দক্ষিণবঙ্গ

পুজোর মুখে নিম্নচাপের জেরে , মাথায় হাত পাত্রসায়ের থানার চাষিদের ।

Saturday, September 28, 2019

/ by krishaksetu Bangla

বাঁকুড়া : দেবব্রত মন্ডল

আর মাত্র কয়েকটা দিন তারপরেই ঢাকে কাঠি পড়বে । বঙ্গবাসী মেতে উঠবে মায়ের আরাধনায় । কিন্তু এতসবের পরেও মন ভালো নেই বাঁকুড়া পাত্রসায়ের থানার নারায়নপুর পঞ্চায়েতের চরগোবিন্দপুর , তাসুলই , পাঁচপাড়া গ্রামের সব্জি চাষীদের । কেননা হিক্কা নিম্নচাপের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় গত চারদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে । বাদ যায়নি বাঁকুড়া জেলাও , গত চার দিনের টানা বৃষ্টিতে সব্জি চাষিদের মাথায় হাত পড়েছে । কেননা বৃষ্টির জেরে ফুলকফি গাছে পচন ধরে নষ্ট হয়ে ঝরে পরছে । যে সমস্ত নতুন ফুল বের হচ্ছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে । বিঘার পর বিভা সব্জি এবং ধান নিম্নচাপের বৃষ্টির জেরে এভাবেই মাঠে নষ্ট হচ্ছে । ফলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে চাষিদের । আর এখানে কপালে চিন্তার ভাঁজ পড়েছে চাষিদের । চাষিরা ফুলকফি বিক্রির জন্য বাজারে বিক্রি করতে পারেননি । ফেলে দিতে হয়েছে সেই ফুলকফি । কারন বৃষ্টিতে ফুলকফি ঘরে বা জমিতে যেখানেই থাকুক পচন ধরে নষ্ট হয়ে যাবে ।

সুরেশ চৌধুরী নামে এক ফুলকফি চাষী বলেন , এই বৃষ্টির জেরে আমাদের সমস্ত ফুল কফি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এরপর আমরা কি খেয়ে বাঁচব পরবর্তী চাষী করার কোন উপায় নেই সামনে পুজো কিভাবে চলবে এর উপায় আমাদের জানা নেই কিভাবে বউ ছেলে মেয়ের হাতে একটা নতুন জামা কাপড় কিনে দেবো তা আমাদের জানা নেই

                         দূর্গাপুজো মেগা সেল ফ্লিপকার্টের, থাকছে আকর্ষনীয় ছাড়

চর গোবিন্দপুরের আরেক চাষী নেপাল গায়েন জানান এই টানা কয়েক দিন বৃষ্টির জেরে আমাদের ধান এবং কফির সম্পূর্ণ ক্ষতি হয়ে গেছে ধান সবে ফুল এসেছে এ অবস্থায় ঝোড়ো হাওয়ায় ধান গাছ মাটিতে লুটিয়ে পড়েছে সেই ধন কিভাবে তুলব এবিষয়ে আমাদের এখনও জানা নেই , এর ফলে আমরা আর্থিক দিয়ে দুর্বল হয়ে পড়েছি .

                                       BUY NOW
খুচরো সব্জি ব্যবসায়ী পরিতোষ মাঝি জানায় টানা বৃষ্টির জন্য চাষীদের সব্জির ব্যপক ক্ষতি হয়েছে যে কারনে আমরা আমাদের চাহিদা মতো সব্জি কিনতে পারছি না আমাদেরও ইনকাম তেমন হচ্ছে না তিনি আরও বলেন পুজোয় বউ ছেলেদের কিছুই দিতে পারবো না |


সব্জি আড়ৎ মালিক প্রভাস রায় বলেন বৃষ্টির জেরে আমাদেরও ব্যবসায় ঘাটতি দেখা দিয়েছে চাষীরা পর্যাপ্ত পরিমানে সব্জি আনতে পারছেনা যে কারনে আমরাও খুচরো সব্জি ব্যবসায়ীদের চাহিদা পূরণ করতে পারছি না |


                                     


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION