রিপোর্ট - মীর ওজলের (খন্ডঘোষ )
এদিনের মিছিল ও পথসভা থেকে একটাই আওয়াজ উঠে এন আর সি ও সি এ এ মানছি না মানবো না।বামফ্রন্ট নেতা অমর হালদার বলেন কেন্দ্রীয় বিজেপির সরকার দেশের অর্থনৈতিক সংকট ,আত্মহত্যা বাড়ছে, প্রতিদিন বেকারত্ব বাড়ছে এই সব দিক থেকে মানুষের নজর ঘোরাতে এই সব নতুন নতুন আইন পাশ করছে বিজেপি সরকার।
তিনি আরো বলেন বিজেপি সরকার সাধারণ মানুষ কে বোঝাছে যে NPR নিয়ে সাধারণ মানুষের ভয়ের কিছু নেই কিন্তু আমি অমর হালদার বলছি NPR হলো NRC প্রথম ধাপ,শুধু মুসলিমরা নয় সমস্ত ভারতবাসীর জন্য বিপদ ডেকে এনেছে বিজেপি সরকার, এছাড়া ও রাজ্যের শাষক দলের বিরুদ্ধে সরব হন বামফ্রন্ট,পাশাপাশি রাজ্যে এবং কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হন বামফ্রন্ট এর নেতা কর্মীরা।
No comments
Post a Comment