দক্ষিণবঙ্গ

পুত্রবধূর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রৌঢ় শ্বশুর

Saturday, September 28, 2019

/ by krishaksetu Bangla

প্রদীপ চট্টোপাধ্যায়   বর্ধমান  ২৮ সেপ্টেম্বর

পুত্র বধূর শ্লীলতাহানির  অভিযোগে গ্রেফতার হলেন প্রৌঢ় শ্বশুর ।  চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানার  গোলগ্রামে ।  শনিবার  ভোরে  গোলগ্রামের  বাড়িথেকে পুলিশ  শ্বশুর হরিসাধন হাজরাকে  গ্রেফতার করে ।  এদিনই ধৃতকে পেশ করা হয়  বর্ধমান আদালতে ।  বিচারক ধৃতকে  বিচারবিভাগীয়  হেফাজতে পাঠিয়ে  মঙ্গলবার  ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন ।

পুলিশ সূত্রে জানাগেছে , বেশ কিছুদিন ধরে হরিসাধন নিজের পুত্র বধূর উপর নির্যাতন চালিয়ে আসছিল বলে অভিযোগ । এই বিষয়টি নিয়ে গ্রামে সালিশি সভাও বসান হয় । অভিযোগ তার পরেও  প্রৌঢ়  নিজেকে শোধরাননি । দিনকয়েক আগে   পত্রবধুকে গালিগালাজ ও  শ্লীলতাহানি  করার অভিযোগ ওঠে প্রৌঢ় হরিসাধনের বিরুদ্ধে । পুত্র বধূ তাঁর শ্বশুরের বিরুদ্ধে  থানায় অভিযোগ দায়ের  করেন ।  দায়ের হওয়া সেই অভিযোগের ভিত্তিতে  মামলা রূজুকরে পুলিশ  হরিসাধনকে গ্রেফতার করে ।



আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ - 9775728465/9734743074

কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের  পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION