দক্ষিণবঙ্গ

ফিরহাদ হাকিম বলেন ভারতবর্ষে বিজেপি এখন নোংরা ধর্মের নামে রাজনীতির খেলায় মেতেছে

Thursday, January 2, 2020

/ by krishaksetu Bangla

খিদিরপুরের 79 নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। ওই শিবিরে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ শুভাশিস চক্রবর্তী, মালা রায় সহ অন্যান্য নেতৃবর্গ। ওই সভায় ফিরহাদ হাকিম বলেন ভারতবর্ষে বিজেপি এখন নোংরা রাজনীতির খেলা করছে, ধর্মে ধর্মে বিভেদ বাঁধিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।

আমি সবাইকে বলব জাতি-ধর্ম নির্বিশেষে সবাই একজোট হন। বিরোধীদের তরফ থেকে সব সময় বলা হয় মেটিয়াবুরুজ অঞ্চলকে মিনি পাকিস্তান আমি বলেছি কিন্তু একটাও ফুটেজ দেখাতে পারবে না যে এ কথা আমি বলেছি। সব সময় আমাকে বদনাম করার চেষ্টা হচ্ছে এই একটি কথা নিয়ে। পাকিস্তানের রাজনীতি বিজেপি করে রাজনৈতিক ফায়দা তোলার জন্য।


বাইট: আজ ভাটপাড়া প্রমাণ করল গুন্ডামি করে ভোটে জেতা যায় না। আমাদের কর্মীদের উপর গুন্ডামি করা হয়েছিল, অর্জুন সিং অত্যাচার করেছিল। বাইরে থেকে শার্প শুটার নিয়ে এসে ভাটপাড়ায় বোমাবাজি করে আতঙ্কের সৃষ্টি করেছিল। কারণ সে সময় মমতা ব্যানার্জির প্রশাসন ছিল না, নির্বাচন কমিশনের হাতে ছিল। তারপর যখন রাজ্য সরকারের হাতে আবার প্রশাসন আসলো প্রশাসনের সক্রিয়তায় এবং একজন ভাল পুলিশ কমিশনারের দক্ষতায় ভাটপাড়া শান্ত হয়েছে।  মানুষ মাথা তুলে দাঁড়িয়েছে, কনফিডেন্স ফিরে এসেছে।

মানুষের যেই কনফিডেন্স ফিরে আসায় বিজেপির বিরুদ্ধে মানুষ নো কনফিডেন্স দেখিয়ে দিয়েছে। বিজেপি আদালতে যাচ্ছে, তাতে কিছু যায় আসে না। আমরা কোর্টে যায়নি মানুষের আতঙ্ক  কেটে যেতে মানুষ নিজেরাই রায় দিয়েছে। ববি হাকিমের মিনি পাকিস্তান বলা কে নিয়ে সায়ন্তন বসু কটাক্ষ করেন। তার উত্তরে সায়ন্তন বসু কে পরোক্ষে পাগল, ছাগল বলেন ববি হাকিম।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION