দক্ষিণবঙ্গ

দিল্লিতে রক্তের হোলি খেলেছে বলে বিজেপি এবছর আর হোলি খেলতে চইছে না - বললেন অনুব্রত মণ্ডল

Wednesday, March 4, 2020

/ by krishaksetu Bangla

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- রোনা ভাইরাস আতঙ্কে এবছর প্রধানমন্ত্রী নরেদ্র মোদি সহ গোটা বিজেপি দল দোল বা হোলি খেলার সিদ্ধান্ত নিয়েছে।বিজেপির এই সিদ্ধান্তেরই কঠোর সমালোচনা করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের উদ্ধানপুরে দলীয় সভায় যোগদিয়ে অনুব্রত মণ্ডল বলেন ,‘দিল্লিতে রক্তের হোলি খেলে নিয়েছে বিজেপি । সেকারণে বিজেপি বসন্ত উৎসব করার আর দরকার আছে বলে মনে করছেনা ।  রক্তের হোলি খেলেছে বলেই বিজেপি আর আবির মাখতে রাজি নয় । ৭৫ জন মানুষকে ওরা মেরেদিল । আগুন ধরিয়ে দেওয়া  বাড়ি থেকে ও  ড্রেন থেকে  এখনও লাস বের হচ্ছে । এত মানুষের রক্তের হোলি খেলার পর বিজেপি আর কি করতে বসন্ত উৎসবের হোলি খেলবে। অনুব্রত মন্ডল বলেন ,সেকারণেই করোনা ভাইরাস আতঙ্কের দোহাই দিয়ে এবছর বিজেপি দোল বা হোলি না খেলার সিদ্ধান্ত নিয়েছে । ’ যদিও অনুব্রতর এই যুক্তি অবান্তর বলে দাবি করেছে  বিজেপি নেতৃত্ব । 
কেতুগ্রামের জনসভা মঞ্চ থেকে অনুব্রত মণ্ডল 
দলের কর্মী ও সমর্থককের উদ্দেশ্যে বলেন , মনে রাখবেন বিজেপি একটা বিশ্বাস ঘাতকের দল ।  ওরা কোন মানুষের উপকার করেনা ।  শুধু দাঙ্গা বাঁধায় । এখন ওরা সারা দেশ জুড়ে
ঝগড়া অশান্তি বাঁধাতে চাইছে । ২০২১ সালে বিজেপি পয়সার খেলা চালাবে । পয়সা নিয়ে নেবেন কিন্তু মমতাকে  ভোট দেবেন । কারণ বাংলায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের  সরকার থাকলেই সিএএ , এনআরসি করতে পারবেনা ।  মোদির কথায় বিশ্বাস করে বিজেপিকে ভোট দিলে সবথেকে ভুল করবেন । নিজেদের  বিপদ নিজেরাই  ডেকে আনবেন । জেনে রাখুন দিল্লিতে রক্তের হোলি খেলে  ওরা ৭৫ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। রক্তের হোলি খেলেছে বলে ওদের অবির বা রঙ আরো ভালো লাগবে না । সেকারণেই করোনা ভাইরাসের দোহাই দিয়ে হোলি খেলবেনা বলছে । সভায় উপস্থিত সকলকে অনুব্রত মণ্ডল বলেন , বিজেপির কারুর কথা বিশ্বাস করবেন না আর ওদের কথা শুনে অহেতুক করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে গুজব ও ছড়াবেন না । 
জেলা বিজেপি সভাপতি সন্দীপ নন্দি বলেন ,
আশলে করোনা ভাইরাসের প্রভাব বিশ্বজুড়ে কতটা পড়েছে  সেই সব নিয়ে কিছুই জানেন না অনুব্রত বাবু ।ভারতে এখনও পর্যন্ত  ২৮ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এই সব বিষয়ে জ্ঞানগম্য না থাকার কারণে অনুব্রত  বাবু অবান্তর কথাবার্তা বলছেন। রাজ্যের মানুষতো দূরের কথা ওনার কথা ওনার দলের লোকও বিশ্বাস করেন না। যারা দেশের সচেতন নাগরিক তারা খুব ভালো ভাবেই  জানেন বিজেপি এবছর দোল না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কতটা যুক্তিসংগত । 




No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION