ভাতার ব্লক জুড়ে প্রায় 23 টি বড় পুজো মণ্ডপে পূজা হয়। বেশ কয়েকটি পূজো কমিটি মন্ডপ বানান থিমের । প্রায় এক মাস ধরে সেই সমস্ত মণ্ডপ গুলি তৈরি করেন মন্ডপ প্রস্তুতকারীরা। চার দিন নিম্নচাপের জেরে মন্ডপ ব্যবসায়ীরা ক্ষতির মুখে ।তারা জানিয়েছেন তাদের যতগুলি শ্রমিক লাগতো তার থেকেও বেশি শ্রমিক লাগছে এই নিম্নচাপ এর জন্য। পাশাপাশি তারা যে সমস্ত থিম ফুটিয়ে তুলছেন সুন্দর ভাবে তাতে করে মানুষের মন ভরে যাবে কিন্তু এইভাবে নিম্নচাপ চলতে থাকলে সেই সমস্ত থিম দেখার জন্য এলাকার মানুষ কম আসবেন তাই মন্ডপ প্রস্তুতকারীদের মন খারাপ। সব মিলিয়ে ক্ষতির মুখে প্যান্ডেল ব্যবসায়ীসহ মন্ডপ প্রস্তুতকারীরা।
আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ - 9775728465/9734743074
কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com
No comments
Post a Comment