দক্ষিণবঙ্গ

ভালবাসার দিনে প্রেমিকাকে নিজের কাছে পেতে চেয়ে ধর্ণায় বসলো প্রেমিক

Friday, February 14, 2020

/ by krishaksetu Bangla

‌‌‍বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :-  ভ্যালেন্টাইন’স ডেতে এক  ভিন্ন প্রেম কাহিনীর স্বাক্ষী থাকলেন বর্ধমানবাসী।ভালবাসার  মানুষকে কাছে পাবার ব্যাকুলতায় এদিন প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসলেন প্রেমিক ।গোলাপের স্পর্শে অন্য প্রেমিক প্রেমিকারা যখন একে অপরের হৃদয় ছুতে ব্যস্ত ঠিক সেই সময়ে সেখ রেজাউল  নিজের প্রেমিকাকে কাছে পাবার জন্য ধর্ণায়  বসে আকুতি করে চললেন। ভালবাসার দিনে প্রেমিকাকে কাছে পেতে চেয়ে এক প্রেমিকের এমন আকুতি কিছুটা হলেই হৃদয় দুলিয়ে দেয় অন্য প্রেমিক প্রেমিকাদের ।  
বর্ধমান শহর লাগোয়া সরাইটিকর চ্যান্ডেল পাড়ায় বাড়ি যুবক সেখ রেজাউলের । তাঁর প্রেমিকার বাড়ি সরাইটিকর দক্ষিন পাড়ায় ।তাঁদের বছর পাঁচেকের  প্রেমের  সম্পর্ক ।  রেজাউল জানিয়েছে প্রাপ্ত বয়স্ক হবার পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন ।
গত জানুয়ারি মাসে সে  তাঁর প্রেমিকা কে  রেজিস্ট্রি করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু এরপর হঠাৎকরেই একদিন প্রেমিকার বাড়ির লোকজন তার কাছ থেকে প্রেমিকাকে ছিনিয়ে নেয় । পরে  প্রেমিকার  বাবা কাউকে কিছু না জানিয়ে তার মেয়েকে নিয়ে বেপাত্তা হয়ে যায়। প্রেমিকার বাড়িও তালাবন্ধ থাকছে । দীর্ঘদিন চেষ্টা চালিয়েও  রেজাউল আর তাঁর  প্রেমিকার সঙ্গে  আরকোন যোগাযোগ  করতে পারেনি । প্রেমিকাকে নিজের কাছে ফিরেপেতে চেয়ে এদিন সকালে পোস্টার, প্লাকার্ড হাতে রেজাউল  প্রেমিকার বাড়ির সামনে  ধর্নায় বসে পড়ে । তাঁর পাশে দাঁড়ায় বন্ধু ও পরিজনরা। এলাকার তরুণ তরুণীরাও রেজাউলের ধর্ণাকে সমর্থন  করে  । সারাদিন ধর্ণায় বসে থেকে প্রেমিকার  দেখা অবশ্য পায়নি রেজাউল ।  তবে ভালবাসার দিনে রেজাউলের এই নকসী কাঁথার প্রেমকাব্য যে বর্ধমানের প্রেমিক প্রেমিকাদের কাছে হৃদয়স্পর্ষী হয়েঠেছিল তা আর বলার অপেক্ষা রাখে না । 

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION