ষাদান।অবলুপ্তির পথে চলেযেতে বসা প্রাচীন এই  লোক শিল্পকে  বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে যুব কিশোর সংঘের সদস্য সৌমেন দে ,সন্তোষ চট্টোপাধ্যায় ,তন্নয় দে প্রমুখরা । ক্লাব সদস্যদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা  করেছেন মন্তেশ্বরবাসী

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION