দক্ষিণবঙ্গ

ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি, নতুন ছবির প্রস্তাব ফেরালেন মিমি

Tuesday, November 5, 2019

/ by krishaksetu Bangla
সাত বছরের কেরিয়ারে কোনও দিন ঘনিষ্ঠ দৃশ্য করেননি। এ ধরনের দৃশ্য নিয়ে বরাবরই আপত্তি মিমি চক্রবর্তীর। শোনা যাচ্ছিল, পরিচালক প্রতিম ডি গুপ্তের আগামী ছবিতে মিমি অভিনয় করতে চলেছেন। তবে সম্প্রতি অভিনেত্রী জানিয়ে দেন, তিনি ছবিটি করতে পারবেন না। 
 পরিচালকের নাম প্রতীম ডি গুপ্ত। প্রতীম তাঁর আগামী এক ছবিতে যিশু সেনগুপ্তর সঙ্গে কাজ করছেন। আর সেই ছবির নায়িকার ভূমিকার জন্যই প্রস্তাব গিয়েছিল মিমি চক্রবর্তীর কাছে। তবে তিনি নাকি সাফ না করে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, প্রতীমের সেই ছবিতে কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। আর তাতেই নাকি জোর আপত্তি জানিয়েছেন মিমি। কারণ, এখন তিনি শুধু আর টলিউড ইন্ডাস্ট্রির নায়িকা নন, বরং যাদবপুরের মতো কেন্দ্রের সাংসদও।এ ব্যাপারে মিমিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘সমালোচনার জন্য যে আমি ইন্টিমেট সিন করছি না, তা নয়। সাংসদ হওয়াটাও এ ক্ষেত্রে একমাত্র কারণ নয়। আমি কোনও দিনই ঘনিষ্ঠ দৃশ্যে স্বচ্ছন্দ নই। তা হলে কেরিয়ারের এই পর্যায়ে কেনই বা করব?’’

এদিকে মিমি ব্যস্ত তাঁর প্রথম মিউজিক অ্যালবামের রিলিজ় নিয়ে। আগামী রবিবার তাঁর অ্যালবামের লঞ্চ। তা হলে কি এই মুহূর্তে তাঁকে বড় পর্দায় দেখার সম্ভাবনা নেই? নায়িকা জানিয়েছেন, বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা চলছে। অন্যদিকে, অরিন্দম শীল জানুয়ারি মাস নাগাদ মিমিকে নিয়ে ‘খেলা যখন’ ছবিটি শুরু করতে চান। ‘‘ওই ছবিটা নিয়ে আমি সত্যিই আশাবাদী। এর আগে যখন ছবিটা হওয়ার কথা ছিল, তখন অনেক খেটেছিলাম চরিত্রটা নিয়ে,’’ বক্তব্য মিমির। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের আগামী প্রজেক্টেও মিমির থাকার কথা শোনা গিয়েছে।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION