দক্ষিণবঙ্গ

ভাতারের কাঁটার গ্রামের কোন বাড়িতে দুর্গাপূজার চার দিন রান্না হয় না।

Wednesday, October 9, 2019

/ by krishaksetu Bangla

ভাতার থেকে রিপোর্ট আমিরুল ইসলামের

পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের ভাতার গ্রাম পঞ্চায়েতের কাঁটার গ্রামে দুর্গা উৎসবের চারদিন কোন বাড়িতে রান্না হয় না।
কাঁটার গ্রামে সর্বজনীন দূর্গা উৎসব পালন হয়। প্রায় 51 বছর ধরে হয়ে আসছে এই দূর্গা উৎসব। দুই বছর ধরে নতুন নিয়ম চালু হয়েছে গ্রামে।গ্রামের মহিলারা বাড়ির রান্না করতে করতেই সমস্ত সময় কেটে যায় ।তাই বাড়ির ছেলেরা পুজোর চারদিন আনন্দ করলেও গ্রামের কোন মহিলা সেইভাবে আনন্দ করতে পারতেন না ।সেই কথা চিন্তা করে গ্রামের মানুষেরা ঠিক করে গ্রামের বারোয়ারি তলায় গোটাগ্রাম একত্রিত হয়ে রান্নার লোক নিয়ে এসে রান্না করা হবে।গত বছর থেকে চালু হয়েছে এ নিয়ম এবছরও সেই একই নিয়মে চারদিন ধরে রান্না হচ্ছে বারোয়ারি তলায় ।গ্রামের সকল মানুষ এক কাছে বসে খাওয়া দাওয়া করেন এই চারদিন ধরে। আজ বিজয়া দশমী, বিগত দিনের প্রথা  মেনে আজকে বিসর্জন হবে মা দুর্গার। তাই গ্রামের মহিলারা আনন্দে মেতে উঠেছে সিঁদুর খেলায়।আনন্দে মেতে উঠলেও সকলের কিন্তু মন খারাপ আবার একটা বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য ।সব মিলিয়ে ভাতারের কাঁটার গ্রামে দুর্গা উৎসবকে ঘিরে ব্যাপক উত্তেজনা ।

 আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা


যোগাযোগ - 9775728465/9734743074

কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ' কৃষকসেতু বাংলা ' আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের  পুজো সংখ্যায়

আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email - krishaksetubangla@gmail.com

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION