বলরাম সাহা
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়া সিজি গ্রুপের উদ্যোগে খণ্ডঘোষ থানা ও সেহারাবাজার ট্রাফিক এর ব্যবস্থাপনায় পুজো কে সামনে রেখে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হল বুধবার। বাদুলিয়া বাজার থেকে শতাধিক বাইক নিয়ে পলেমপুর পর্যন্ত একটি বাইক রেলী করা হয়। পোলেমপুর এ বাইক আরোহীর গাড়িতে সতর্কমূলক পোস্টার লাগানো হয়। উপস্থিত ছিলেন খণ্ডঘোষ থানার ওসি সঞ্জয় রায় সহ খন্ডঘোস থানা অন্যান্য অফিসার ও সিভিক ভলেন্টিয়ার্সরা। এছাড়া সেহারাবাজার ট্রাফিক ওসি সুকুমার মন্ডল ও সিজি গ্রুপের সদস্যরা।
আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com
No comments
Post a Comment