দক্ষিণবঙ্গ

রাস্তায় স্টেশন সংলগ্ন রেল গেটের পথের অবস্থা দেখে নিন

Sunday, November 3, 2019

/ by krishaksetu Bangla


 পাল্লারোড থেকে বেলুট কাজিপাড়া যাতায়াতের রাস্তায় স্টেশন সংলগ্ন রেল গেটের পথের অবস্থা খুবই খারাপ, রেল লাইনের মেরামতির কাজের জন্য খোঁড়া হচ্ছে  রাস্তা , কিন্তু কাজ হয়ে গেলেও দ্রুততার সাথে পিচের প্রলেপ দেওয়া হচ্ছেনা রাস্তায়, এই রকম ঘটনা একাধিকবার ঘটছে বলেই দাবি স্থানীয়দের, সম্প্রতি এই একই কাজের জন্য খোঁড়া হয় রাস্তা, কিন্তু বেশ কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও পিচের প্রলেপ না পড়ায় প্রাণ হাতে নিয়ে এবড়ো খেবড়ো পাথরের উপর দিয়ে যাতায়াত করছেন নিত্যযাত্রিরা, সাইকেল বা মোটর বাইকের চাকা পাথরের খাঁজে পড়ে যেকোনো সময় রেল লাইনে পড়ে ঘটতে পারে দূর্ঘটনা, ভারি গাড়ি লড়ির চাকার চাপে পাথর ছিটকে জখম হতে পারে পথচারিরাও তাই অবিলম্বে সারাই হোক এই রেল পথ ও সড়ক পথের সংযোগকারী রাস্তা দাবী তুলছেন নিত্যযাত্রী থেকে স্থানীয় মানুষ সকলেই, রাবার গাডার বা অন্য কোনো উন্নত প্রযুক্তির সাহায্য আসতে পারে এর স্থায়ী সমাধান বলে অভিমত বিশেষজ্ঞদের বলে জানান পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার।
অপরদিকে মল্লিকপুকুর পাড়ের মানুষদের পাল্লারোডের মূল রাস্তার সাথে যোগাযোগের মাধ্যম রাস্তার হাল খারাপ বিগত বেশ কয়েক বছর ধরে, এই এলাকার পারিপার্শিক গ্রামের অধিকাংশ রাস্তাই মেরামত হলেও মেমারির দলুইবাজার ১ এর অধিনস্ত এই রাস্তাটি এখনও স্থানীয় মানুষদের নিত্যদিনের দুর্ভোগের কারণ, দীর্ঘ রাস্তার উপড়ের আস্তরণ উঠে কোথাও ইট পাথর বেরিয়ে গেছে কোথাও আবার গর্ত, রাস্তার কিয়দংশ আবার চলে গেছে পুকুরের গ্রাসে, সেখানে রাস্তা সরু হয়ে যাওয়ায় গ্রামে ঢোকেনা কোনো বড় গাড়ি, বর্ষাকালে দুর্ভোগ আরও চরমে ওঠে, জল কাদা নিত্যসঙ্গী স্থানীয় বাসিন্দাদের, শতাধিক আদিবাসী সহ মল্লিকপুকুর পাড় গ্রামের প্রায় ৫০০ মানুষের বাস, রয়েছে স্কুলও, রাস্তা মেরামতে প্রসাশনকে একাধিকবার জানিয়েও কাজ হয়নি বলেই দাবি স্থানীয়দের, নেই কোনো আলোর ব্যবস্থাও, রাতের অন্ধকারে যাওয়া যুঁকি সাপেক্ষ এই রাস্তা , অবিলম্বে স্থানীয় দলুইবাজার ১ গ্রাম পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করে হাল ফিরুক রাস্তার, সম্ভব হলে বসুক সৌরবাতি, দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা বলে জানান পাল্লারোড এলাকাবাসী মল্লিকপুরের বাসিন্দা রাজু হাজরা।


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION