দক্ষিণবঙ্গ

মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতি পক্ষ থেকে দূর্গা পুজো অভিনব উদ্যেগ

Monday, October 7, 2019

/ by krishaksetu Bangla

মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং মেমারি 1 সমষ্টি উন্নয়ন কার্যালয় এর পক্ষ থেকে মেমারী 1 নম্বর অঞ্চলের অতি গ্রামীণ ও ক্ষুদ্র অবহেলিত দুর্গাপুজো কে অনুপ্রেরণা দেবার জন্য পূজা পরিক্রমা 2019 আয়োজন করা হয়েছে , সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মেমারি থানা ,এই পুজো পরিক্রমা পরিক্রমা মন্ডলীর বিশিষ্ট 12 জন সদস্য আছেন যারা  প্রতিমা আলোকসজ্জা  বিভিন্ন প্রকল্প সরকারি  থিম  বিবেচনা করে তাদের প্রাইজ প্রদান করবে  এই মন্ডলীর মধ্যে আছে অধ্যাপক  ডক্টর  আইনজীবী  লেখক শিল্পী  এবং সরকারি দপ্তরের পদমর্যাদা সম্পন্ন কিছু কর্মী সদস্য , কিছু বারোয়ারি কে পুরস্কৃত করা হবে
এবং সান্তনা প্রাইজ দেয়া হবে সাথে সাথে প্রত্যেকটি  বারোয়ারি কে একটি করে আম গাছের চারা দেয়া হয় এবং কিছু বারোয়ারি কে কাপড় জামা ও প্রদান করা হয় , আরো জানা যায় এ অঞ্চলে প্রায় 150 টি বারোয়ারি আছে , এই কার্যকলাপের জন্য ছোট ছোট বারোয়ারি এবং গ্রামীণ বারোয়ারী গুলি খুবই অভিভূত , তাদের  এই ধরনের প্রচেষ্টা আগে কোনদিনই চোখে পড়েনি এটি একটি নজিরবিহীন কার্যকলাপ , ওরা চাই এই ধরনের কর্মসূচি সরকারিভাবে আরো বেশ কিছু হোক




No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION