দক্ষিণবঙ্গ

জাতির জনক মাহাত্ম গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে গলসি ১ নং ব্লকে

Wednesday, October 2, 2019

/ by krishaksetu Bangla

জাতির জনক মাহাত্ম গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে গলসি ১ নং ব্লকের কৃষ্ণরামপুর গ্রামে মা মাটি মানুষ-এর পরিচালনায় ৬তম বর্ষ নক আউট ফুটবল প্রতিযোগিতা খেলা উদ্বোধন হল। উদ্বোধন করেন বিধায়ক অলোক কুমার মাজি। মহত্মা গান্ধীর প্রতিকৃতি কে মাল্য দান, জাতীয় পতকা উত্তোলন, ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শক দের মনরঞ্জন করা হয়।

প্রদপ পোজ্জোলনার মধ্যদিয়ে খেলার সুচনা করা হয়। মুনসিফ পুর সবুজ সংঘ বনাম কেশবপুর সুকান্ত স্মৃতি সংঘ এই দুই দলকে নিয়ে খেলার সুচনা করা হয়।  এদিনের খেলায় কেশবপুর সুকান্ত স্মৃতি সংঘ ট্রাইবেকারে জয়ী হয়

উপস্থিত ছিলেন সমাজসেবী ও ক্লাব সভাপতি জাকির হোসেন। জেলা তৃনমূল সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রোকেয়া ও সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জী, লোয়াপুর কৃষ্ণ রামপুর পঞ্চায়েত প্রধান লাভলী সোরেন।

আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ - 9775728465/9734743074


কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের  পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION