প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ৪ নভেম্বর
পুলিশ জানিয়েছে , খুনের ঘটনা সামনে আসার পরথেকে মিতালীদেবীর খোয়া যাওয়া মোবাইলটি বন্ধ দেখাচ্ছিল। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সেই ফোনটিকে ‘নজরদারি’র মধ্যে রাখা হয়। শনিবার রাতে হঠাৎতই ‘সিম-বিহীন’ মোবাইল ফোনটি কিছুক্ষণের জন্যে ‘অন’ হয়। এরপর ওই মোবাইল ফোনের সূত্র ধরেই প্রথমে প্রশান্ত ক্ষেত্রপাল ও পরে সুজীত ঘড়ুই কে ধরা সম্ভব হয় । পুলিশের দাবি, ফরেন্সিক দল প্রাথমিক রিপোর্টে কী ভাবে মিতালী ঘোষ খুন হতে পারে তার একটা ধারণা দিয়ে গিয়েছিল। ধৃতদেরকে জেরা করে ফরেন্সিক দলের ধারণা হুবুহু মিলে যাচ্ছে।
No comments
Post a Comment