দক্ষিণবঙ্গ

জোর কদমে পুজো প্রস্তুতি চলছে ভাতারের সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড আমরা কজন পরিচালনায়।

Thursday, September 26, 2019

/ by krishaksetu Bangla



প্রতিনিধি-আমিরুল ইসলামের

পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড আমরা কজন পরিচালনায় জোর কদমে দুর্গা পুজোর প্রস্তুতি চলছে।

এবছর এই পুজো কমিটির পঞ্চম বছরের পুজো। ক্লাবের সদস্য সংখ্যা রয়েছে 26 জন, এই 26 জন সদস্য ও সাহেবগঞ্জ গ্রামের সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় এই দুর্গোৎসব  টি হয়ে থাকে ।এ বছর পূজা মন্ডপ তৈরি হচ্ছে দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে‌। প্রায় আনুমানিক ব্যয় দুই লক্ষ টাকা। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে এই সাহেবগঞ্জ বাসট্যান্ড আমরা ক'জন পূজা কমিটি।

ক্লাবের সেক্রেটারি রাজীব লোচন মান্না জানান আমরা সরকারের কোনো আর্থিক সহায়তা পায়নি ।তবে ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল আমাদেরকে আর্থিক সাহায্য দিবে বলে আশ্বাস দিয়েছেন ।আমরা ষষ্ঠীর দিন থেকে বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকি। যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গান ।তবে এবছর দশমীর দিনে আমরা প্রায় 500 টি চারাগাছ বিলি করব ।কারণ আমাদের লক্ষ্য এলাকায় যাতে করে গাছ লাগানো হয়।পাশাপাশি জল অপচয় বন্ধ নিয়ে বিশেষ নাটকের আয়োজন করেছি আমরা।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION