প্রতিনিধি সেখ আব্বাস আলি
বর্ধমান ১ নম্বর ব্লকের বাঘার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তালিতের ভট্টাচার্য্য পরিবারের দুর্গাপূজায় নবমীর দিন সাজো সাজো রব। সকাল থেকে পূজো শুরুর পূর্বে পরিবারের মহিলা ও পুরুষ সদস্যদের উৎসাহ উদ্দীপনা ছিলো নজরকারা, পুজোর ফল কাটা থেকে শুরু করে মালা গাঁথা সব কিছুই করে পরিবারের সদস্যরা। পুজোর শেষে থাকে মধ্যাহ্ন ভোজনের ব্যাবস্থা। প্রায় 400 বছরের পুজোকে ঘিরে প্রত্যেক সদস্যই অধীর অপেক্ষায় বসে থাকে। কিন্তু পরিবারের মহিলা সদস্য প্রগতি মুখার্জি জানান নবমী মানেই মূলত পুজোর শেষ পর্যায়ে, দশমী পেরোলেই আবারও সেই এক বছরের প্রতীক্ষা। দশমীর দিন প্রত্যেক বছরের ন্যায় এবছরও পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
No comments
Post a Comment