দক্ষিণবঙ্গ

অবিশ্বাস্য দামে Redmi Note 8! সুযোগ হাতছাড়া করলে পস্তাবেন

Sunday, December 1, 2019

/ by krishaksetu Bangla
Redmi Note 8-এর ফ্ল্যাশ সেল। ২১ অক্টোবর থেকে ভারতে বিক্রি
শুরু হয়েছে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। ফোন দুটির
দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যেই। মাত্র এক মাসে ১০ লক্ষেরও
বেশি ইউনিট বিক্রি হয়েছে এই দু’টি স্মার্টফোনের। 1st ফ্ল্যাশ সেলে
নিমেশে ফুরিয়েছে Redmi Note 8-এর স্টক।আজ তাই ফের একবার
Redmi Note 8-এর ফ্ল্যাশ সেল নিয়ে হাজির Xiaomi। আসুন এক
নজরে দেখে নেওয়া যাক Redmi Note 8-এর স্পেসিফিকেশন আর
দাম।

Redmi Note 8-এর স্পেসিফিকেশন আর দাম:

১) Redmi Note 8 -এ থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ যার মধ্যে রয়েছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর+ 8MP
(ওয়াইড অ্যাঙ্গেল লেন্স)+ 2 মেগাপিক্সেল (ম্যাক্রো লেন্স)+ ২MP
(ডেপ্থ সেন্সর)। সেলফির জন্য থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা
সেন্সর

২) তিনটি সংস্করণে লঞ্চ হচ্ছে Redmi Note 8।4GB RAM+৬৪GB
ইন্টারনাল স্টোরেজ, ৬ জিবি RAM+ ১২৮GB ইন্টারনাল স্টোরেজ
ভার্সানে প্রকাশিত হচ্ছে Redmi Note 8। থাকছে Qualcomm
Snapdragon 665 প্রসেসর।
৩) Redmi Note 8 ফোনে থাকছে ৪,০০০ mAh ব্যাটারি। এর
সঙ্গেই থাকছে ১৮W ফাস্ট চার্জ সাপোর্ট।


৪) অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে Android 9.0।

৫) থাকছে 6.3 ইঞ্চি ডিসপ্লে। ফোনের উপরে ছোট্ট নচে থাকছে
সেলফি ক্যামেরা। ডিসপ্লে রেজোলিউশন1080 x 2280 পিক্সেল।


৬) ৩ জিবি RAM+ ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম 7,999
টাকা,4GB RAM+ 64GB ইন্টারনাল স্টোরেজের দাম ৮,৯৯৯ টাকা।
তবে এই ফ্ল্যাশ সেলে প্রথম ৫০ লক্ষ  4GB RAM+ 64GBইন্টারনাল
স্টোরেজের Redmi Note 8-এর দাম পড়বে ৭,৯৯৯ টাকা।
অর্থাৎ, প্রথম ৫০ লক্ষ ইউনিটে সরাসরি ১,০০০ টাকা ছাড় মিলছে
এইসেলে। এই আজ বেলা ১২টা থেকে Amazon.in এবং Mi.com-
এ Redmi Note 8-এর বিক্রি শুরু হবে।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION