দক্ষিণবঙ্গ

দিদিকে বলো কর্মসূচিতে যোগদিয়ে অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন

Monday, November 18, 2019

/ by krishaksetu Bangla

প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান
দিদিকে বলো কর্মসূচিতে যোগদিয়ে অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন  তৃণমূলের বিধায়ক ও ব্লক সভাপতি ।অগ্নিদগ্ধ হয়ে  কলকাতার হাসপাতালে  মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পূর্ব বর্ধমানের গলসির  খানো গ্রামের ডাঙাপাড়ার দুই নাবালিকা  সুহানা খাতুন ও বিলকিস খাতুন । এই দুই নাবালিকার  চিকিৎসার জন্য  রবিবার ১ লক্ষ টাকা অর্থ সাহায্য করেন খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগ ও ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম । আগামীদিনেও  সর্বত ভাবে  সহযোগীতার  হাত বাড়িয়েদেবেন বলে  নাবালিকাদের মামাকে আশ্বস্ত করেছেন  বিধায়ক ও ব্লক সভাপতি ।
খানো গ্রামের  ডাঙাপাড়াতেই  বাড়ি  নাবালিকা সুহানা ও বিলকিসদের। সপ্তাহ দুয়েক আগে এই নাবালিকাদের দাদু  সেখ ইউসুফ  দুই নাবালিকা নাতনি ও তাঁদের বাবা সেখ ইকবাল ও মা তুহিনা বেগমকে জীবন্ত পুড়িয়ে মারার জন্য ঘরে আগুন লাগিয়েদেয় 

গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকেই  ভর্তিকরা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখানে  কয়েকদিনের ব্যবধানে মৃত্যু হয় নাবালিকাদের বাবা ও মায়ের । নাবালিকারা চিকিৎসাধীন রয়েছে কলকাতার হাসপাতালে । এই নৃশংস ঘটনা ঘটানোর দায়ে পুলিশ সেখ ইউসুফ ও তাঁর  বড়ছেলো সেখ একরামকে গ্রেফতার করেছে ।  অগ্নিদগ্ধ দুই নাবালিকাকে  বাঁচাতে এরপরেই ডাঙাপাড়া গ্রামের আপামোর হিন্দু ও মুসলিম  সম্প্রদায়ের  মানুষজন  পথে নেমে অর্থ সংগ্রহ করে যাচ্ছেন । ডাঙাপাড়া গ্রামের  হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের  মানুজনের এই মানবিক  কর্মকাণ্ডের  কথা জেনে তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েফেলেন খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতি ।

আরো পড়ুন - ভারতের প্রথম ইলেকট্রিক বাইক মধ্যবিত্তের নাগালে দাম 2999


শনিবার  তারা গলসির বড়দীঘি গ্রামে দিদিকে বলো কর্মসূচীতে যোগদেন  বিধায়ক নবীনচন্দ্র বাগ ও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি  অপার্থিব ইসলাম। এদিন সকালে গ্রামবাসীদের সঙ্গেই তারা পৌছান নাবালিকাদের  বাড়িতে ।   সুহানা ও বিলকিসের মামার হাতে তারা তুলেদেন নগদ একলক্ষ টাকা । নাবালিকাদের সুস্থ করে তুলতে প্রয়োজন রয়েছে আরো অর্থের । নাবালিকাদের জীবন বাঁচাতে  সকল সহৃদয় মানুষকে পাশে দাঁড়ানোর  আবেদন রেখেছেন ডাঙাপাড়ার বাসিন্দারা ।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION