বলরাম সাহা
পূর্ব বর্ধমান এর সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশন অল্প কয়েকদিনের মধ্যে পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে । আগস্ট মাসে মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড থ্রো বল চম্পিযাংশিপ এ অংশ গ্রহণ করে । আয়োজক মালয়েশিয়কে হারিয়ে সেহারা রহমানিয়া মিশন চমক সৃষ্টি করে । কিন্তু শ্রীলঙ্কার কাছে লড়াই করে সেহারা মিশনকে বিদায় নিতে হয় । 29 থেকে 31 সেপ্টেম্বর গামটু ভুটানে এশিয়ান থ্রো বল চম্পিযাংশিপ এ অনুর্ধ 17 ভারতীয় দলের সব খেলোয়াড় ই সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনের ছিলো । এই খেলায় ফাইনালে ভুটান কে এই দল গো হারা হারিয়ে অনুর্ধ 17 জুনিয়র চম্পিয়ান শিরোপা অর্জন করে ট্রফি ও প্রত্যেক খেলোয়াড় স্বর্ণ পদক লাভ করে । অন্যদিকে কবাডিতে সেহারা বাজার রহমানিয়া মিশনের 5 জন অংশ গ্রহণ করে ভুটানের মত দলকে হারাতে সক্ষম হয় ।
এই খেলায় ভারত, ভুটান, নেপাল অংশ গ্রহণ করে ।থ্রো বল ছাড়া ভলিবল, কবাডি , ব্যাডমিন্টন ও ক্যারাটে তে এই তিনটি দেশ অংশ গ্রহণ করে । সিনিয়র থ্রো বলে ও ভারত চম্পিযান হয় এতে মুম্বাই এর ছেলেরা অংশ গ্রহণ করে । ভলিবল ও ব্যাডমিন্টন এ ভুটান চম্পিয়ান হয় । ব্যাডমিন্টন এ বর্ধমান এর ছেলে অর্নব পাল চৌধুরী রানার্স হয়ে ট্রফি ও মেডেল লাভ করে ।মহিলা থ্রো বলে ভারতের মহিলারা চম্পিয়ান হয় এখানে মুম্বাই এর মহিলাদের সঙ্গে বর্ধমান এর 2 জন মহিলা অংশ গ্রহণ করে কৃতিত্তের পরিচয় দেয় ।এই থ্রো বলের প্রাক্তন ভারতীয় দলের ক্যাপ্তেন ও ভারতীয় দলের অন্যতম বোর্ড মেম্বার যিনি সারা বিস্বে থ্রো বলে ফেমাস বর্ধমানের ছেলে শামিম রানা হক ।
যিনি বিস্বে থ্রো বলকে জনপ্রিয় করতে নির্বাচনী সদস্য, কোচ ও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করে সারা বিস্বে জনপ্রিয়তা অর্জন করেছেন ।অনুর্ধ 17 থ্রো বলে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করলো যে যে সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনের ছেলেরা তাদের মধ্যে ক্যাপটেন ছিলেন মিশনের ক্লাস টেনের ছাত্র সুফি মাসুদুল মান্নান । অন্যান্য খেলোয়াড়রা হলো সেখ কাইফ, সাহিল আলম , সাহিনুর চৌধুরী, আহম্মদ , বজরুল হক , ইশতিয়াক মন্ডল ও মোল্লা মুয়াজ ইসলাম । সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সমাজসেবী হাজি কুতুবুদ্দিন সাহেবের অনুপ্রেরণা ও সভাপতি বিশিষ্ট শিক্ষক হাজি বদরুল ইসলাম সাহেবের নিরলস চেষ্টায় এই মিশনকে রাজ্য তথা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে । যার ফলে গোটা এশিয়া মহাদেশে থ্রো বলে দাপিয়ে বেড়াচ্ছে সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশন ।
আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ - 9775728465/9734743074
কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com
No comments
Post a Comment