বর্ধমান শহর লাগোয়া সরাইটিকর চ্যান্ডেল পাড়ায় বাড়ি যুবক সেখ রেজাউলের । তাঁর প্রেমিকার বাড়ি সরাইটিকর দক্ষিন পাড়ায় ।তাঁদের বছর পাঁচেকের প্রেমের সম্পর্ক । রেজাউল জানিয়েছে প্রাপ্ত বয়স্ক হবার পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন ।
গত জানুয়ারি মাসে সে তাঁর প্রেমিকা কে রেজিস্ট্রি করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু এরপর হঠাৎকরেই একদিন প্রেমিকার বাড়ির লোকজন তার কাছ থেকে প্রেমিকাকে ছিনিয়ে নেয় । পরে প্রেমিকার বাবা কাউকে কিছু না জানিয়ে তার মেয়েকে নিয়ে বেপাত্তা হয়ে যায়। প্রেমিকার বাড়িও তালাবন্ধ থাকছে । দীর্ঘদিন চেষ্টা চালিয়েও রেজাউল আর তাঁর প্রেমিকার সঙ্গে আরকোন যোগাযোগ করতে পারেনি । প্রেমিকাকে নিজের কাছে ফিরেপেতে চেয়ে এদিন সকালে পোস্টার, প্লাকার্ড হাতে রেজাউল প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে পড়ে । তাঁর পাশে দাঁড়ায় বন্ধু ও পরিজনরা। এলাকার তরুণ তরুণীরাও রেজাউলের ধর্ণাকে সমর্থন করে । সারাদিন ধর্ণায় বসে থেকে প্রেমিকার দেখা অবশ্য পায়নি রেজাউল । তবে ভালবাসার দিনে রেজাউলের এই নকসী কাঁথার প্রেমকাব্য যে বর্ধমানের প্রেমিক প্রেমিকাদের কাছে হৃদয়স্পর্ষী হয়েঠেছিল তা আর বলার অপেক্ষা রাখে না ।
No comments
Post a Comment