দক্ষিণবঙ্গ

অফিসিয়াল Verify ‘TikTok' অ্যাকাউন্ট পেল AIMIM

Wednesday, September 25, 2019

/ by krishaksetu Bangla

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) ভারতের প্রথম কোনো রাজনৈতিক দল হিসাবে টিকটকে সরকারিভাবে যাচাইকৃত অ্যাকাউন্ট পেল।

টিকটক সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি এবং শেয়ার করার জন্য ব্যবহৃত একটি মাধ্যম। বর্তমানে ভারতে টিকটকের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০ কোটি। ২০১৯ সালের প্রথম ত্রৈমাসিকে সোশ্যাল মিডিয়ার আরও একটি মাধ্যম ফেসবুককে ডাউনলোডের দিক থেকে পিছনে ফেলেছে টিকটক।

জানা গিয়েছে, এই রাজনৈতিক দলের অ্যাকাউন্টে ৮,৫০০ জন ফলোয়ার্স এবং অ্যাপটিতে আপলোড করা প্রায় ৭০টি ভিডিওতে ৬০ হাজারের বেশি লাইক রয়েছে। হায়দরাবাদে সদর দফতর এআইআইএমআইএম-এর, দলের নেতৃত্বে রয়েছেন আসাদুদ্দিন ওয়েইসি।এআইএমআইএম-এর একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল-ভিত্তিক সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে যা ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বার্তা শেয়ার করে নেওয়ার এবং একই সঙ্গে মজা করার সুযোগ দেয়, দলটি তা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত তরুণ ইন্টারনেট ব্যবহারকারী এবং প্রথমবারের ভোটারদের কাছে পৌঁছানোর জন্যই এই পদক্ষেপ।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION