দক্ষিণবঙ্গ

২০২০ সাল থেকে বাড়ছে অধ্যাপকদের বেতন, জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন বেতনক্রম

Tuesday, November 5, 2019

/ by krishaksetu Bangla

২০২০-র জানুয়ারি থেকেই UGC-র সংশোধিত বেতন কাঠামো 
কার্যকর হবে রাজ্যে। সপ্তম পে কমিশন অনুযায়ী বেতনপাবেন 
সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। মঙ্গলবার নেতাজি
ইন্ডোরে শিক্ষক সমাবেশে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা 
বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ১আগের বছরগুলোর জন্য ৩ শতাংশ 
ইনক্রিমেন্ট পাবেন তাঁরা। অন্যদিকে ২০১৬-২০১৯ সালের এরিয়ারের 
বদলে ৩ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।এদিন 
মমতা বললেন, "২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯
-২০ এই ৪ বছরের জন্য ৩ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হবে"।
এর আগেও বেতনবৃদ্ধির দাবিতে মন্ত্রীদের সঙ্গে একাধিক বৈঠকে 
বসেছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। UGC অনুযায়ী পে 
স্কেলের দাবিতে সরব হয়েছিলেন তাঁরা। আগের বার মুখ্যমন্ত্রীর সঙ্গে
বৈঠকে অবসরের সময়সীমার বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন 
মুখ্যমন্ত্রী। তবে মঙ্গলবারের বৈঠকে আংশিক খুশি হলেও ষষ্ঠ পে 
কমিশনের এরিয়ার না মেলায় ক্ষোভ তারি হয়েছে অধ্যাপকদের 
একাংশের মধ্যে।


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION