দক্ষিণবঙ্গ

লরির ধাক্কায় মৃত্যু হয় এক স্কুল ছাত্রের বড়শুলে

Wednesday, October 2, 2019

/ by krishaksetu Bangla

পূর্ব বর্ধমান:- গত পরশুদিন অর্থাৎ 30/09/2019 তারিখে লরির ধাক্কায় মৃত্যু হয় এক স্কুল ছাত্রের, নাম বাপন মন্ডল (৯)। গুরুতর আহত পিতা অরবিন্দ মন্ডল।হরিপল্লী শিশুশিক্ষা কেন্দ্রের চতুর্থ শ্রেনির ছাত্র বাড়ি পূর্ববর্ধমানের সদর ২ ব্লকের বড়শুল তেঁতুল তলায়।

 সেদিন সন্ধ্যায় বাবা অরবিন্দ মন্ডলের সঙ্গে পুজোর বাজার করে সাইকেলে করে ফিরছিল, বড়শুল গ্রামের ধর্মতলায় লরিটি  সাইকেলে ধাক্কা মারে,ছিটকে পরে যায় বাবা ও ছেলে।এলাকার বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক বাপন মন্ডল কে মৃত বলে ঘোষনা করে।গুরুতর আহত অরবিন্দ মন্ডলের চিকিৎসা চলছে।ঘাতক লরিটি ধাক্কা মেরে দামোদর নদের দিকে চলে যায় ।পুলিশ ঘাতক লরিটির খোঁজ চালাচ্ছে।দূর্ঘটনা এলাকার মানুষ ক্ষোভে ফেটে পরে।

উলেখ্য দুইদিন পেরিয়ে যাওয়ার পরও এখনো ঘাতক লরি ও চালককে গ্রেফতার করতে পারেনি অথচ এই ল রি গুলি রীতিমতো এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বালি নিয়ে যায়,এই সব অভিযোগ নিয়ে রাস্তা অবরোধ করলেন বরশুল গ্রামবাসী।

আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা

কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের  পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION