প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ২৮ সেপ্টেম্বর
অগ্নিদগ্ধ হবার পৃথক ঘটনায় মৃত্যু হল দুই মহিলার । মৃতরা হলেন সুশিলা ধর (৫৭) ও মকরুবা বিবি (২৮)। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কাঁদরা গ্রামে বাড়ি সুশিলারদেবীর । অপর মৃত মকরুবার বিবির বাড়ি বীরভূমের লোকপুর গ্রামে । শনিবার বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে দুই মহিলার মৃতদেহের ময়নাতদন্ত হয় । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ির ঠাকুর ঘরে বসে পুজো করছিলেন সুশীলাদেবী । সেই সময়ে কোনভাবে তার শাড়ির অাঁচল প্রদীপের আগুনে উপর পড়েগেলে মহিলা অগ্নিদগ্ধ হন । তাকে প্রথমে বোলপুরের শিয়ান হাসপাতালে নিয়েযায় পরিবার সদস্যরা । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সুশিলাদেবীকে গভীর রাতে স্থানান্তর করা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে । শনিবার বেলায় সেখানেই তিনি মারাযান । অন্যাদিকে শুক্রবার দুপুরে বাড়িতে গ্যাসের উনানে রান্না করার সময়ে অগ্নিদগ্ধ হন মকরুবা বিবি । পরিবার সদস্যরা তাকে উদ্ধার করে শিয়ান হাসপাতালে নিয়েযান । শারীরিক অবস্থা সংকটজনক থাকায় সেখান থেকে তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয় । ওইদিন সন্ধ্যায় সেখানেই মকরুবা বিবির মৃত্যু হয় ।
আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ - 9775728465/9734743074
কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের পুজো সংখ্যায়
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com
No comments
Post a Comment