ইসরো চন্দ্রাভিযান-২ নিয়ে রহস্য অব্যাহত। সত্যি কি ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে পারি দিতে পেরেছে? এই নিয়েই জল্পনা চলছে গোটা বিশ্ব জুড়ে। যদিও ইসরো প্রধান জানিয়েছেন, চাঁদের দক্ষিণ মেরুতে পা দিয়েছে ভারত।
এই জল্পনার মাঝেই একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আগামী ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।
নিয়োগকারী সংস্থাঃ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন
পদ সংখ্যাঃ ৮৬
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা ও আইটিআই সার্টিফিকেট থাকা প্রয়োজন।
মাসিক বেতনঃ টেকনিশিয়ান ও ড্রাফটম্যানদের জন্য মাসিক বেতন হবে ২১,৭০০ টাকা।
টেকনিশিয়ান অ্যাসিসটেন্টদের ৪৪,৯০০ টাকা।
বয়সসীমাঃ ১৮ – ৪০ বছর বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এসসি / এসটি দের জন্য থাকবে অতিরিক্ত সংরক্ষণের ব্যবস্থা।
কী ভাবে আবেদন করবেন ?
কী ভাবে আবেদন করবেন ?
২. সেখানে গিয়ে Careers অপশানে ক্লিক করুন।
৩. এরপর HSPC –অপশানে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করুন।
৩. এরপর HSPC –অপশানে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করুন।
আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ - 9775728465/9734743074
কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।
আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com
যোগাযোগ - 9775728465/9734743074
কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।
আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com
No comments
Post a Comment