দক্ষিণবঙ্গ

করোনা মোকাবিলায় স্কলারশিপের টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেদিল জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র

Saturday, March 28, 2020

/ by krishaksetu Bangla




প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- রোনা মোকাবিলায় আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্যে দৃষ্টান্ত গড়ল
 জলপাইগুড়ি গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র শুভম ঘোষ।স্কলারশিপ বাবদ পাওয়া টাকার কিছুটা পড়াশুনার জন্য রেখেদিয়ে বাকি ৫ হাজার টাকা  শুভম দান করেদিল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে । করোনা সংক্রমন মোকাবিলায় রাজ্য সরকারের পাশে দাঁড়াতে মেধাবী ছাত্র শুভমের এমন ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন প্রশাসনের কর্তারা  ।


পূর্ব বর্ধমানের জামালপুর থানার পাঁচড়া গ্রামে   বাড়ি ছাত্র শুভম ঘোষের। তাঁর বাবা শৈলেন ঘোষ পেশায় চাষি। ছোট বয়স থেকেই শুভম পড়াশুনায় অত্যন্ত মেধাবী।সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশুনার জন্য  সে  ভর্তি হয় জলপাইগুড়ি গভর্মেন্ট  ইঞ্জিনিয়ারিং কলেজে।করোনা ভাইরাস সংক্রমণ রুখতে রাজ্য সরকার সমস্ত স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার  নির্দেশ দেবার পর শুভম পাঁচড়া গ্রামের বাড়িতে ফিরে আসে ।শুভম জানিয়েছে ,বাড়িতে ফিরে এসে সে জানতে পারে করোনা সংক্রমণ মোকাবিলায় আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছেন।এমনটা জানার পরেই  সে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য মনস্থির করেফেলে।শুভম জানিয়েছে ,সে কলেজ থেকে স্কলারশিপ বাবদ যে অর্থ পেয়েছিল তার কিছুটা পড়াশুনার জন্য রেখেদিয়ে বাকি ৫ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেবার সিদ্ধান্ত নেয় । শুক্রবার বিকালে জামালপুর  ব্লকের বিডিও অফিসে পৌছে বিডিওর সহযোগীতায় ৫ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করেছে বলে শুভম জানিয়েছে ।একই সঙ্গে সে এই কঠিন সময়ে সকলকে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের সকল ছাত্রদের উদ্দেশ্যে আবেদন  রেখেছে।


জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার বলেন ,মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করার জন্য ছাত্র শুভম তাঁর বাবাকে সঙ্গে নিয়ে  বিডিও অফিসে হাজির হয়। তার আবেদন শুনে মুখমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করার কাজে তাঁকে সর্বতভাবে সহযোগীতা করা হয়েছে । বিডিও বলেন, এই দূর্যোগের সময়ে নিজের স্কলারশিপের টাকা মু্খ্যন্ত্রীর ত্রাণ তহবিলে  দান করে শুভম শুধু যে দৃষ্টান্ত গড়লো এমনটাই নয়। শুভম ছাত্র সমাজের কাছেও ভাল বার্তা দিল । শুভম কে দেখে রাজ্যের অন্য ছাত্ররাও যদি অর্থ দান করে তবে করোনা মোকাবিলায় রাজ্য সরকার আরো  নানা পদক্ষেপ গ্রহনে সক্ষম হবে ।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION