আর কয়েকদিন পরেই আপামর বাঙালি মেতে উঠবে মাতৃ বন্দনায়। এই সময়ে নতুন জামা-কাপড়ের সঙ্গে ঘরে আসে নতুন আসবাবপত্রও। এই পুজোকে আরও রঙিন করে তুলতে মোবাইল থেকে জামা-কাপড় সমস্ত দ্রব্যের ওপরই ফ্ল্যাট সেল আনছে ফ্লিপকার্ট।
পুজোয় ফ্লিপকার্টের মেগা সেল, ৫দিনের সেলে আকর্ষণীয় ছাড়
আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন সেল।তবে ফ্লিপকার্ট প্লাস মেম্বাররা পাবে অধিক সুবিধা। ২৪ ঘণ্টা আগে থেকেই সেলের সুবিধে পাবে তাঁরা।
এছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকরা পাবেন ১০ শতাংশ অতিরিক্ত ছাড়।
২৯ তারিখ থেকে শুরু হচ্ছে জামা-কাপড়, বাড়ির আসবাবপত্র, বাচ্চা
দের খেলনা এবং অন্যান্য ইলেকট্রনিক স্মার্ট যন্ত্রপাতির ওপর ছাড়।
এছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকরা পাবেন ১০ শতাংশ অতিরিক্ত ছাড়।
২৯ তারিখ থেকে শুরু হচ্ছে জামা-কাপড়, বাড়ির আসবাবপত্র, বাচ্চা
দের খেলনা এবং অন্যান্য ইলেকট্রনিক স্মার্ট যন্ত্রপাতির ওপর ছাড়।
পরদিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকে মিলবে স্মার্ট ফোনের ওপর ছাড়।
১৪ লক্ষ, ৩৫০ অধিক ব্র্যান্ড ও ২ লক্ষ অধিক দ্রব্যের ওপর ছাড় দেওয়া হবে এই বিগ বিলিয়ন সেলে।
১৪ লক্ষ, ৩৫০ অধিক ব্র্যান্ড ও ২ লক্ষ অধিক দ্রব্যের ওপর ছাড় দেওয়া হবে এই বিগ বিলিয়ন সেলে।
মুদিখানার সমস্ত জিনিসের দাম শুরু ১ টাকা থেকে।
জোয় ফ্লিপকার্টের মেগা সেল,আপনি প্রস্তুত তো!
- Onida 6.2 kg ওয়াশিং মেশিনের দাম ১৯,৯৯০ টাকা থেকে কমে ৮,৯৯৯ টাকা।
- Samsung s9 plus স্মার্ট ফোনের দাম ৭০,০০০ টাকা থেকে ৩৪,৯৯৯ টাকা।
- Acer Aspire 5s ল্যাপটপের দাম ৬৪,৯৯৯ টাকা থেকে কমে ৩৯,৯৯০ টাকা হবে।
- Redmi note 5 মোবাইলের দাম ১০,৯৯৯ টাকা থেকে ৭,৪৯৯ টাকা হবে।
২৯ ও ৩০ তারিখ মাঝরাত ১২ টা থেকে ২টো পর্যন্ত চলবে স্পেশাল অফার। এই ১২০ মিনিটে যে সমস্ত জিনিসে অফার পাবে। সেগুলি হল-
- রেমন্ড, র্যাংলার-এর ওপর ৬০-৮০ শতাংশ ছাড় থাকছে।
- iFFALKON (4K) UHD টিভির দাম ৪৭ ৯৯০ টাকা থেকে ১৯,৯৯৯ টাকা কম হবে।
- adidas Brand-এ ৬০ শতাংশ অফার থাকবে।
- JBL Free X তারবিহীন হেড ফোনের দাম ৯,৯৯৯ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৩,৯৯৯ টাকায়। ৬ হাজার টাকার ছাড় পাচ্ছেন এই সেলে।
- এছাড়াও হোম ডেকরারের ক্ষেত্রেও ২৫-৩০ শতাংশ গ্রাহকরা ছাড় পাবেন এই সেলে। পাশাপাশি ফ্লিপকার্ট সেলে ট্রাভেলেও থাকছে ২৫,০০০ হাজার টাকার ছাড়।
-
তাহলে আর অপেক্ষা কিসের । বানিয়ে ফেলুন উইসলিস্ট ।
No comments
Post a Comment