প্রদীপ চট্টোপাধ্যায়
পুজোর কটাদিন মণ্ডপে মণ্ডপে ঘুরে দুর্গা প্রতিমা দর্শন করলেন বর্ধমানের জামাই তথা বিজেপি সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়া । শুধু ঠাকুর দেখাই নয় ,পুজো মণ্ডপে বসে তিনি দেবীকে পুজো দিবেদনও করেছেন। এই পুজোর সনয়ে আহলুওয়ালিয়া জী সবথেকে বেশি খুশি হয়েছেন সোনি টিভি আয়োজিত ২০১৯ সিঙ্গিং সুপারস্টার প্রতিযোগীতায় বর্ধমানের খুদে শিল্পী প্রীতি ভট্টাচার্য বিজেতা নির্বাচিত হওয়ায়। প্রীতি বিজয়ী হবার ঠিক দুদিন আগে অর্থাৎ মহাষষ্ঠির দিন তিনি তাকে কোলে তুলেনিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন ।একই সঙ্গে বিজয়ী হবার জন্য প্রীতিকে আশীর্বাদ করেছিলেন আহলুওয়ালিয়াজি ।
শারদোৎসবের মধ্যেই প্রীতি বিজয়ী হওয়ার খবরে পেয়ে বেজায় আপ্লুত এস এস আহলুওয়ালিয়া। খুদে শিল্প প্রীতির বিজয়ী হওয়া প্রসঙ্গে আহলুওয়ালিয়াজী বলেন,‘ মোদিজীর বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অগ্রদূত বর্ধমানের প্রীতি ভট্টাচার্য । এই ছোট্ট বয়সে খ্যাতি ও যশ অর্জন করে প্রীতি প্রমান করেদিয়েছে বেটিরাও কোন অংশে কম নয় ।’ রবিরার মহাষ্টমীর দিন বর্ধমানের বড়শুল ইয়ংমেনস অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে পৌছে তিনি পুষ্পাঞ্জলী দেন । একই ভাবে মহানবমীর দিনও জেলা বিজেপি সভাপতি সন্দীপ নন্দী সহ অন্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আহলুওয়ালিয়াজী ঠাকুর দেখতে বের হন ।
বর্ধমানের জামাই আহলুওয়ালিয়াজীকে খাতির যত্নে অবশ্য কোন ত্রুটি রাখেনি তাঁর সাংসদ এলাকার মানুষন । সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে এদিন আহলুওয়ালিয়াজী শারদোৎসবের শুভেচ্ছা জানান ।
No comments
Post a Comment