বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই উৎসব কমিটির সভাপতি প্রাক্তন কাউন্সিলার খোকন দাস জানিয়েছেন, এবারে উৎসবের বাজেট ৩০ লক্ষ টাকা। ৯দিনের এই উৎসবে এই দুই বলিউডের শিল্পী ছাড়াও বিভিন্ন দিনে হাজির থাকছেন এক ঝাঁক মুম্বাইয়ের নামকরা গায়ক গায়িকারা। অন্যদিকে, উৎসবের মধ্যেই ৪ ফেব্রুয়ারি বহু প্রতীক্ষিত কাঞ্চন উৎসব তথা কঙ্কালেশ্বরী কালীমন্দির এলাকায় তৈরী হওয়া বৃদ্ধাশ্রম নবনীড়ের উদ্বোধন হবার বিষয়টিও এদিন ঘোষণা করেছেন খোকন দাস।
সুনীল শেট্টি ও রবীনা ট্যান্ডন এর হাত ধরে উদ্বোধন হতে চলেছে বর্ধমান কাঞ্চন উৎসব ২০২০
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই উৎসব কমিটির সভাপতি প্রাক্তন কাউন্সিলার খোকন দাস জানিয়েছেন, এবারে উৎসবের বাজেট ৩০ লক্ষ টাকা। ৯দিনের এই উৎসবে এই দুই বলিউডের শিল্পী ছাড়াও বিভিন্ন দিনে হাজির থাকছেন এক ঝাঁক মুম্বাইয়ের নামকরা গায়ক গায়িকারা। অন্যদিকে, উৎসবের মধ্যেই ৪ ফেব্রুয়ারি বহু প্রতীক্ষিত কাঞ্চন উৎসব তথা কঙ্কালেশ্বরী কালীমন্দির এলাকায় তৈরী হওয়া বৃদ্ধাশ্রম নবনীড়ের উদ্বোধন হবার বিষয়টিও এদিন ঘোষণা করেছেন খোকন দাস।
Subscribe to:
Post Comments (Atom)
loading...
No comments
Post a Comment