লাইভ খেলা, সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ সমস্ত কিছু এখন একটি মাত্র অ্যাপের মধ্যে। চলতি সময়ে মানুষ টিভি, সিনেমা হলের তুলনায় বেশি সময় কাটাচ্ছে মোবাইলে।ফেসবুক, হোয়াটস অ্যাপের মতো বড় দাবিদার হয়ে উঠেছে নেটফ্লিক্স ও হটস্টার -এর মতো অনলাইন প্রিমিয়ার স্ট্রিমিং অ্যাপস।
এই অনলাইন স্ট্রিমিংগুলির খরচ আকাশ ছোঁয়া। তবে আপনি একদম বিনামূল্যে পেতে পারেন এই পরিষেবা। নেটফ্লিক্স, অ্যাপেল টিভি প্লাস ও হটস্টারে মিলবে ফ্রি ট্রায়ালের অপশান।
কীভাবে পাবেন নেটফ্লিক্স ও হটস্টার এর ফ্রি ট্রায়ালের অপশান দেখে নিন-
১. অ্যাপেল টিভি প্লাসঃ
গত ১২ সেপ্টেম্বর পর অ্যাপেলের নতুন আইফোন, আইপ্যাড, আইপ্যাড টচ ও অ্যাপেল টিভি কিনবে, তারা এক বছরের ফ্রি সাবস্ক্রিপসন পাবেন। অন্য গ্রাহকরা ৭ দিনের জন্য ফ্রি ট্রায়ালের অপশান পাবেন। এরপর প্রতিমাসে ৯৯ টাকা দিয়ে রোজগের করতে হবে।
২. নেটফ্লিক্সঃ ৩০ দিনের জন্য ফ্রি ট্রায়ালের অপশান আনছে নেটফ্লিক্স। এই ফ্রি অপশান পেতে হলে প্রথমে নেটফ্লিক্স অ্যাপের ৩০ দিনের ফ্রি ট্রায়াল বাটানে ক্লিক করতে হবে। এরপর কোনও একটি সাবসক্রিপশন প্ল্যান নির্বাচন করতে হবে। তবে আপনি চাইলে ৩০ দিনের মধ্যে সাবসক্রিবশন বন্ধ করতে পারবেন। এতে কোনও টাকা দিতে হবে না।
৩. হটস্টারঃ হটস্টার পেজ সাবসক্রিপশন করলেই ফ্রিতে দেখতে পাবেন খেলা, সিরিয়াল ও সিনেমা। সমস্ত জিনিসে দেওয়া হচ্ছে ফ্রি ট্রায়ালের অপশান। তবে যে সমস্ত জিনিসে আনলক করা থাকলে, সেটির জন্য ৯৯৯/বছর, ২৯৯/মাস প্রাইমারি ক্যাটাগরির সাবসক্রিপশন করতে হবে।
No comments
Post a Comment